ট্রেন্ডিং

জিও তার রিচার্জে সমস্ত গ্রাহককে দিচ্ছে ৪০০ টাকা ছাড়, অফার শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য

ভারতের অন্যতম উল্লেখযোগ্য টেলিকম কোম্পানি জিও বারংবারই তাদের নানাবিধ অফার, ভাউচারের করণে গ্রাহকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সারা বছর জিওর তরফে কম দামে যথেষ্ট সুবিধাযুক্ত রিচার্জ প্যাক লঞ্চ করা হয়ে থাকে। আর এবারে একেবারে বিনামূল্যে গ্রাহকদের 5G ইন্টারনেট পরিষেবা প্রদান করার পাশাপাশি জিও বছর শেষে গ্রাহকদের জন্য এমন এক অফার নিয়ে হাজির হয়েছ যার মাধ্যমে আপনারা ৩০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারবেন। তবে এক্ষেত্রে বড় প্রশ্ন হল কিভাবে এই ক্যাশব্যাক পাবেন? আর আজ সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি।

জিওর তরফে সমগ্র ভারতের গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, ফোন পে, অ্যামাজন, পেটিএম এবং Mobikwik মতো অ্যাপগুলি থেকে রিচার্জ করলে তবেই গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। এমনকী আপনি এই অ্যাপগুলির ডিজিটাল ওয়ালেট থেকে রিচার্জ করলেও একইভাবে এই ক্যাশব্যাকগুলো পেয়ে যাবেন। রিলায়েন্স জিওর তরফে তাদের গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, একজন গ্রাহক যদি ফোন পে থেকে তিনটি রিচার্জ সম্পন্ন করেন তবে তিনি ৪০০ টাকার রিওয়ার্ড পাবেন। তবে রিচার্জ করার ক্ষেত্রে মনে রাখতে হবে ১৫২ টাকা কিংবা তার বেশি দামের রিচার্জ প্যাকের পেমেন্ট ফোন পে এর মাধ্যমে করা হলে তবেই ওই গ্রাহক এই ভাউচারটি পাবেন। এর পাশাপাশি এও খেয়াল রাখতে হবে যে, যেসকল গ্রাহকরা আগে থেকেই ফোন পে ব্যবহার করেন একমাত্র তাদের জন্যই এই অফারটি উপলব্ধ রয়েছে।

ঘরে বসে ইনকাম করুন দিনে ৮০০ টাকা, অ্যামাজন দিচ্ছে দারুন সুযোগ

এর পাশাপাশি গ্রাহকদের উদ্দেশ্যে রিলায়েন্স জিওর তরফে আরও জানানো হয়েছে যে, যেসকল গ্রাহকরা অ্যামাজন পে এর মাধ্যমে জিও রিচার্জ করবেন তারা ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। অ্যামাজন পের নতুন গ্রাহকরা এই অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে পেয়ে যাবেন ৫০ টাকার ক্যাশব্যাক এবং যেসমস্ত গ্রাহকরা ইতিপূর্বে অ্যামাজনপের মাধ্যমে জিও রিচার্জ করেছেন তারা রিচার্জ করলেই পাবেন ২০০ টাকার রিওয়ার্ড। আর এই রিওয়ার্ডের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন ক্যাশব্যাক, মানি ট্রান্সফার, ট্রাভেল, খাবার এবং ঔষধ সংক্রান্ত একাধিক ভাউচার। তবে এক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো অ্যামাজন পে এর মাধ্যমে জিও রিচার্জ করে ক্যাশব্যাক পাওয়ার ক্ষেত্রে যেকোন গ্রাহককে ১৯৯ টাকা কিংবা তার বেশি দামের রিচার্জ প্যাক কিনতে করতে হবে।

অন্যদিকে, আপনি যদি পেটিএম ব্যবহার করে জিও রিচার্জ করেন তবে আপনি ১৫ টাকা থেকে শুরু করে ১০০ টাকার ক্যাশব্যাক পেয়ে যেতে পারবেন। পেটিএম-এর নতুন ব্যবহারকারীদের জন্য রিচার্জের পর ১৫ টাকার ক্যাশব্যাকের অফার রয়েছে। তবে যেসমস্ত পেটিএম ব্যবহারকারীরা ইতিপূর্বেও পেটিএম এর মাধ্যমে জিও রিচার্জ করেছেন তারা ১০০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে ক্যাশব্যাক পাওয়ার জন্য নতুন ব্যবহারকারীদের PAYTMNEW এবং পুরনো ব্যবহারকারীদের PAYTMJIO উক্ত কোড দুটি ব্যবহার করতে হবে নতুবা তারা কোনোভাবেই ক্যাশব্যাক পাবেন না।

MobiKwik ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে রিচার্জ করলেই পেয়ে যাবেন ২৫০ টাকার সুপারক্যাশ। তবে এর জন্য এই অ্যাপ ব্যবহারকারীদের JIO250 কোডটি ব্যবহার করতে হবে। যেসমস্ত গ্রাহকরা সবেমাত্র এই অ্যাপ থেকে জিও রিচার্জ করা শুরু করেছেন তাদেরই একমাত্র এই অফারটি দেওয়া হচ্ছে। তবে ক্যাশব্যাক পাওয়ার ক্ষেত্রে গ্রাহকের ১৫২ টাকা বা তার বেশি অংকের রিচার্জ প্যাক কিনে নিতে হবে।
Freecharge থেকে জিও রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ৩০ টাকার ক্যাশব্যাক। তবে কেবলমাত্র নতুন ব্যবহারকারীদের জন্যই এই অফারটি উপলব্ধ রয়েছে। এর পাশাপাশি এও খেয়াল রাখা প্রয়োজন যে, এই অফারটি পাওয়ার ক্ষেত্রে নতুন ব্যবহারকারীদের JION30 কোডটি ব্যবহার করতে হবে।

আর ইতিপূর্বে যারা রিচার্জের মাধ্যমে জিও রিচার্জ করেছেন তারা ২০ টাকার ক্যাশব্যাক পাবেন। তবে রিচার্জ করার ক্ষেত্রে তাদের JIO20 কোডটি ব্যবহার করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, রিচার্জের মাধ্যমে এই ক্যাশব্যাক পাওয়ার জন্য গ্রাহককে ১৯৯ টাকা কিংবা তার বেশি দামের রিচার্জ প্যাক কিনে নিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, উপরোক্ত ক্যাশব্যাক অফারগুলি কেবলমাত্র ৩১শে ডিসেম্বর,২০২২ তারিখ পর্যন্ত উপলব্ধ রয়েছে। এরপর আর কোনোভাবেই এই অফারগুলি পাওয়া সম্ভব নয়। সুতরাং, আপনিও যদি রিলায়েন্স জিওর একজন গ্রাহক হয়ে থাকেন তবে যতো দ্রুত সম্ভব রিচার্জ করে নিন এবং ক্যাশব্যাক পেয়ে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *