Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দাম কমলো নাকি বাড়ল? কবে কিনলে সস্তায় পাবেন?
গত কয়েক দিন ধরে সোনা রূপোর দাম (Gold Price Today) অনেকটাই কমেছে। বাজেটে সোনা, রুপো, প্লাটিনাম এর মত ধাতু গুলোর আমদানি শুল্কে ছাড়ের কথা ঘোষনা করার পর থেকেই ধীরে ধীরে অনেকটাই কমেছিল সোনার, রুপর দাম। গত 9 ই আগস্ট সোনার দাম (Gold Rate). অনেকটাই কমেছিল। 66000-র নিচে নেমে যায় সোনার দাম (Gold as an Investment). কিন্তু গত দুই দিনে আবার বেড়েছে সোনার দাম।
22 Carat 24 Carat Gold Price Today.
আমাদের দেশের বা রাজ্যে সোনা আর রুপোর গয়নার চাহিদা অনেক বেশি বরাবরই। আর এই কারণের জন্য সকলের কাছে এই সোনার দাম (Gold Price Today) সম্পর্কে জানার ইচ্ছাটা অনেক বেশি। আর আমরা সকলেই জানি যে পুজো আসতে মাত্র আর ২ মাস বাকি। আর এর পরেই শীতকালে শুরু হবে বিয়ের মরশুম। এই কারণের জন্যই অনেকে এখন থেকেই কেনাকাটা শুরু করে দিতে চাইছেন।
সোনার দাম আবার কমলো?
আর সামনেই উৎসবের মরশুমের জন্য এই সোনার দামে (Gold Price Today) ফের বৃদ্ধি লক্ষ করা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখন এই দাম সাধ্যের মধ্যে আছে সেই জন্য কেউ গয়নার অর্ডার দিতে চাইলে এখনই দিয়ে দিন। এছাড়াও এই গয়নার মজুরি এবং GST-র জন্য সোনার দাম অনেকটাই বেড়ে যায়। সেই জন্য কেনার আগে দাম সম্পর্কে সকল হিসাব বুঝে নিয়ে কিনবেন।
আজকে সোনার দাম কত?
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 64700 টাকা। আজ হলমার্ক সোনার দাম (Hallmark Gold Price Today) অপরিবর্তিত আছে। 10 গ্রাম 24 ক্যারেট খুচরা পাকা সোনার দাম 70580 টাকা। আজ খুচরা সোনার দাম অপরিবর্তিত আছে। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 69850 টাকা। আজ সোনার বাটের (Gold) অপরিবর্তিত আছে।
গতকাল সোনার দাম কত ছিল
10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 66750 টাকা। গতকাল 200 টাকা দাম বেড়েছিল হলমার্ক সোনার (Hallmark Gold Price Today). 10 গ্রাম 24 ক্যারেট খুচরা সোনার দাম 70200 টাকা। গতকাল খুচরা সোনার দাম 200 টাকা বেড়েছিল। 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাটের দাম 69850 টাকা। গতকাল সোনার বাটের দাম 200 টাকা বেড়েছিল।
সপ্তাহের শুরুতে রুপোর দামে কি খবর?
সোনার মতো রূপোর গহনাও এখন অনেক মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সোনার মত রুপোর দাম একটু একটু করে কমতে শুরু করেছিল। কিন্তু গত পরশু অনেকটা দাম বেড়েছে রুপোর (Gold Price Today). 1450 টাকা দাম বেড়েছিল 10 তারিখে। তবে আজকে দিনের শুরুতেই পাল্লা দিয়ে কমতে শুরু করেছে রুপো। তাহলে আজ ও গতকালের দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
টানা 5 দিন ছুটি থাকবে স্কুল-কলেজ, সরকারি অফিস! সপ্তাহের শুরুতেই জেনে নিন
আজকে রুপোর দাম কত?
1 কেজি রুপোর বাটের দাম 80400 টাকা। আজ রুপোর দাম অপরিবর্তিত আছে। 1 কেজি খুচরা রূপার দাম 80500 টাকা। আজ রুপোর দাম অপরিবর্তিত আছে। 1 কেজি রুপোর বাটের দাম 80400 টাকা (Gold Price Today). গতকাল 200 টাকা দাম কমেছিল রুপোর বাটের। 1 কেজি খুচরা রূপার দাম 80500 টাকা। গতকাল খুচরা রুপোর দাম 200 টাকা কমেছিল।
Written by Ananya Chakraborty.