গুরুত্বপূর্ণ খবর

Ration Card: রেশন তালিকা থেকে নাম বাতিল! সরকারের তরফে কড়া সিদ্ধান্ত

রেশন কার্ড (Digital Ration Card) নিয়ে আবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (Government). এবার থেকে প্রতি মাসে রেশন কার্ডধারীদের নাম যাচাই করা হবে। এর ফলে যারা অযোগ্য তারা বাতিল হয়ে যাবে। এই রেশন কার্ড নিয়ে দেশের পড়ার সব রাজ্যেই দুর্নীতি হয়েছে। তাই এই বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র থেকে রাজ্য সরকার সকলেই।

New Rule by Government for Ration Card Holders

দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষের জন্য রেশন কার্ড (Ration Card) হল সবচেয়ে জরুরি নথিপত্রের মধ্যে অন্যতম। তার মূল কারণ হল এখনো আমাদের দেশের এমন অনেক মানুষ আছেন যাদের বাড়িতে এই রেশনে পাওয়া খাদ্য সামগ্রীর মাধ্যমে তারা দু মুঠো খেয়ে বেচে আছেন। আর এই কারণের জন্যই সরকারের তরফে এই সকল নিয়ম বানানো হচ্ছে যার মাধ্যমে গরীব মানুষেরা নিজেদের প্রাপ্য জিনিস পায়।

  • রেশন গ্রাহকদের জন্য নির্দেশ

এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) সন্ত কবির নগর জেলায় খাদ্য সরবরাহ বিভাগ প্রতিমাসে Ration Card ধারীদের যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা করবে। তালিকা থেকে অযোগ্যদের বাতিল করা আর যোগ্যদের যোগ করার জন্যেই এই পরিকল্পনা নিয়েছে UP সরকার। কেন্দ্র সরকার গরিব মানুষদের প্রতিমাসে 5 কেজি করে চাল দেয়। তবে এই সামগ্রী শুধু যে জীবিত লোকেরা নিচ্ছে তা নয়।

  • মৃত গ্রাহকদের রেশন কার্ড বাতিল

এমন অনেকে আছে যাদের মৃত্যু হয়ে গিয়েছে কিন্তু রেশন তালিকায় (Ration Card List) এখন নাম রয়েছে তাদের নামেও রেশন তুলছে অনেক গ্রাহক। জানা গিয়েছে এই জেলায় 1 হাজার 633 জন মৃত ব্যাক্তির নামে রেশন (Ration Card) তোলা হচ্ছিল। সরকারি প্রকল্পের সুবিধা পেতে এখনো কাগজে কলমে এতো জন মানুষ বেঁচে আছে। তালিকায় এই সব অযোগ্য ব্যাক্তির নাম নথিভুক্ত থাকায় নতুন করে দরিদ্রদের নাম নথিভুক্ত করা যাচ্ছে না।

  • উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্ত

আর এদের নাম ছাটাই করলেই যোগ্যদের নাম নথিভুক্ত করা যাবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে UP সরকার। সন্ত কবির নগরে গণবণ্টন ব্যবস্থায় এই মুহূর্তে 866 টি রেশন দোকান রয়েছে। সেই সব রেশন দোকান এ গ্রাহক সংখ্যা প্রায় 3 লক্ষ 20 হাজার 446 জন। এতো জন Ration Card কার্ড ধারী প্রতি মাসে এই রেশনে সুবিধা নিয়ে থাকে। বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার জন্যে রেশন কার্ড তৈরি করার চেষ্টা করছে অনেকেই।

Recharge Plans (রিচার্জ প্ল্যানের খরচ বাড়ল)

তাই সরকারের তরফ থেকে Ration Card KYC চালু করা হয়েছে। যখন থেকে KYC চালু করা হয়েছে তখন থেকে অনেক দুর্নীতির খবর সামনে এসেছে। ইতিমধ্যে 1633 জনের নাম এসেছে যারা অযোগ্য। এতদিন পর্যন্ত এদের নামে রেশন তোলা হচ্ছিল। তাই এবার এই সব অযোগ্যদের নাম বাতিল করা শুরু হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে বলা হয়েছে।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে ৬০ হাজার জমালে ৫ বছরে কত রিটার্ন?

তারা মৃত ব্যাক্তিদের একটি তালিকা পেয়েছে এবার এই তালিকার ভিত্তিতে অনসাইট ভেরিফিকেসন করা হচ্ছে। যাতে তাদের নাম বাতিল করা যায়। অযোগ্যদের খুব তাড়াতাড়ি তালিকা থেকে বাতিল করা হবে। আর এই ধরণের সিদ্ধান্ত নেওয়ার ফলে যাদের দরকার তারাই এই খাদ্য সামগ্রী পাওয়ার মাধ্যমে নিজেদের জীবন ভালো করে কাটাতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles