সোনার দাম

Gold Price Today – সোনার দাম একধাক্কায় আবার কমলো, দাম কম থাকতে আপনিও গয়নার অর্ডার দিন।

বাঙালির আবেগের সাথে জড়িয়ে সোনা। সোনা রূপার দাম (Gold Price Today) প্রতিদিন বাজারে বদলাচ্ছে। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন যে কোনো শুভ কাজে সোনা রুপো কেনে না এমন মানুষ খুব কম আছে। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার যার দিনের শুরুতে সোনা রূপার দামের দিকে চোখ যায় না।আগামিকাল রাখিবন্ধন, তাই আজ বাজারে সোনা রুপোর দাম কেমন? দোকানে যাওয়ার আগে জেনে নিন সোনা রুপোর দাম কেমন চলছে।

Gold Price Today Update In West Bengal.

আজ মঙ্গলবার 29 অগাস্ট 2023 সোনার দাম (Gold Price Today). কলকাতায় 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম ৫৯ হাজার ৬৭০। 24 ক্যারেট (24 Carat Gold) খুচরা সোনার দাম 5967 টাকা। 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম 5645। সোমবার 28 অগাস্ট 2023 সোনার দাম (Gold Price Today In Kolkata) কলকাতা এ 24 ক্যারেট সোনার বাটের দাম (Gold Price Today) শুক্রবারে ছিল প্রতি গ্রামে 5910 টাকা। 24 ক্যারেট খুচরা সোনার দাম ছিল 5940 টাকা। কিন্তু এই দাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।

ওই দিন 22 ক্যারেট হলমার্ক সোনার গহনার দাম (Gold Price Today) ছিল 5645 টাকা। সোমবারের এবং আজ মঙ্গলবার সোনার দাম অপরিবর্তিত আছে। রুপোর দাম (Silver Price) মঙ্গলবার রুপোর দাম প্রতি কেজিতে 73900 টাকা এবং খুচরা রুপোর দাম 74000 টাকা। সোমবার রুপোর দাম ছিল প্রতি কেজিতে 73950 টাকা এবং খুচরা রুপোর দাম ছিল প্রতি কেজিতে 74050 টাকা।

APY Scheme (অটল পেনশন যোজনা স্কিম)

সোমবার তুলনায় আজ রুপোর দাম 50 টাকা কমেছে। সোনা কতটা খাঁটি তা বুঝবেন কী করে? সোনা কতটা খাটি তা নির্ভর করে ক্যারেট এর উপর। 24 ক্যারেটের সোনা (Gold) হয় খাঁটি। এতে কোন ধাতু মেশানো থাকে না। সোনার ক্যারেট (Gold Price Today) যত কমবে তত খাঁটি কম পাবেন তখন তাতে খাদ মেশানো থাকবে। যেমন 22 ক্যারেট, 18 ক্যারেট, 22 ক্যারেট এ একটু কম খাদ থাকে তবে 18 ক্যারেট সোনাতে 75 শতাংশ থাকে সোনা আর 25 শতাংশ থাকে খাদ বা অন্য ধাতু।

DA Hike News – ডিএ বৃদ্ধি নিয়ে সেপ্টেম্বরে সিদ্ধান্ত ঘোষণা, খুশি সরকারি কর্মীরা।

24 Carats (995) মানে কী Fineness দিয়েও সোনা কতটা খাঁটি তা দেখা হয়। যেমন যদি 24 Carats (995) লেখা থাকে তাহলে সেই সোনায় প্রতি হাজার ভাগে 995 ভাগ সোনা এবং বাকি ভাগ অন্য ধাতু। 24 Carats (999) লেখা হলে সেটি সবচেয়ে খাঁটি সোনা। এছাড়াও রয়েছে 22 ক্যারেটের সোনা, তারFfineness 916, 22 ক্যারেটের সোনা দিয়েই গয়না তৈরি হয়। পাথর সেটিং, হিরের গয়না তৈরিতে সাধারণত ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

Retirement Age বা অবসরের বয়স বেড়ে গেল, উপকৃত হবেন সরকারি কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *