LPG Gas : রান্নার গ্যাস নিয়ে বড় খবর! বাজেটের ঘোষণায় খুশি মধ্যবিত্ত
বাজেটের সময় (Budget 2024) মধ্যেই গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) নিয়ে সুখবর দিল কেন্দ্র সরকার (Central Government). রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে এবার চিন্তার দিন শেষ দেশবাসির। আগের মত আর মানুষ উনোনে কাঠ কয়লা পুড়িয়ে রান্না করে না। বর্তমানে প্রায় বেশিরভাগ গৃহস্থ বাড়িতেই রান্নার জন্য সিলিন্ডার (Liquefied Petroleum Gas) ব্যবহার করে মানুষ। তবে সরকার রান্নার গ্যাসে এখন LPG e-KYC করতে বলছে।
LPG Gas Cylinder eKYC Update Latest News.
আর এই নিয়ে চিন্তার শেষ নেই মানুষদের। কিন্তু এবার এই চিন্তার দিন শেষ। আর এর সাথে রান্নার গ্যাসের অতিরিক্ত দাম নিয়েও চিন্তা করতে হবে না। বাজেটে এই নিয়ে ঘোষনা করেছে কেন্দ্র সরকার। রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) নিয়ে দেশের সকল মানুষদের চিন্তার শেষ নেই। আর প্রতিমাসে এই দাম বেড়েই চলেছে। আর এই দাম বৃদ্ধির ফলে সকলের সংসারের বাজেট বিগড়ে যায়।
রান্নার গ্যাস eKYC নিয়ে ঘোষণা
বেশ কয়েক মাস ধরেই কেন্দ্র দেশের মানুষদের রান্নার গ্যাসের LPG Gas e-KYC করার জন্য বলছে। আর এই কাজ করা বাধ্যতামূলক। তবে এই বিষয় নিয়ে গ্রাহকদের মধ্যে ধন্ধ তৈরি হয়েছিল মানুষদের মনে। অনেকেই ভাবছিলেন e-KYC না করালে গ্যাস বুকিং (LPG Gas Booking) করা যাবে না। e-KYC করার শেষ দিন নিয়েও অনেকের মনে সংশয় দেখা দিয়েছিল।
পেট্রোলিয়াম মন্ত্রী হরদিপ সিং পুরী কি বললেন?
আর এই সংশয় মানুষদের মন থেকে দূর করার জন্যে এই বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরিপদ সিং পুরি। কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরিপদ সিং পুরীর বক্তব্যে বোঝা গিয়েছে LPG Gas e-KYC করার ক্ষেত্রে এখন চিন্তা রয়েছেই মানুষদের মনে। তিনি বলেছেন, এখন পর্যন্ত গ্যাসের e-KYC করার জন্য কোনো শেষ তারিখ ঘোষনা করা হয়নি।
তবে তিনি জানিয়েছেন, বানিজ্যিক সিলিন্ডারের (Commercial LPG Gas) জালিয়াতি বুকিং বন্ধ করার জন্যে ও জাল যে সব গ্রাহক আছে তাদের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য e-KYC চালু করেছে কেন্দ্র সরকার। যারা এখন KYC করেননি তারা নিজের সংস্থার অ্যাপের মাধ্যমেই KYC করে নিতে পারবেন। নিহেদের এলাকায় যে সব ডিলার আছে তাদের কাছেও করে নিতে পারবেন।
আবার যে সব মানুষদের বাড়ি বাড়ি গ্যাস ডেলিভারি করেন তারাও KYC করিয়ে দিতে পারবেন। অতএব বোঝা যাচ্ছে KYC করা খুব কঠিন কাজ নয়। এই সবের পাশাপাশি মন্ত্রী গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder Price) দাম নিয়েও বলেন। প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় থাকা গ্রাহকদের 300 টাকা ভর্তুকি দেওয়ার সময় সীমা 2025 এর মার্চ মাস পর্যন্ত করা হয়েছে।
ফিক্সড ডিপোজিটে মাত্র 2 বছরে পাবেন দুর্দান্ত রিটার্ন! এই ব্যাঙ্কের FD-তে বিনিয়োগ করে নিন
আবার যারা এই উজ্জ্বলা যোজনার অধীনে নেই সাধারন গ্রাহক তাদের ও সরকারের তরফ থেকে অনেক ভর্তুকি (LPG Gas Subsidy) দেওয়া হবে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে অনেকটাই স্বস্তি পেয়েছে সাধারন মানুষ। আর এবারে দেখার অপেক্ষা যে আগামী মাসে রান্নার গ্যাসের দামে কোন ধরণের স্বস্তির খবর দেওয়া হয় কিনা। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.