ট্রেন্ডিং

Jawan Movie – এবার মোবাইলে দেখা যাবে জওয়ান সিনেমা। OTT তে রিলিজ হচ্ছে, কিভাবে দেখবেন?

Jawan Movie বা জাওয়ান সিনেমার ঝড়ে কাবু গোটা দুনিয়া। এর মধ্যেই বিশ্বব্যাপী 700 টাকার গন্ডি পেরিয়ে গেছে শাহরুখ খান এর সিনেমা Jawan। বক্স অফিস এর সমস্ত রেকর্ড কে ভেঙ্গে চুরমার করে দিয়েছে শাহরুখ খানের সিনেমা। শাহরুখ খানের আগের সিনেমা “পাঠান” এর মহা সাফল্য কে ছাপিয়ে বক্স অফিসে বলিউড সিনেমার নতুন এভরেস্টের গড়েছে Jawan. তবে এবার বক্স অফিস কাঁপিয়ে খুব তাড়াতাড়ি OTT প্লাটফর্ম এ আসতে চলেছে শাহরুখ খান এর Jawan Movie.

See Jawan Movie In OTT Platform Netflix.

জনপ্রিয় OTT প্লাটফর্ম নেটফ্লিক্সেই (Netflix) দেখা যাবে শাহরুখের জওয়ান (Jawan Movie). সূত্র থেকে যানা গেছে ,প্রায় 250 কোটি টাকায় রেড চিলিসের কাছ থেকে নেটফ্লিক্স (netflix) কিনে নিয়েছে শাহরুখ খান (SRK)‘জওয়ান’ ছবির স্বত্ত্ব। আগাম বুকিং থেকে প্রথম সপ্তাহের Collection সব কিছুতেই Jawan এর রেকর্ড গড়া হয়ে গিয়েছে।

গত বৃহস্পতিবার মুক্তি পাওয়া Jawan Movie ভারতে এখনো পর্যন্ত 388 কোটি ও বিশ্বব্যাপী 700 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে। সিনেমা মুক্তির দিন ভারতের বক্স অফিস এ 75 কোটি এবং প্রথম রবিবার 80 কোটি টাকার ব্যবসা করে নজির গড়েছিল। যা এখনো পর্যন্ত শাহরুখ খানের ক্যারিয়ারে সর্বচ্চো বলে মনে করছেন অনেকে।

প্রসঙ্গত, মাত্র চার দিনেই 500 কোটি পার। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন, সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে শাহরুখ খানের ‘জওয়ান’ (Jawan Movie). আট থেকে আশি সকলের মুখে এখন কিং খানের সংলাপ। সিনেমা হলে উপচে পড়ছে ভিড়। টিকিটের পর টিকিট বিক্রি হয়ে চলেছে। শুধু দেশে নয় বিদেশেও বাজিমাত করেছে ‘জওয়ান’। তাতেই 531 কোটি টাকা আয় করে ফেলেছে।

New Govt Scheme (নতুন পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্প)

দেশ জুড়ে শাহরুখ খান কে নিয়ে চলা উন্মাদনার বাজারে Jawan এর OTT স্বত্ত্ব বিক্রি হয়ে গেল। তবে কবে দেখা যাবে তা এখনো জানা যায় নি। বিশ্বর এক নম্বর OTT প্লাটফর্ম ভরিতের বাজারে তেমন সুবিধা করতে পারছে না। তাই এবার সেই Netflix ভারতের বাজার ধরতে Jawan অস্ত্র প্রয়োগ করল। কিনে নিল JAWAN এর OTT.

Primary TET – দুর্নীতি এড়াতে টেট পরীক্ষায় নতুন ব্যবস্থা। এবারের টেট পরীক্ষায় যেটা হবে, আগে কখনো হয়নি।

250 কোটি টাকায় Jawan Movie কিনে নিল Netflix. এর আগে এত দামে কোনো সিনেমা বিক্রি হয়নি OTT তে। সম্ভবত নভেম্বর এর শেষে এটি নেটফ্লিক্স এ দেখা যেতে পারে। এর আগে শাহরুখ খানের “পাঠান” এর OTT স্বত কিনেছিল আমাজন প্রাইম (Amazon Prime). এবারে এই তালিকাতে নতুন স্থান দখল করলো জাওয়ান।

Aadhaar Card Fraud – ব্যাংক একাউন্টের টাকা হচ্ছে গায়েব। আধার প্রতাড়নার হাত থেকে কিভাবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *