রোজগার

Lottery Winning Tricks – 14 বার লটারির টিকিট কেটে পেয়েছেন পুরস্কার, কোন ট্রিকস ফলো করেছেন তিনি? জেনে নিন।

জীবনে সুখ শান্তি ভোগ করতে সকলেই চান? Lottery Winning Tricks জানবেন নাকি? কঠোর পরিশ্রম করে হলেও ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। তবে সারা জীবনে খুব বেশি সময় ধরে পরিশ্রম করলেও সকলের ব্যাংক ব্যালেন্স হিসেবে থাকে না কোটি টাকা। যা কেবলমাত্র একটি লটারির টিকিট কেটে পাওয়া যায়। লটারিতে কোটি টাকা জেতাটা কারো কাছে অনেকের কাছে কঠিন মপ্নে হলেও, কারো কারো কাছে তা খুবই সহজ বিষয়। আজকে এই প্রতিবেদনে লটারির টিকিট কাটার আগে কিছু অভিনব ট্রিকস সম্পর্কে জানানো হচ্ছে।

Lottery Winning Tricks এ কোন সংখ্যা অবশ্যই থাকলে জেতার সম্ভাবনা বেড়ে যাবে?

পাশাপাশি এমন একজন ব্যক্তির সম্পর্কে জানানো হবে, যিনি এক বা দুই বার নয়, 14 বার লটারিতে জিতেছেন পুরস্কার। পেয়েছেন মোটা টাকা। অনেকেই ভাববেন 14 বার কিভাবে? নিশ্চয়ই কৌতূহল হচ্ছে কোন ফর্মুলা মেনে টিকিট কেটেছেন তা জানতে? তাহলে অবশ্যই বিস্তারিত প্রতিবেদনটি পড়তে ভুলবেন না। তিনি এদেশের বাসিন্দা নন। তাছাড়া ভারতে লটারির টিকিট কেটে পুরস্কার পাননি।

তার নাম হল স্টেফেন ম্যান্ডেল। অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। পেশায় গণিতজ্ঞ। নিজস্ব Lottery Winning Tricks কাজে লাগিয়েই তিনি অনেকবার জিতেছেন মোটা অঙ্কের পুরস্কার। ১৯৬০ সালে প্রথমবারের জন্য লটারির টিকিট কেটেছিলেন স্টেফেন। সেইবারেই সাফল্য আসে। এরপর রোমানিয়ায় চলে যান তিনি। তারপর অস্ট্রেলিয়া, রোমানিয়া এবং আমেরিকা থেকে টিকিট কাটতে শুরু করেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তিনি সাক্ষাৎকারে জানান, লটারির টিকিট কেনার সময় একটা হিসেব কষে নিতেন। আর যতবার লটারি কেটেছেন ততবারই সেই হিসেব মিলে গিয়েছে। স্টেফেনের নয়, তবে আজকে কয়েকটি অভিনব লটারির ট্রিকস (Lottery Winning Tricks) সম্পর্কে জানানো হবে, লটারি কাটার আগে অন্তত একবার দেখে নিন।

মাত্র 1 টাকার কয়েন বিক্রি করলেই ব্যাংক ব্যালেন্স পৌঁছবে কোটি টাকায়, বিস্তারিত জানতে ক্লিক করুন।

১) পরিসংখ্যানে দেখা গেছে, 1 দিয়ে শুরু হয়েছে, লটারির পুরস্কারে এমন টিকিটের সংখ্যাই বেশি। তাই টিকিট কাটার সময় এই সংখ্যাটি দেখে কাটতে পারেন।
২) লটারিতে নম্বর বাছাইয়ের সময় পর পর দুটি সংখ্যা নিতে পারেন। যেমন, 3 ও 4 বা 5 ও 6.
৩) অনেক সময়ই দেখা যায়, লটারিতে বিজয়ীদের টিকিটের মধ্যে বিজোড় সংখ্যা বেশি। তাই 3 বা 5 বা 7 বা 9 এই ধরণের সংখ্যা নির্বাচন করতে পারেন।
৪) বহুবার লটারির টিকিট কেটে পুরস্কার জিতেছেন বা কমপক্ষে 1 থেকে 2 বার পুরস্কার জিতেছেন, এমন কোনো ব্যক্তি চেনাজানা থাকলে তার পরামর্শ অনুসারে টিকিট কাটতে পারেন।

বিশেষ দ্রষ্টব্যঃ এই নিয়মগুলি মেনে বা Lottery Winning Tricks জেনে লটারির টিকিট কাটলেই যে কোটি টাকা পাওয়া যাবে, তা নিশ্চিতভাবে একদমই বলা হচ্ছে না। অর্থাৎ কোনো গ্যারান্টি প্রদান করা হচ্ছে না। এই খেলা একপ্রকার নেশা। যেটিতে অতিরিক্ত মগ্ন হলে অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাতে করে পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে।

5 ও 2 টাকার এই স্পেশাল পুরনো নোট থাকলেই পাবেন লাখ টাকা, সঠিক ক্রেতার কাছে বিক্রয় করুন।

আমাদের এই ওয়েবপোর্টাল কখনও এই ধরণের খেলাকে সমর্থন করে না, যার ফলে আর্থিক ক্ষতি হতে পারে। তবে লটারি কাটার আগে এই ট্রিকস ফলো করলে জেতার সম্ভাবনা কিছুটা হলেও বেড়ে যায়। ব্যক্তি যদি এই নিয়ম মেনে লটারির টিকিট কাটেন বা অর্থ নষ্ট করেন, তাহলে তা সম্পূর্ণ নিজের দায়িত্বে করবেন। এর জন্য এই ওয়েবপোর্টাল দায়ী থাকবে না।
Lottery Winning Tricks সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *