সোনার দাম

Gold Jewellery – বাড়িতে সোনা থাকলেই বিনা পরিশ্রমে হাতে আসবে টাকা, সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের এই স্কিম।

বিয়ে থেকে যেকোনো অনুষ্ঠান, Gold Jewellery কিনতেই হবে। যদিও সকলের পক্ষে অনেক ওজনের ভারী গহনা কেনা সম্ভব হয় না। তাও প্রায় প্রত্যেকের বাড়িতেই কম বেশি ওজনের Gold Jewellery রয়েছে। তাছাড়া বর্তমানে যেভাবে Gold Jewelleryর দাম বাড়ছে, তাতে বিশেষ অনুষ্ঠানের জন্য নতুন গহনা কিনতে একটু বেশি টাকা খরচ করতে হচ্ছে। সেই সময় যদি কোনো পরিশ্রম ছাড়াই টাকা পাওয়া যায়, তাহলে মন্দ হয় না। তবে শুধুমাত্র নতুন গহনা কিনতে নয়, বরং সংসারে আর্থিক দিক থেকে সাহায্য করতেও প্রয়োজন হয় টাকার।

Gold Jewellery

এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক স্কিম চালু করা হয়েছে। আজকে যেই স্কিমের সম্পর্কে জানানো হচ্ছে, সেটি সম্পর্কে অনেকেই জানেন না। কিন্তু এই স্কিমটি বেশ কয়েক বছর আগে চালু করা হয়েছে।

স্কিমের নাম- গোল্ড মনিটাইজেশন স্কিম।
এই স্কিমটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এবং তত্বাবধানে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর চালু করা হয়েছিল। সোনার মাধ্যমে যাতে সাধারণ মানুষ বিনা ঝঞ্ঝাটে টাকা রোজগার করতে পারেন, তাই এই স্কিমটি চালু করা হয়েছিল। আরো একটি উদ্দেশ্য হল সোনার সঙ্গে যুক্ত স্কিমগুলির পরিধি বাড়ানো।

এই স্কিমের সুবিধা-
১) বাড়িতে সোনা থাকলেই তা জমা করার মাধ্যমে টাকা রোজগার করা যাবে।
২) সোনা জমানোর জন্য দেশের ব্যাংকগুলিকে বেছে নিতে হবে।
৩) শর্টটাইম ব্যাংক ডিপোজিট বা মিডিল টাইম ব্যাংক ডিপোজিট বা লং টাইম ব্যাংক ডিপোজিট এর মধ্যে যেকোনো একটি পিরিয়ড বা সময়ের অধীন গহনা রাখা যাবে।
ব্যক্তি তার ইচ্ছে অনুসারে এই টাইম পিরিয়ড বেছে নিতে পারেন।

শর্টটাইম ব্যাংক ডিপোজিট বেছে নিলে সোনা জমানোর সময়সীমা থাকবে ১ বছর থেকে ৩ বছরের মধ্যে। পাশাপাশি বছরের মাঝামাঝি সময়ের জন্যও ডিপোজিট করা যাবে (যেমন ১ বছর ৩ মাস, ২ বছর ৫ মাস ইত্যাদি)। মিডল টাইম ব্যাংক ডিপোজিট বেছে নিলে সোনা জমানোর সময়সীমা থাকবে ৫ বছর থেকে ৭ বছরের মধ্যে। লং টাইম ব্যাংক ডিপোজিট বেছে নিলে সোনা জমানোর সময়সীমা থাকবে ১২ বছর থেকে ১৫ বছরের মধ্যে।

অক্ষয় তৃতীয়ার আগে সোনার দাম নিয়ে বড় খবর, গহনা কেনা ও বিনিয়োগ করার আগে দেখুন।

৪) এই ডিপোজিটের ক্ষেত্রে পাওয়া যাবে সুদ। তবে এই সুদের হার এবং ন্যূনতম বিনিয়োগের মেয়াদ ব্যাংকগুলি ঠিক করে থাকে।
মিডল টাইম ব্যাংক ডিপোজিট বেছে নিলে বার্ষিক ২.২৫ হারে সুদ পাওয়া যাবে।
লং টাইম ব্যাংক ডিপোজিট বেছে নিলে বার্ষিক ২.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।

৫) কত পরিমান সোনা জমা রাখা যাবে?
কেন্দ্রীয় সরকারের গোল্ড মনিটাইজেশন স্কিমে সোনা জমা করার ক্ষেত্রে মাত্র ১০ গ্রাম সোনা থাকলেই হবে। আর সোনা জমা করার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই। উল্লেখ্য, এই স্কিমে অংশগ্রহণ করার জন্য কেবলমাত্র সোনার গহনা (Gold Jewellery) থাকতে হবে, তা নয়। সোনার বাট থেকে তৈরি কয়েন থাকলেও জমা করে পাওয়া যাবে নির্দিষ্ট হারে সুদ।

কারা এই স্কিমে সোনা জমা করতে পারবেন?
একজন ব্যক্তি,
যৌথ পরিবার,
কোম্পানি,
দাতব্য প্রতিষ্ঠান (Charitable Institution),
কোনো সংস্থার মালিক এবং কোনো অংশীদারী সংস্থা (Proprietorship and Partnership Firms).
এছাড়া অন্যান্য সংস্থা।

রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল সুপ্রিমকোর্ট, নতুন সুবিধা পাবেন কয়েক কোটি মানুষ।

এই স্কিমে লক ইন পিরিয়ডে সোনা জমা করার পর মেয়াদ শেষ হওয়ার আগেই তুলে নিলে জরিমানা করা হবে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *