প্রকল্প

Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হল। কবে থেকে বেশি টাকা পাবেন?

পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পের মধ্যে Lakshmir Bhandar বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যতম। আর কয়েকদিন পর লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে বাজেট নিয়ে আশাবাদী ছিল রাজ্যবাসীরা। 1লা ফেব্রুয়ারি ছিল কেন্দ্রের বাজেট পেশ তবে এই বাজেট পেশ ছিল অর্ধেক যেহেতু লোকসভা ভোট আছে তাই অর্ধেক বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের সেই বাজেটেও দারুন সব ঘোষণা করা হয়েছিল। তবে সব থেকে বেশি মহিলামুখী ছিল সেই বাজেট।

Lakshmir Bhandar Scheme Money Hike.

আই বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প ‘লাখপতি দিদি’ চালু করেছে কেন্দ্র। আর এই প্রকল্পে মহিলাদের জন্য নানা রকমের সুবিধা দেওয়া হবে। তাই অনেকে মনে এই প্রকল্পকে টেক্কা দিতে রাজ্য সরকার তাদের বাজেটে মহিলাদের জন্য দারুন কিছু ঘোষনা করবেই। আর সত্যি তাই হয়েছেও গতকাল ছিল বিধানসভার রাজ্য বাজেট পেশ। আর সেখানে Lakshmir Bhandar দারুন দারুন সব ঘোষনা করেছে চন্দ্রিমা ভট্টাচার্য। চলুন দেখে নিন কি ঘোষনা এসেছে।

সামনেই লোকসভা ভোট আর সেই জন্যে মহিলা ভোটার দের আরো কাছে টানার জন্য রাজ্যের দুই জনপ্রিয় প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। গতকালের বাজেটে দুই জনপ্রিয় প্রকল্প Lakshmir Bhandar ও Kanyashree Prakalpa এর টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানা প্রকল্প চালু করেছে রাজ্য সরকার সে গুলোর মধ্যে অন্যতম এই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar).

ভোটের কারনে বাজেটে চমক আসতে পারে বলে আসা করেছিল অনেকে আর সেই আশাই বাস্তবায়িত হয়েছে। সেই প্রত্যাশাকে বাস্তবায়িত করে Lakshmir Bhandar প্রকল্পের টাকা বাড়াল সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জেনারেলদের জন্যে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে আর SC, ST দের 1000 টাকা বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। ঘোষনা করলেন অর্থ দফতরের স্বাধীন দ্বায়িত্ব প্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ঘোষণার ফলে উপকৃত হবে 2 কোটি মহিলা।

Karmashree Prakalpa (কর্মশ্রী প্রকল্প)

অন্যদিকে কন্যাশ্রীর ভাতাও বাড়ান হয়েছে বাজেটে। রাজ্য সরকারের এই কন্যাশ্রী প্রকল্প বিভিন্ন মহলে স্বীকৃতি পেয়েছে। এই প্রকল্পের আওতায় উপকৃত হয়েছে বহু ছাত্রী। এই প্রকল্পে 13 থেকে 18 বছরের নিচে থাকা অবিবাহিত মেয়েদের পড়াশোনার খরচ চালানোর জন্য বছরে 1000 টাকা দেওয়া হয় আর যাদের 18 বছর হয়ে গিয়েছে আর তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদের এককালিন 25 হাজার টাকা দেওয়া হয় (Lakshmir Bhandar).

এবারের বাজেটে নতুন প্রকল্পের উদ্বোধন, প্রতিমাসে 10 থেকে 15 হাজার টাকা পাবেন? কারা পাবেন? কিভাবে পাবেন?

এছাড়াও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও কন্যাশ্রীর টাকা পাওয়া যায়। এছাড়া জনজাতি মহিলাদের জন্য ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে করা হল 1200 টাকা। তবে এই Lakshmir Bhandar টাকা বাড়ানোর ফলে রাজ্য সরকারের মহিলা ভোটার এর সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে অনেকে। কিন্তু এই বেশি টাকা কবে থেকে পাওয়া যাবে সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
Written by Ananya Chakraborty.

প্রত্যেক বেকার ছেলে মেয়েদের একাউন্টে 3000 টাকা দিচ্ছে মোদী সরকার। আজই এই কার্ড করে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *