অর্থনীতি

বন্ধ হওয়া LIC Lapsed Policy পলিসি চালু করার সুবর্ণ সুযোগ। কিভাবে চালু করবেন?

আমাদের দেশে সকলে ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য LIC Policy করেন। কিন্তু অনেক ক্ষেত্রেই LIC Lapsed Policy বা এলআইসি পলিসি বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেকেরই সমস্যা হচ্ছে। এবারে সেই সকল মানুষদের জন্য এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি। বর্তমানে Life Insurance Corporation Of India এর তরফ থেকে বেশ কিছু সুবিধা বাস্তবায়িত করা হয়েছে।

LIC Lapsed Policy Revive Process For Customers.

যাতে গ্রাহক তাদের সুবিধা এবং বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে থাকেন। অনেক সময় দেখা যায় পলিসির পরিমাণ পরিশোধ যদি কোনও গ্রাহক করতে না পারেন তাহলে রিনিউ না করলে সেই পলিসিটি সরাসরি বাতিল (LIC Lapsed Policy) হয়ে যায়। সময় মতো প্রিমিয়াম (LIC Premium) পরিশোধ না করার জন্য লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের তরফ থেকে সেই গ্রাহকের পলিসি (LIC Policy) পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

এবার প্রশ্ন হচ্ছে এমত অবস্থায় গ্রাহকেরা ঠিক কী করবেন? বর্তমান সময়ে যদি নিজেকে এবং নিজেদের পরিবারকে সবচেয়ে বেশি সুরক্ষিত রাখা যায় তাহলে এই সমস্ত পলিসিক গ্রহণ করা। খুবই জরুরী হয়ে পড়ে। আর্থিক সুবিধা গুলি সময়ে সময়ে পেতে নিজেদের পলিসি পরিমাণ সময় মতো পরিশোধ করাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই প্রতিবেদনে আলোচনা করা হবে।

কীভাবে LIC Lapsed Policy চালু করা যেতে পারে। আর খুবই সহজে বেশি জায়গায় দৌড়া দৌড়ী না করে এই কাজটি সম্পন্ন করে ফেলতে পারবেন সেই সকল তথ্য সম্পর্কে আপনারা আরও বিস্তারিত তথ্য সম্পর্কে আমরা জেনে নিতে চলেছি। আর এই LIC Lapsed Policy সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের প্রতিবেদনটি পুরোটা পড়তে হবে।

What Is LIC Lapsed Policy?

পলিসি ল্যাপস হওয়া অর্থাৎ পলিসি বন্ধ হয়ে যাওয়া। কোনও ব্যক্তি যদি আর্থিক সুবিধার সময় মতো পেতে চান তাহলে পলিসির প্রিমিয়ামের টাকা (LIC Premium Money) পরিমাণ সময় মতো পরিশোধ করতে হয় নয়তো এলআইসি (LIC) তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় পলিসি। আর এই সময় মত টাকা না দেওয়াই হল পলিসি বন্ধ হওয়ার মূল কারণ। আর একেই বলা হয় পলিথিন ল্যাপস হয়ে যাওয়া।

How To Revive LIC Lapsed Policy?

এই বিষয়ে এলআইসির পক্ষ থেকে জানানো হয়েছে বিলম্বে পরিষদের সঙ্গে প্রিমিয়াম দিতে হবে গ্রাহককে। যদি কোনও গ্রাহক এলআইসি পলিসি নিয়ে থাকেন তাহলে সময় মতো পুনর্নবীকরণ করে নেওয়া উচিত। যখন কোনও পলিসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় তখন এলআইসির (LIC) পক্ষ থেকে দুই বছরের জন্য রিনিউ করার সুযোগ দেওয়া হয়ে থাকে।

CIBIL Score (সিবিল স্কোর)

কোনও গ্রাহক যদি প্রিমিয়ামের সঙ্গে দেরিতে পেমেন্ট ফ্রি প্রদান করেন তাহলে তার পলিসি আবার পুনরায় চালু করা যেতে পারে। যে সমস্ত পলিসিল ল্যাপস হয়ে গিয়েছিল সেই পলিসির ক্ষেত্রে সাধারণত আর্থিক সুযোগ সুবিধা গুলো পাওয়া যায় না। এক্ষেত্রে পলিসিটি রিস্টার্ট করে এবং বকেয়া প্রিমিয়াম দিতে হয় গ্রাহকদের। যদি এলআইসি চায় তাহলে সেই পলিসি (LIC Lapsed Policy) প্রত্যাখ্যান করার সম্পূর্ণ অধিকার রয়েছে।

2 লাখ টাকার সুবিধা পান 20 টাকা জমিয়ে। কিভাবে আবেদন করবেন?

It Is More Hard To Revive A LIC Lapsed Policy?

এক্ষেত্রে জানা যাচ্ছে পলিসি ধারককে তার সমস্ত সুদ পরিশোধ করে দিতে হবে। পলিসি শুধুমাত্র বীমা কোম্পানির দ্বারা জারি করা শর্তাবলীর ভিত্তিতে পুনরায় চালু করে দেওয়া যেতে পারে। LIC Lapsed Policy পুনরায় চালু করতে এজেন্ট বা শাখার কাছে দৌড়ে যেতে হবে গ্রাহককে এবং সেখানে গিয়েই পলিসি পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে কাস্টমার কেয়ারে কল করেও গ্রাহক খোঁজ খবর নিতে পারেন।
Written By Tithi Adak.

LIC এর এই পলিসিতে পাবেন, ১ কোটি টাকা রিটার্ন। মাসে কত টাকা জমাবেন, হিসাব দেখে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *