সোনার দাম

Gold Making Charges – সোনার গয়না কিনতে চাইলে কত চার্জ ও TAX দিতে হয়? ঠকতে না চাইলে আজই জানুন!

প্রত্যেকটি বাঙালির কাছে সোনার গহনা (Gold Making Charges) খুবই শুভ ধাতু, সোনা (Gold) ছাড়া কোনো শুভ কাজ প্রায় হয় না বললেই চলে। তবে যত দিন যাচ্ছে সোনার দাম (Gold Rate Today) তত বাড়ছে। এর ফলে সাধারন মধ্যবিত্তদের পক্ষে সোনা কেনা দুষ্কর হয়ে উঠেছে। সোনার দাম (Gold As An Investment) এতো বেশি হওয়ার অনেক কারন আছে (Gold Tax).

How To Calculate Gold Making Charges.

কারণ সোনার গহনা (Gold Ornaments) বিক্রি করার সময় অনেক কিছু যোগ হয় তারপরে সোনার দাম প্রকাশ পায়। এই সোনার দামের সাথে কারিগররা তাদের মেকিং চার্জ (22K Gold Making Charges) যুক্ত করে। আজ আপনাদের এই প্রতিবেদনে জানাব জুয়েলার্সরা কিভাবে সোনার গহনার সাথে মেকিং চার্জ যুক্ত করে। তাহলে চলুন সেই বিষয়ে জেনে নিন।

Gold Making Charges Per Gram

আমাদের দেশের সব শহরে সোনার দাম (Hallmark Gold Rate) আলাদা আলাদা। আবার প্রতিটি শহরে সোনার দোকান গুলোতেও দামের পার্থক্য থাকে। এই দামের পার্থক্য থাকার কারন হল মেকিং চার্জ (Gold Making Charges In Kolkata). মেকিং চার্জ মানে হল কাঁচা সোনা থেকে গহনা (Gold Ornaments) তৈরি করার খরচ। আর এই সম্পর্কে আগের থেকে বিস্তারিত তথ্য জেনে নেওয়া জরুরি।

Gold Making Charges Calculate Process

যে কোনো সোনার গহনার দাম কত হবে তা নির্ধারণ করার একটি সূত্র রয়েছে, সূত্রটি হল – সোনার গহনার মূল্য= সোনার ওজন× প্রতি গ্রাম সোনার দাম+মেকিং চার্জ + সোনার মূল্য এবং মেকিং চার্জের উপরে GST (Goods & Service Charges). ভারতের যেকোনো সোনার গহনার ক্ষেত্রে 5% থেকে শুরু করে 20 বা 25% পর্যন্ত মেকিং চার্জ নেওয়া হয়।

SBI Fixed Deposit (স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট)

How To Calculate Gold Ornaments Making Charges

যেকোনো সোনার গহনা কিনতে হলে আপনাকে মেকিং চার্জ দিতে হয়। এই Gold Making Charges সোনার দোকানদাররা কাঁচা সোনা থেকে গহনা তৈরি করার জন্যে নিয়ে থাকে। সোনার মেকিং চার্জ দুই ভাবে ভাগ করা যায় সোনার গ্রাম প্রতি খরচ এবং শতকরা হার। সোনার গ্রাম (Gold Per Gram) প্রতি খরচ হিসেবে মেকিং চার্জ হিসেব করা হয় আপনি যত গ্রাম সোনা কিনবেন তার প্রতি গ্রামে কত টাকা মেকিং চার্জ হিসেবে নেওয়া হচ্ছে সেই হিসেবে।

Savings Account থাকলেই পাবেন Fixed Deposit এর সমান সুবিধা! মধ্যবিত্তের জন্য দারুণ খবর

ধরুন আপনি যদি 10 গ্রাম সোনা কেনেন এবং প্রতিগ্রাম Gold Making Charges যদি 500 টাকা হয় তাহলে 10 গ্রাম সোনার মেকিং চার্জ পরবে 10×500=5000 টাকা। শতকরা হারের ক্ষেত্রে সোনার মেকিং চার্জ হিসেব করা হয় সোনার নেট মূল্যের শতকরা হিসেবে। ধরুন, আপনি যদি 70 হাজার টাকা দিয়ে 10 গ্রাম সোনা কেনেন এবং মেকিং চার্জ যদি 10% ধরা হয় তাহলে মেকিং চার্জ দিতে হবে 7000 টাকা।
Written by Ananya Chakraborty.

আজ থকেই একাউন্টে ঢুকবে 1.30 লাখ টাকা। কারা পাবেন? অনলাইনে নামের তালিকা চেক করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *