PM Kisan: পিএম কিষান যোজনায় কৃষকবন্ধুরা ৮০০০ টাকা পাবে? সরকারের তরফে কি জানানো হল?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) নিয়ে ভারতীয় কৃষকবন্ধুদের (Indian Farmers Krishak Bandhu) জন্য এক নতুন খবর পাওয়া গেল। আমরা সকলেই জানি যে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য করা হয়ে থাকে। কৃষকরা যে পরিমাণ পরিশ্রম করেন কৃষিকাজ করার জন্য এবং সেই কৃষিকাজে উৎপন্ন ফসল দেশের মানুষের মুখে তুলে দেন, সেই অনুপাতে কৃষকদের আর্থিক উন্নতি ঘটেনি।
PM Kisan 19th Installment Payment
এই জন্য কৃষকদের আর্থিক সহায়তা করার জন্যই কেন্দ্র সরকার সহ বিভিন্ন রাজ্যের সরকারের তরফে অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan) মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে থাকেন দেশের কৃষকদের। কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা অনুদান দেওয়া হয়। তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে এই অনুদান কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতো।
পিএম কিষান যোজনায় টাকা বাড়বে?
সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষকদের এই অনুদানের টাকা বাড়ানোর কথা চিন্তাভাবনা করেছে। ৬০০০ টাকার পরিবর্তে ৮ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএম কিষান যোজনার মাধ্যমে (PM Kisan Money). যে হারে চাষবাসের জন্য সার, কীটনাশক ও যন্ত্রপাতির দাম বেড়ে গিয়েছে, তার জন্যই ২০২৫ সালের বাজেটে আরও ২০০০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ২০২৪
বর্তমানে আধুনিক পদ্ধতি যত এসেছে, ততই সেই পদ্ধতি গুলোর জন্য দামও অনেক বৃদ্ধি পেয়েছে, তাই ৬০০০ টাকা অনুদান একজন কৃষকের কৃষিকাজের জন্য যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে। অনেক দিনের দাবি ছিল কৃষকদের, অবশেষে সেই আশা সফল হতে চলেছে ২০২৫-র ফেব্রুয়ারি মাসের যে বাজেট পেশ করা হবে, সেই বাজেটে এই PM Kisan নিয়ে সুখবর আসতে চলেছে।
রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন মাত্র 450 টাকায়। উজ্জ্বলা যোজনা অনলাইনে আবেদন করুন
২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সূচনা করেছিলেন। এখনো পর্যন্ত ১৮ তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন কৃষকরা। ১৯ তম কিস্তির টাকা ঢোকার কথা রয়েছে ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে। এখন দেখার বিষয়, ২০২৫ সালের বাজেটে যদি অনুদান বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে কৃষকদের দেখা স্বপ্ন বাস্তবায়নের পথে।৮ হাজার টাকা অনুদান হলে কৃষকদের যেই রকম একদিকে আর্থিক সহায়তা বাড়বে, অন্যদিকে কৃষিকাজের মান আরও উন্নত হবে, সেই সাথে কৃষকদের চাষবাস করার জন্য আগ্রহ অনেকটা বৃদ্ধি পাবে।
Written by Shampa debnath