টেলিকম

Recharge Plan 2024 : 28 দিনের সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান! অবশেষে গ্রাহকদের স্বস্তি

সম্প্রতি মোবাইল রিচার্জ প্ল্যানের (Mobile Recharge Plan 2024) দাম বাড়িয়েছে দেশের সব বড় বড় টেলিকম সংস্থা। আর এতে নাজেহাল অবস্থা সাধারন মানুষদের। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষদের রোজগার তেমন একটা বেশি না হওয়ার জন্য সকলের জন্য এই বেশি খরচ একটা বোঝার সমান হয়ে যাচ্ছে। আর সোজা কথায় সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের সংসার চালানো দুষ্কর হয়ে উঠেছে।

Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea 28 Days Recharge Plan 2024.

আজ আপনাদের সাথে Airtel, Jio এবং VI-র 28 দিনের সস্তার রিচার্জ প্ল্যান (Recharge Plan 2024) নিয়ে কথা বলব। আমাদের দেশের প্রায় বেশিরভাগ মানুষ মোবাইল রিচার্জের ক্ষেত্রে কেউ 84 দিনের রিচার্জ করেন আবার কেউ 28 দিনের রিচার্জ করেন। আর বেশিরভাগ মানুষই এই 28 দিনের জন্য মোবাইলে টাকা ভরতে পছন্দ করতেন, কিন্তু এখন এই খরচও আকাশ ছোঁয়া হয়ে গেছে।

Mobile Recharge Plan 2024

তবে প্রিপেড রিচার্জ প্ল্যানে (Prepaid Recharge Plan 2024) সব থেকে জনপ্রিয় হল 28 দিনের রিচার্জ প্ল্যান। এই 28 দিনের রিচার্জ প্ল্যান গুলোরও দাম বাড়িয়েছে Jio, Airtel, VI. যারা 1 মাসের রিচার্জ (1 Month Mobile Recharge Plan) করেন তাদের সেই রিচার্জ প্ল্যান গুলোর দাম (Recharge Plan Price) কত হয়েছে সেই নিয়ে আজ আপনাদের বলব।

Jio 199 Rupees Recharge Plan 2024

নতুন ট্যারিফ অনুযায়ি জিও-র সব থেকে সস্তা 28 দিনের রিচার্জ প্ল্যানের দাম হল 199 টাকা। আগে এই রিচার্জের দাম ছিল 155 টাকা। এই প্ল্যানটিতে আপনারা পাবেন Unlimited Call, মোট 300 টি SMS এবং মোট 2 GB 4G ডেটা। যাদের ইতিমধ্যে হাই স্পিড ব্রডব্যান্ড কানেকশন রয়েছে তাদের খুব বেশি ডেটার প্রযোজন নেই। এইটি তাদের কাছে আদর্শ প্ল্যান।

Airtel 199 Rupees Recharge Plan 2024

এয়ারটেলও তাদের সব থেকে সস্তা রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। 179 টাকার রিচার্জ প্ল্যান এখন 199 করা হয়েছে। এই Airtel Recharge Plan 2024 টিতে আপনারা পাবেন Unlimited Call, মোট 2 GB 4G ডেটা, দৈনিক 100 টি SMS. এই প্ল্যান কল আর SMS এর জন্যে ভালো। আর এই সকল প্ল্যানের মাধ্যমে আপনাদের অনেকটাই সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।

Hilsa Fish (পশ্চিমবঙ্গে ইলিশ মাছের দাম)

VI 199 Rupees Recharge Plan 2024

ভোডাফোন আইডিয়ার সব থেকে সস্তার রিচার্জ প্ল্যানের (VI Recharge Plan) দাম ছিল 155 টাকা। সেই প্ল্যানের দাম বেড়ে হয়েচে 199. এই প্ল্যানটির সুবিধা গুলো জিওর মতই এক। এতেও মিলবে Unlimited Call, 2 GB 4G ডেটা, 300 টি SMS.

SBI নিয়ে আসলো অমৃত বৃষ্টি স্কিম! 444 দিনে টাকা ডবল?

Which One is The Best Recharge Plan 2024?

উপরের সব কয়টি টেলিকম সংস্থার প্ল্যান গুলো যদি তুলনা করেন তাহলে দেখতে পাবেন এয়ারটেলের প্রিপেড প্ল্যান সব থেকে লাভজনক। কারণ যেখানে জিও ও VI 300 টি SMS দিচ্ছে সেখানে এয়ারটেল প্রতিদিন 100 টি করে SMS দিচ্ছে। অর এই তিন প্ল্যানের দাম এক। SMS বাদে সব সুবিধাই একই। এবারে আপনারা নিজেদের অপারেটর অনুসারে এই প্ল্যান কিনতে পারবেন।
Written by Ananya Chakraborty. 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *