প্রকল্প

Jago Prokolpo – বাংলার মহিলাদের স্বনির্ভর হতে দিচ্ছে 5 হাজার টাকা, কিভাবে পাবেন জেনে নিন।

রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের প্রকল্প চালু করে থাকে, জাগো প্রকল্প (Jago Prokolpo) তার মধ্যে অন্যতম। আমরা সকলেই জানি, দেশের উন্নতিতে নারীর ক্ষমতায়ন কতটা প্রয়োজনীয়। আর সেই কথা ভেবেই ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে নারীদের সুবিধার্থে একাধিক প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদির সাথে সাথে জাগো প্রকল্প চালু করা হয়েছে। যার মাধ্যমে নির্দিষ্ট অঙ্ক টাকা আর্থিক সহায়তা হিসেবে পাবেন আবেদনকারীরা। কত টাকা মিলবে? কারা আবেদন জানাতে পারবেন বা আবেদন পদ্ধতি? সকল কিছু বিস্তারিতভাবে এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হচ্ছে।

জাগো প্রকল্পে (Jago Prokolpo) আবেদনের ক্ষেত্রে কি কি শর্ত মানতে হবে? জেনে নিন।

প্রকল্পের নাম- জাগো প্রকল্প (Jago Prokolpo).
এই প্রকল্পে কেবলমাত্র রাজ্যে বসবাসকারী নারীরাই আবেদন জানাতে পারবেন। তবেই তার জন্য আবেদনকারীদের কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে।

কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকা শুরু, কারা টাকা পাচ্ছেন, যারা পাননি কি করবেন জেনে নিন।

জাগো প্রকল্পে (Jago Prokolpo) কত টাকা মিলবে?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করছিলেন। যেখানে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আর্থিক সাহায্য পাবেন। এই প্রকল্প রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী এবং স্বাবলম্বন দফতর পরিচালনা করে থাকে। আবেদনকারীরা (স্বনির্ভর গোষ্ঠীগুলি) বার্ষিক ৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। প্রতি বছর সাধারণত মার্চ-এপ্রিল মাসে আবেদন জানানো স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যাংক অ্যাকাউন্টে আবেদনের টাকা একবার জমা হবে।

কি কি শর্ত মানতে হবে?
আবেদন করার জন্য-
১) স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নথিভুক্ত বা Registered হতে হবে। অর্থাৎ কমপক্ষে 1 বছর ধরে কাজ করতে হবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে।
২) উক্ত গোষ্ঠীর নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেটিতে অন্তত 5,000 টাকা থাকবে এবং কমপক্ষে 6 মাসের পুরোনো।
৩) কোনো স্বনির্ভর গোষ্ঠী পূর্বে ব্যাংক লোন বা ঋণ না নিয়ে থাকলে আবেদন জানাতে পারবে না।
৪) সেল্ফহেল্প গ্রুপে (Self-Help Group) এর অধীন ‘টার্ম লোন’ বা ক্যাশ ক্রেডিট লিমিট থাকতে হবে।

জাগো প্রকল্পে (Jago Prokolpo) আবেদন পদ্ধতি (অনলাইনে আবেদন) –
১) এই প্রকল্পে রেজিস্ট্রেশন করতে হলে 7773003003 এই নম্বরে একটি মিসড কল দিতে হবে।
২) সেই নম্বরে ‘জাগো প্রকল্প কেন্দ্র’ থেকে কল ব্যাক করা হবে। আবেদনের ক্ষেত্রে নিজের স্বনির্ভর গোষ্ঠীর তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি জানাতে হবে।

এছাড়া অনলাইন ওয়েবসাইট ওপেন করেও আবেদন জানানো যাবে। এরজন্য shgsewb.gov.in ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর রেজিস্ট্রশন করতে হবে। এরপর একটি OTP আসবে। সেটি সঠিকভাবে লিখে নিজের গোষ্ঠীর যাবতীয় তথ্য দিতে হবে। এরপর বাসস্থানের প্রমাণপত্র, পাশ বইয়ের ফটোকপি, নিজের গোষ্ঠীর সবার একটি ছবি ইত্যাদি তথ্য প্রয়োজনে দিতে হবে।

Union Budget 2023 (কেন্দ্রীয় বাজেট ২০২৩)

অফলাইনে আবেদন –
আবেদনকারীর স্বনির্ভর গোষ্ঠী নতুন হলে নিজ এলাকার BDO অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারবেন।
উল্লেখ্য, কোন সেল্ফহেল্প গ্রুপ পুরুষ দ্বারা পরিচালিত হলে আবেদন জানাতে পারবেন না। যদি স্বনির্ভর গোষ্ঠীগুলির Bank Credit সুবিধাও থাকে, সেক্ষেত্রেও টাকা পেতে পারেন।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

18 বছরের নিচে কন্যা সন্তান থাকলেই 11000 টাকা পাবেন, নতুন প্রকল্পে অনলাইনে আবেদন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *