Jio family plan – পরিবারের 4 জন সদ্যস্যের 5G পরিষেবা, কলিং, নেটফ্লিক্স সহ অনেক সুবিধা এখন 300 টাকায়।
স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। এমনিতেই 4G সিম ব্যবহারের মাধ্যমে বর্তমানে একাধিক সুবিধা পেয়ে থাকেন গ্রাহকেরা। jio family plan এর বিষয়ে জানেন? সম্প্রতি 5G নেটওয়ার্ক ব্যবহারের সুবিধাও পাচ্ছেন গ্রাহকেরা। তবে এই সুখবর jio সিম ব্যবহারকারীদের জন্য। ইতিমধ্যেই এই নামীদামি টেলিকম সংস্থাটির তরফে গ্রাহকদের জন্য স্বল্প মূল্যে একাধিক প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের সুবিধা বাজারে আনা হয়েছে। এবার মোবাইল পোস্টপেড প্ল্যানকে গ্রাহকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে নয়া পরিকল্পনা করা হল। আনা হল দুর্দান্ত পোস্টপেইড jio family plan. যাতে করে একই পরিবারের সদস্যরা বিনামূল্যে পাবেন একাধিক সুবিধা।
jio family plan এ কি কি সুবিধা পাবেন দেখুন।
কি কি সুবিধা মিলবে?
প্রথমত পরিবারের ৪ জন সদস্য jio family plan পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন। তাও আবার এক মাস সম্পূর্ণ বিনামূল্যে। আসলে প্রত্যেকবারই নতুন গ্রাহকদের জন্য Jio এর তরফে ওয়েলকাম অফার দেওয়া হয়। তেমনই এই প্ল্যান ব্যবহারেও এই সুবিধা মিলছে। তাছাড়া আনলিমিটেড ট্রু 5G ডেটার সুবিধা।
গরিব মানুষের এসি, মাত্র 2000 টাকায় হু হু করে ঠান্ডা হবে ঘর।
তাছাড়া jio family plan ব্যবহার মাসিক ৩০০ টাকা থেকে শুরু হচ্ছে। গ্রাহকদের সিম প্রতি ৯৯ টাকায় অতিরিক্ত ৩টি অ্যাড-অন কানেকশন মিলবে। সবথেকে বড় সুবিধা হল পরিবারের ৪ জন সদস্যের মোট মাসিক চার্জের জন্য মাত্র ৬৯৬ টাকা খরচ করতে হবে। আর সিম প্রতি কার্যকরী মাসিক চার্জ ১৭৪ টাকা লাগবে।
আর একটি সুবিধা হলো ট্রায়াল ব্যবহার করার পর যদি গ্রাহকের মনে হয় এই প্ল্যানটি তার জন্য সুবিধাজনক নয়, তাহলে সেই মুহূর্তেই তিনি কানেকশন বাতিল করে দিতে পারবেন।
এবার আসি সিম প্রতি ৯৯ টাকা কেন লাগবে? এই প্ল্যানে মাস্টার ফ্যামিলি সিম ছাড়াও পারিবারের আরো ৩ জন সদস্যের জন্য সিম কিনতে হবে। সিম অ্যাক্টিভেশনের সময় প্রসেসিং ফি হিসেবে সিম প্রতি ৯৯ টাকা প্রদান করতে হবে। মাস্টার ফ্যামিলি সিম অ্যাক্টিভেট হলেই পরিবারের বাকি সদস্যদের সিমগুলিও ওই অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে।
jio family plan আর কি কি সুবিধা পাওয়া যাবে?
১) গ্রাহক পছন্দের মোবাইল নম্বর বেছে নিতে পারবেন।
২) অ্যামাজন, নেটফ্লিক্স, জিওটিভি এবং জিওসিনেমা-র মতো প্রিমিয়াম অ্যাপ্লিকেশনে সুবিধা পাবেন৷
৩) ইন্টারন্যাশনাল রোমিংয়ের ক্ষেত্রে ভারতে কলিংয়ের সুবিধা পাওয়া যাবে প্রতি মিনিটে মাত্র ১ টাকাতেই৷ ওয়ান ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান চালু করা হচ্ছে ১২৯টি দেশের ক্ষেত্রে৷
৪) বিদেশে ভ্রমণের সময় প্রথম ইন-ফ্লাইট কানেক্টিভিটি প্রদান করা হবে৷
৫) যে কোনও সময়ে গ্রাহক বর্তমান সিম জিও-তে রূপান্তরিত করতে পারবেন।
৬) কেয়ার স্পেশালিস্ট সহযোগে মাত্র এক ক্লিকেই ‘প্রায়োরিটি কল-ব্যাক’ পরিষেবা মিলবে৷
কাদের লাগবে না সিকিউরিটি ডিপোজিট?
SBI, Axis Bank, HDFC Bank -এর ক্রেডিট কার্ড ব্যবহারকারী, জিও ফাইবার ব্যবহারকারী, কর্পোরেট কর্মচারী, অন্যান্য অপারেটরের পোস্টপেড ব্যবহারকারীদের লাগবে না সিকিউরিটি ডিপোজিট।
কিভাবে এই সুবিধা নিতে হবে?
১) 70000 70000 এই নম্বরে মিসড কল দিতে হবে। এরপর হোয়াটসঅ্যাপে জিও প্লাস প্রক্রিয়াটি স্টার্ট করতে হবে।
২) Security Deposit waiver পাওয়ার জন্য বিকল্পটি বেছে নিতে হবে।
৩) পোস্টপেড সিমের ফ্রি হোম ডেলিভারি নিতে আগে বুক করতে হবে। তবে ফ্রি হোম ডেলিভারির নেওয়ার জন্য পরিবারের বাকি ৩ সদস্যদের জন্য আরও ৩টি ফ্যামিলি সিম নিতে হবে।
আগামী ২২ মার্চ, ২০২৩ তারিখ থেকে সকল জিও স্টোরে এবং হোম ডেলিভারি অপশনের মাধ্যমে Jio Plus-এর সুবিধা পাবেন গ্রাহকেরা।
প্রিপেইড সিম ব্যবহারী কিভাবে বিনামূল্যে এই সুবিধা পাবেন?
My Jio অ্যাপ ব্যবহার করে
জিও প্রিপেইড সিম ব্যবহারকারীরা সিম বদল না করেই পোস্টপেইড প্ল্যানের ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন। তার পদ্ধতি-
১) MyJio App ওপেন করতে হবে।
২) ‘Prepaid to Postpaid’ অপশনে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফিকেশন করা হবে।
৩) ফ্রি-ট্রায়াল প্ল্যান বেছে নিতে হবে।
৪) নির্দিষ্ট রুল অনুসারে সিকিউরিটি ডিপোজিট পে করতে হবে।
প্রকাশিত হল JIO 5G এর প্রথম রিচার্জ প্ল্যান, এক রিচার্জে সারা পরিবারের খরচ চলবে।
উল্লেখ্য, ইচ্ছে হলে প্রিপেইড সিম গ্রাহকেরা নতুন একটি পোস্টপেইড সিম কিনতে পারেন।
jio family plan -এর সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।
ওয়েবসাইট লিংক-
www.jio.com/jioplus
রিচার্জ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।