গুরুত্বপূর্ণ খবর

Ration Card: রেশন কার্ড গ্রাহকদের জন্য নতুন নিয়ম। পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিলো

রেশন কার্ড গ্রাহকদের (Ration Card) জন্য দারুণ খবর, আর ঠকতে হবে না তাদের কোনমতেই! আর মাসের শুরুতে এই সিদ্ধান্ত জানিয়ে দিলো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). এই কারণের জন্য সুবিধা হতে চলেছে সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের। এই ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) দেওয়ার মাধ্যমে অনেকের সুবিধা হচ্ছে এবং আগামী ২০২৬ পর্যন্ত এই সামগ্রী দেওয়া হবে।

Ration Card Holders Know This Rule

এই ভালো কাজেও অনেক অসাধু মানুষেরা চলে এসেছে দুর্নীতি করার জন্য! আর এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন রেশন ডিলারশিপে কারচুপির অভিযোগ উঠেছে। অনেকের অভিযোগ তাঁরা ঠিক পরিমাণ মতো দ্রব্য পাননি রেশন থেকে। পারিবারিক আয়ের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড (Ration Card) প্রদান করে সরকার। এই জন্য রেশন দ্রব্যের পরিমাণও ভিন্ন হয়।

রেশন কার্ডে নতুন নিয়ম

কিন্তু অভিযোগ উঠেছে যে অনেক ব্যক্তি ঠিকঠাক খাদ্য দ্রব্য পাচ্ছে না, এরপরে সরকার তদন্ত শুরু করে। রেশন কারচুপি কান্ডে কয়েকজন জড়িয়ে থাকার জন্য তাদের গ্রেফতার করা হয়। এরপরই এই দুর্নীতি রুখতে তৎপর হয় রাজ্য সরকার। রাজ্য সরকার একটি নির্দেশিকায় জানিয়ে দিয়েছেন যে, কোনো রেশন ডিলারশিপের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সেই ডিলারশিপের শাস্তি অনিবার্য (Ration Card).

এমন যদি হয় রেশনে খাদ্য সামগ্রী (Ration Card Items) নেই বলে গ্রাহকদের না দেওয়া হয় বা কম পরিমাণে দিয়ে বাকিটা ডিলারশিপের কাছে খাদ্য সামগ্রী মজুত থাকে তাহলে যত খাদ্য দ্রব্য বন্টন করা হয়নি তার তিনগুণ হিসেবে জরিমানা আরোপ করা হবে। সেই ডিলারশিপের উপর করা পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার, সেই সাথে সেই ডিলারশিপের লাইসেন্স চিরদিনের মতো বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Ration Items (রেশন সামগ্রী)

বিশেষ করে কালো বাজারি রুখতে এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার জানিয়েছে, রেশন ডিলারে যে বাড়তি চাল, গম থাকে সেটা বেশি দামে বাজারে বিক্রি করা হয়। তাই এই কালো বাজারি বন্ধ করতেই প্রত্যেক মাসে সরকারি আধিকারিক রেশন ডিলার গুলোতে নজরদারি রাখবেন (Ration Card). সেই সাথে ঠিক মতন রেশন সামগ্রী সাধারণ মানুষদের কাছে বন্টন হচ্ছে কিনা সেটাও তদারকি করবেন।

বাংলা আবাস যোজনায় নতুন আবেদন করবেন? দেখে নিন সহজ পদ্ধতি

কোন ডিলারে কত পরিমাণ সামগ্রী আছে তারও একটা হিসাব রাখবেন রাজ্য সরকার অনুমোদিত সরকারি আধিকারিকরা। রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপ নেওয়ার ফলে সাধারণ মানুষ অনেকটাই নিশ্চিন্ত। এবার থেকে রেশন থেকে সঠিক পরিমাণে রেশন সামগ্রী পেয়ে যাবেন আশা করা যায়। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Shampa Debnath

Related Articles