অর্থনীতি

Savings Account – সেভিংস একাউন্টে কত টাকা রাখা যাবে? সর্বোচ্চ ও মিনিমাম ব্যালান্স বেঁধে দিলো রিজার্ভ ব্যাংক।

আগে পুরনো দিনে ব্যাঙ্কে (Savings Account) টাকা জমা রাখার এত প্রচলন ছিল না। তারপর ধীরে ধীরে মানুষদের মধ্যে প্রচার হয়েছে এবং এখন প্রায় প্রত্যেকটি মানুষই ব্যাঙ্ক এ টাকা জমা রাখেন। আর এই ব্যাঙ্ক এ টাকা জমা রাখার জন্যে ব্যাঙ্কে Savings Account খোলা হয় সেখানেই টাকা জমা রাখা হয়। মানুষ ব্যাঙ্ক এ টাকা জমায় যাতে বিপদে, দরকারে সেখান থেকে তোলা যায়। আর এখন সব ডিজিটাল হয়ে যাওয়া তে কেনা কাটা থেকে শুরু করে বিল পরিশোদ করার জন্য অকাউন্ট এ টাকা রাখতে হয়। কিন্তু এবার প্রশ্ন হলো ব্যাঙ্ক এ কত টাকা রাখতে হবে যাতে কোন সমস্যা না হয়।

Big Update For All Banks Savings Account In India.

তবে তার আগে আমাদের জানতে হবে সেভিংস অকাউন্ট কেনো খুলতে হবে? Savings Account হচ্ছে একটি জরুরী তহবিল। প্রয়োজন হলে যাতে আপদকালে সেভিংস অ্যাকাউন্টের টাকা কাজে আসে, ধার করতে না হয়। মাসিক খরচ, টাকার জোগান সেভিংস অ্যাকাউন্টে নিয়ম করে টাকা রাখলে তার থেকে যেমন মাসিক খরত চালানো যায়, তেমনই নগদের জোগানও অব্যাহত থাকে। অন্য সুবিধা সুদের হার যত কমই হোক, টাকা বাড়ে, ফলে একেবারে হাত খালি থাকে না।

কত টাকা রাখতে হবে ব্যাঙ্কে? 50/30/20 নিয়ম এটা খুব জনপ্রিয় পদ্ধতি। এতে মোট টাকাকে শতাংশের হিসেবে তিনটি ভাগে ভাগ করা হয়। 50 শতাংশ প্রয়োজন, 30 শতাংশ চাহিদা এবং 20 শতাংশ সঞ্চয় এবং ঋণ পরিশোধের জন্য। দৈনন্দিন জীবনযাত্রার (Savings Account) জন্য যে টাকা খরচ হবে সেটা হল প্রয়োজনীয়তা। এর মধ্যে বাড়ি ভাড়া, ইউটিলিটি এবং অন্যান্য খরচ রয়েছে।

Post Office Scheme (পোস্ট অফিস স্কিম)

চাহিদা হল সেটা টাকা যা ব্যয় করা হয় কিন্তু প্রয়োজন নয়। যেমন বিনোদন। আর বাকিটা সঞ্চয় এবং ঋণ পরিশোধের জন্য রাখা টাকা। এখন 50/30/20 নিয়মে বরাদ্দ 20 শতাংশ অর্থের পুরোটাই ব্যাঙ্কে রাখা যেতে পারে। সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) প্রধানত টাকা রাখার জন্যই তৈরি। গ্রাহক যে টাকা এখনই ব্যয় করতে চান না। অনেকে স্বল্পমেয়াদি লক্ষ্যে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমান।

PVC Aadhaar Card – চালু হলো নতুন ধরনের আধার কার্ড। সরকারি নিয়ম মেনে সবাই কিভাবে পাবেন?

সেটা ঘুরতে যাওয়া বা কিছু কেনার জন্যও হতে পারে। প্রতিটা লক্ষ্যের জন্য একটি বাজেট নির্ধারণ করা উচিত। এতে কতটা সঞ্চয় করতে হবে, তা বুঝতে সুবিধে হবে। তারপর প্রতিটা লক্ষ্যের জন্য গ্রাহক আলাদা আলাদা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন, যদি ব্যাঙ্ক অনুমতি দেয়। তবে বিশেষজ্ঞরা এও বলেন যে একটা Savings Account এ কম করে 2 বছরের মোট খরচের অঙ্ক রাখা উচিত।

JIO Unlimited plan – পুজো উপলক্ষ্যে কম দামে আনলিমিটেড ডেটা ও কলিং ফ্রি। আজই জিও রিচার্জ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *