টেক নিউজ

আপনার নামের সিমকার্ড অন্য কেউ ব্যবহার করছে না তো! এই পদ্ধতিতে জেনে নিন

বর্তমানে বিভিন্নরকম স্ক্যামারসরা নানারকমের প্রতারণার ফাঁদ পেতে রেখেছে সাধারণ মানুষের চারিপাশে। আপনার আধার নম্বর কোনোভাবে যদি এই প্রতারকদের হাতে পড়ে যায় তারা সেই নম্বর থেকে ভুঁয়ো সিম কিনে নিচ্ছে, আর আপনি জানতেও পারছেন না। অথচ নিজের অজান্তেই বিপদে পড়ে যাচ্ছেন আপনি। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে থাকে যে, কোনো প্রতারক কোনোভাবে তার নামের সিমকার্ড ব্যবহার করছে না তো।

এখন আমরা এমন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করবো যে পদ্ধতি অবলম্বন করে জানা সম্ভব যে, আপনার নামে অন্যকেউ সিমকার্ড ওপেন করে নি তো, বা আপনার নামের সিমকার্ড অন্যকেউ ব্যবহার করছে না তো। আপনার নামে মোট কটি সিমকার্ড রয়েছে তা জানা যাবে এই পদ্ধতির মাধ্যমে। চলুন জেনে নিই কি সেই পদ্ধতি।

একটি সরকারি ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে জানা সম্ভব আপনার নামে মোট কয়টি সিম কার্ড খোলা রয়েছে। এই ওয়েবসাইটটি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন অর্থাৎ DOT -এর একটি ওয়েবসাইট।
(১) এই পদ্ধতির জন্য আপনাকে সবার প্রথমে টেলিকম ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার বা TAFCOP -এর ওয়েবসাইটে https://tafcop.dgtelecom.gov.in যেতে হবে।

বাড়িতে SBI এর এটিএম মেশিন বসিয়ে মাসে ইনকাম করুন ৬০ হাজার টাকা। বিস্তারিত জেনে নিন

(২) এরপর এই ওয়েবসাইটে ঢোকার পর আপনার মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে উক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। এই ওটিপি দিয়ে ভেরিফাই করে নেওয়ার পরে আপনার নম্বরের সঙ্গে লিংক থাকা সমস্ত মোবাইল নাম্বারের তথ্য আপনি দেখে নিতে পারবেন।

এই সমস্ত মোবাইল নাম্বার গুলি দেখার পর আপনার যদি মনে হয় কোনো নাম্বার ভুল অর্থাৎ সেটি আপনি নেন নি, কিন্তু তা অ্যাকটিভ রয়েছে তবে সেই নাম্বারটি বন্ধ করার জন্য আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এরজন্য আপনাকে Unauthorised Mobile Number অপশন এর সামনে Report এবং Block অপশনটিতে ক্লিক করতে হবে। এভাবে আপনি জেনে নিতে পারবেন আপনার নামে কটি সিমকার্ড খোলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *