Pension – অবসরের পর সব কর্মীরা পেনশন পাবেন না। নিয়মে বদল আনছে সরকার।
সরকারি কর্মীদের শেষ জীবনের সম্বল Pension নিয়ে বড় ঘোষনা করা হল। কেন্দ্র সিভিল সার্ভিস Pension এর নিয়মে বদল এনেছে। এর ফলে বিপদে পড়তে পারে অনেক সরকারি কর্মীরা। সরকারি কর্মীরা (Government Employees) এখন থেকেই সাবধান হয়ে যান। যারা নতুন কাজে Join হয়েছেন এবং যারা আগে থেকেই বহাল ছিলেন তারাও।
Government Employees Pension Status.
এই নতুন নিয়মের ফলে আপনাদের Pension ও গ্র্যাচুইটি (Gratuity) বন্ধ হয়ে যেতে পারে। কেন্দ্র কোন নিয়মে পরিবর্তন এনেছে চলুন দেখে নিন। কেন্দ্র সরকার কর্মীদের পেনশন ও গ্র্যাচুইটি নিয়মে বদল এনেছে। সম্প্রতি কেন্দ্র সিভিল সার্ভিস (পেনশন) নিয়ম 2021 এর 8 নম্বর নিয়মে পরিবর্তন এনেছেন। নতুন নিয়ম অনুযায়ী, কর্মজীবনে গুরুতর অপরাধ বা গাফিলতি করলে অবসর গ্রহণের পর তার Pension ও গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে।
তবে এই নিয়ম শুধু কেন্দ্র সরকারি কর্মীদের (Central Government Employees) জন্যে প্রযোজ্য নয় ভবিষ্যতে রাজ্য তাদের কর্মীদের (State Government Employees) জন্যে এই নিয়ম চালু করতে পারবে। সরকার জানিয়েছে নতুন নিয়ম সম্পর্কে সব সংশ্লিষ্ট কর্ম কর্তাদের জানানো হয়েছে। দোষী কর্মীদের শনাক্তকরনের জন্যে তদন্ত করা হবে এবং প্রমাণিত হলে তাদের পেনশন ও গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে।
কেন্দ্র সরকার সরকারি কর্মীদের মধ্যে কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল কর্ম পরিবেশ তৈরি করতে চান। তাই মনে করা হচ্ছে নতুন নিয়মের ফলে কর্মীদের মধ্যে কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে ও দ্বায়িত্বশীল কর্ম পরিবেশ সৃষ্টি হবে। এছাড়া একদিকে যেমন ভবিষ্যতের ভয়ে দুর্নীতি ও কাজে গাফিলতি কমে আসবে। তেমনই অপর দিকে সরকারের আর্থিক ক্ষতি রোধ হবে।
3000 টাকা পাবেন প্রতিমাসে। মোদী সরকারের বড় সিদ্ধান্ত বাজেটের আগেই।
সব শেষে, কেন্দ্রীয় সরকার কর্মীদের সতর্ক করে বলেছে যে নতুন নিয়মের ব্যাপারে তারা কঠোর নীতি গ্রহণ করবে। কারো বিরুদ্ধে এমন অভিযোগ এলে পদক্ষেপ নেওয়া হবে। আর Pension এর এই নিয়ম সম্পর্কে নতুন সকল সরকারি কর্মচারীদেরও জেনে রাখার প্রয়োজন আছে। কারণ এই নিয়ম নতুন ও পুরনো সকল কর্মীদের জন্য একই ভাবে প্রযোজ্য হবে।
Written by Ananya Chakraborty.
আধার কার্ড গ্রাহকদের এই কাজটি না করলে, ব্যাংক একাউন্টে সমস্যা হবে। ফেব্রুয়ারির মধ্যে করে নিন।