গুরুত্বপূর্ণ খবর

কড়া সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের! Ration Card নিয়ে আর কোন দুর্নীতি নয়

রেশন কার্ড (West Bengal Ration Card) প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে খুব গুরুত্বপূর্ণ নথি। বিশেষ করে সেই সব নাগরিকদের কাছে বেশি জরুরী যারা গরিব দুই বেলা দুই মুঠো ভাত জোগাড় করা মুশকিল হয়ে যায়। করোনার পর থেকে বিনামুল্যে রেশন (Free Ration) পাচ্ছে ভারতীয় নাগরিকরা। শুধু যে রেশন পাওয়ার জন্য এই কার্ড দরকারি তা নয় এই কার্ড পরিচয় পত্র হিসেবেও ব্যবহার করা হয়।

Ration Card Items List in West Bengal for July 2024.

একটি পরিবারে প্রতিটি সদস্যদেরই Ration Card থাকে। আর এই পরিবারের সদস্যরা তাদের মাথা পিছু নির্দিষ্ট পরিমান রেশন সামগ্রী পেয়ে থাকে। আমাদের দেশে প্রতিটি রাজ্যের আলাদা আলাদা রেশন কার্ড হয়। রেশন কার্ড এর ভিন্ন ভিন্ন ভাগ রয়েছে। শ্রেণী বিশেষে ভিন্ন ভিন্ন রেশন কার্ড দেওয়া হয়। আধার, ভোটার, প্যান কার্ডের মতই রেশন কার্ডও জরুরী।

পশ্চিমবঙ্গে রেশন কার্ড নিয়ে বড় খবর

Ration Card না থাকলে সরকারের তরফ থেকে যে রেশন (Ration Items) দেওয়া হয় তা পাবে না সাধারন মানুষ। দেশের খাদ্যাভাব দূর করতে গুরুত্বপূর্ণ ভুমিকা নেয় রেশন কার্ড। আর আগামী ৫ বছরের জন্য এই বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে। আর এবারে এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া উচিত।

পশ্চিমবঙ্গে রেশন কার্ড কত প্রকার ও কি কি?

আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে 5 ধরনের রেশন কার্ড রয়েছে। এই 5 ধরনের Ration Card এ রেশন সামগ্রীর পরিমান ও আলাদা আলাদা। PHH, AAY, SPHH, RKSY 1, RKSY 2 এই 5 ধরনের রেশন কার্ড রয়েছে। রাজ্যবাসীর কার কোন কার্ড রয়েছে সেই কার্ড অনুযায়ী তারা খাদ্যশস্য পায়। রাজ্য সরকার প্রতিটি ক্যাটাগরির জন্যে আলাদা আলাদা পরিমান রেশনের ব্যবস্থা করে।

PM Awas Yojana (প্রধানমন্ত্রী আবাস যোজনা)

অনলাইন ডিজিটাল রেশন কার্ড

তবে এতো দিন এই কোন Ration Card এ কত পরিমান রেশন দেওয়া হয় এই নিয়ে সংশয় ছিল। বহু মানুষ জানে না যে সে কত পরিমান রেশন পাবে। এবার এই সংশয় এর অবসান করল রাজ্য সরকার। কারন অনেক জায়গা থেকেই অভিযোগ আসত যে রেশন ডিলাররা (Ration Dealer) কম রেশন দেয়। তাই এবার এমন এক পদ্ধতি রাজ্য সরকার চালু করেছে। যেখানে রেশন ডিলাররা আর রেশন সামগ্রী আর মারতে পারবেনা। কি সেই পদ্ধতি জেনে নিন।

লেডিস স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত! মহিলাদের দীর্ঘ সমস্যার সমাধান

How to Check Ration Card Items Online

এবার থেকে ঘরে বসেই জেনে নিতে পারবেন আপনি আপনার Ration Card অনুযায়ী কত পরিমান রেশন সামগ্রী পাবেন। রাজ্য সরকার আপনাকে SMS করে জানাবে আপনি কত পরিমান রেশন পাবেন। 2024 এর জুন মাস থেকেই এমন নিয়ম শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। উপভোক্তার নিবন্ধীত মোবাইল নম্বরে (Registered Mobile Number) এই SMS যাবে। এর ফলে উপভোক্তারা নিজেরাই বুঝে নিতে পারবেন সে কত পরিমান রেশন পাচ্ছেন। Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *