SBIF Scholarship 2023 – স্টেট ব্যাঙ্কের এই স্কলারশিপ পেতে আবেদন করুন এখনি, পাবেন বার্ষিক 5 লাখ টাকা।
উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত? SBIF Scholarship এ আবেদন করেননি? বর্তমানে যে কোনো ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে প্রয়োজন হয় ভালো অর্থের। কিন্তু মেধাবী হওয়া সত্বেও অনেকে অর্থের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে শিট পান না। কিছুদিন আগেই শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩। এবার পালা ডিগ্রি অর্জনের। তবে উচ্চশিক্ষা গ্রহণ নিয়ে সমস্ত চিন্তা ভুলে যান, কারণ আজকে এমন একটি স্কলারশিপের সম্পর্কে জানানো হবে যেটিতে আবেদনের মাধ্যমে পাওয়া যাবে বার্ষিক ৫ লাখ টাকা পর্যন্ত।
SBIF Scholarship এ আবেদন পদ্ধতি দেখে নিন।
স্কলারশিপের নাম- SBIF Asha Program for Undergraduate Courses 2023.
Sbi এর তরফে থেকে এই স্কলারশিপ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশের পর উচ্চশিক্ষার জন্য ভারতীয় পড়ুয়ারা এতে আবেদন জানাতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কোন কোন শর্ত মানতে হবে? চলুন জেনে নেওয়া যাক।
SBIF Scholarship এ আবেদনের যোগ্যতা-
State Bank of India -এর পক্ষ থেকে এ নিয়ে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে,
১) ভারতের যেকোনো NIRF অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে আইআইটি (IIT)/
আইআইএম (IIM)/ PhD পাঠরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
২) উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭৫% পাশ করতে হবে।
৩) আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক ৩ লাখ টাকার কম হতে হবে।
স্কলারশিপের অঙ্ক-
IIM কোর্সে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বার্ষিক ৩,৪০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হবে।
IIM কোর্সে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বার্ষিক ৫,০০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হবে।
Ph.D কোর্সে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বার্ষিক ২,০০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হবে।
রাজ্যের পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ, এক আবেদনেই মিলবে বার্ষিক 33000 টাকা।
SBIF Scholarship আবেদন পদ্ধতি-
বাড়িতে বসেই মোবাইল/ ল্যাপটপ/ কম্পিউটারের মাধ্যমে আবেদন জানানো যাবে। তার জন্য SBI এর নির্দিষ্ট ওয়েবসাইট ওপেন করে আবেদনের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র-
১) পূর্ববর্তী শিক্ষাগত মার্কশিট ও সার্টিফিকেট (উচ্চমাধ্যমিক/ স্নাতক ডিগ্রির/ স্নাতকোত্তর),
২) আধার কার্ড,
৩) অ্যাডমিশন স্লিপ,
৪) পারিবারিক আয়ের প্রমান পত্র,
৫) ব্যাংক অ্যাকাউন্ট এর বিবরণ,
৬) সম্প্রতি তোলা ফটো।
বিদ্যাসারথী স্কলারশিপে সকল পড়ুয়ারা আবেদন করতে পারবেন, আবেদনের পদ্ধতি দেখে নিন।
আবেদনের শেষ তারিখ- ৩০ এপ্রিল, ২০২৩.
Apply Now-
https://www.sbifoundation.in/
স্কলারশিপ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।