Pension – পেনশনের নিয়মে বড় পরিবর্তন বাজেট ঘোষণার পরে। লক্ষ লক্ষ মানুষ প্রভাবিত হবে।
Pension বা পেনশন নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর। চলতি বছরে আছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের আগেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government). এই সিদ্ধান্তের ফলে প্রভাব পর্বে বহু লক্ষ লক্ষ সরকারি কর্মীদের উপরে। কি সেই সিদ্ধান্ত অর কাদের জন্যে এই সিদ্ধান্ত জেনে নিন প্রতিবেদনটিতে। আপনি কি মহিলা? আপনি কি সরকারি কর্মী? আপনি কি সরকারের তরফ থেকে Pension পেয়ে থাকেন?
Pension Rule Change In India For Female Govt Employees.
তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। কেন্দ্র সরকার পারিবারিক পেনশন (Family Pension) নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। এর সুদূর প্রসারী আর্থ সামাজিক প্রভাব পড়বে। সোমবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সব মহিলারা কেন্দ্রীয় সরকারের কর্মচারি তারা তাদের স্বামীর পরিবর্তে পারিবারিক পেনশনের (Pension) জন্যে ছেলে বা মেয়েকে নমিনি করার অনুমতি পেয়েছে।
আগে মৃত সরকারি কর্মচারি (Govt Employees) বা পেনশনভোগীর (Pensioners) স্ত্রী বা স্বামীকে পেনশন দেওয়া হত। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন যে পেনশন ও পেনশনার্স কল্যাণ বিভাগ কেন্দ্রীয় সিভিল সার্ভিস বিধি 2021এর একটি সংশোধনী চালু করেছে। এই সংশোধনী তে বলা হয়েছে যে, মহিলা সরকারি কর্মী বা পেনশনভোগীর মৃত্যুর পর সে তার স্বামীর পরিবর্তে তার যোগ্য সন্তান বা সন্তানদের পারিবারিক পেনশন দিতে পারবেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, বৈবাহিক কলহের কারনে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া বা গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন, পণপ্রথা নিষিদ্ধকরণ আইন বা ভারতীয় দণ্ডবিধির মতো আইনে মামলা দায়ের করা হলে এই সংশোধনী সহায়ক হবে। মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে। সুদূরপ্রসারী আর্থ সামাজিক প্রভাব সহ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সমান অধিকার দেবার লক্ষে (Pension).
সরকার একটি দীর্ঘ প্রতিষ্ঠিত নিয়ম সংশোধন করেছে যার মাধ্যমে একজন মহিলা কেন্দ্র সরকারি কর্মী তার স্বামীর পরিবর্তে তার ছেলে বা মেয়েকে পারিবারিক পেনশনের জন্যে নমিনি করতে পারবে। DOPPW বলেছে যে মহিলা সরকারি কর্মী বা পেনশনভোগীকে সংশ্লিষ্ট অফিস এর হেড এর কাছে একটি লিখিত অনুরোধ করতে হবে। যাতে উল্লেখ করা হয়েছে যে আইনি প্রক্রিয়া চলাকালীন স্বামীর মৃত্যুর ক্ষেত্রে যোগ্য সন্তানদের পারিবারিক পেনশন দেওয়া উচিত।
সরকারি কর্মীদের ছুটি বৃদ্ধি। এই সিদ্ধান্তে খুশিতে আত্মহারা সকলে।
বিবৃতিতে বলা হয়েছে, মামলা চলাকালীন মহিলা সরকারি কর্মচারী বা পেনশনভোগী মারা গেলে সেই অনুযায়ী পারিবারিক পেনশন (Pension) প্রদান করা হবে। আর এই নতুন নিয়মের ফলে আগামীদিনে অনেকেরই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। এই সম্পর্কে আরও জানার জন্য যেই অফিসে আপনারা কাজ করেন সেখানে গিয়ে আরও জেনে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.