ট্রেন্ডিং

LPG Gas Price – রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আবার কমলো। পশ্চিমবঙ্গে নতুন দাম জানুন।

রান্নার গ্যাসে দাম (LPG Gas Price) নিয়ে সবাই নাজেহাল। গ্রাহস্থ হোক কি বানিজ্যিক সব সিলিন্ডারের দামই দিন দিন বাড়ছে। এর আগের বছর কিছুটা দাম কমিয়েছিল কেন্দ্র সরকার (Central Government) তারপর থেকে আর দাম কমানো হয়নি সাধারন LPG Cylinder গুলোর। কিন্তু উজ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় থাকা সিলিন্ডার গুলোর ভর্তুকির (LPG Gas Subsidy) পরিমাণ বাড়িয়েছে কেন্দ্র।

LPG Gas Price Drop In India.

নতুন বছর পড়তেই সরকারি তেল কোম্পানি গুলো দারুন উপহার দিয়েছে মানুষদের। ইন্ডিয়ান অয়েল (IOC), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) এর মত তেল কোম্পানি গুলো বানিজ্যিক সিলিন্ডার এর দাম কমানোর (LPG Gas Price) কথা ভেবেছে। এই সংস্থা গুলো এক মাসের মধ্যে দ্বিতীয় বার সিলিন্ডার এর দাম (LPG Gas Price) কমিয়েছে। এছাড়াও বিমানে ব্যবহার করা এভিয়েশন টার্বাইন ফুয়েল এর দামেও পরিবর্তন এসেছে।

কতটা সস্তা বানিজ্যিক সিলিন্ডার

দেশের বৃহত্তম পেট্রোলিয়াম বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ১৯ কেজি বানিজ্যিক সিলিন্ডারের দাম 1লা জানুয়ারি থেকে 2 টাকা কমানো হয়েছে। এর ফলে রাজধানী দিল্লিতে এই সিলিন্ডার এর দাম (LPG Gas Price) দাঁড়িয়েছে 1755 টাকায়। এর আগে 22শে ডিসেম্বর 2023 এ 30 টাকা 50 পয়সা কমানো হয়েছিল।

গাহস্থ্য সিলিন্ডার এর দাম কত?

সরকারি তেল কোম্পানি গুলো গাহস্থ্য সিলিন্ডার এর দামে কোন পরিবর্তন করেনি। এর দাম সর্বশেষ 30শে অগাস্ট কমানো হয়েছিল। কেন্দ্র তখন গ্যাস সিলিন্ডারের দামে (LPG Gas Price) 200 টাকা ভর্তুকি যুক্ত করেছিল। ফলে এখন এইসব গ্যাস সিলিন্ডারের দাম বাজারে 200 টাকা কমেছে। মেট্রো শহর গুলোর মধ্যে LPG সিলিন্ডার গুলো বিকোচ্ছে দিল্লিতে 903 টাকায়, কলকাতায় 929 টাকায়, মুম্বাইতে 902 এবং চেন্নাইতে 903 টাকায়।

Aadhaar Card (আধার কার্ড)

মেট্রো শহরে এর দাম কত?

এক মাসে 2ই বারের মত কমেছে 19 কেজি সিলিন্ডার এর দাম (LPG Gas Price). বর্তমানে রাজধানী দিল্লীতে 19 কেজি সিলিন্ডার এর দাম 1.5 টাকা কমে 1755.50 টাকা হয়েছে। তবে কলকাতায় উল্টো 50 পয়সা দাম বেড়েছে সেখানে দাম হয়েছে 1869 টাকা। মুম্বাই তে 1.50 পয়সা কমেছে দাম হয়েছে 1708.50 টাকা। । চেন্নাইতে, দাম সবচেয়ে বেশি 4.5 টাকা কমেছে এবং সেখানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price) 1924.50 টাকা হয়েছে ।

রান্নার গ্যাসে ভর্তুকি আরও বাড়তে চলেছে। কত টাকা দাম কমবে?

এভিয়েশন ফুয়েলের দাম পরিবর্তন

1লা জানুয়ারি 2024 থেকে এয়ারলাইনে (Airlines) ব্যবহৃত এভিয়েশন টার্বাইন ফুয়েল এর দাম পরিবর্তন করা হয়েছে। এখন দিল্লিতে ATF এর নতুন দাম 1,01,993.17/Kl হয়েছে৷ এই দাম কলকাতায় 1,10,962.83/Kl, মুম্বাইতে 95,373.43/Kl এবং চেন্নাইতে 1,06,042.99/Kl টাকা হয়েছে৷ আর এই কারণের জন্য এই দামের পরিবর্তনের ফলে সকলের সুবিধা হতে চলেছে।
Written by Ananya Chakraborty.

নতুন বছরে বাড়তি রেশন! কোন কার্ডে কত সামগ্রী পাওয়া যাবে? জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *