LPG Gas Cylinder – রান্নার গ্যাস পাবেন মাত্র 529 টাকায়। গরীব মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর।
দেশের গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য দারুন খবর। 300 টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম (LPG Gas Cylinder Price). রান্নার গ্যাস সিলিন্ডারে 300 টাকা করে ছাড় দেওয়া হবে অর্থাৎ 300 টাকা করে ভুর্তুকি দেবে কেন্দ্র সরকার। চলুন এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিন। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। প্রতিটি বছরের মত এই বছরেও নতুন অর্থবর্ষের 1লা দিন থেকে চালু হচ্ছে একাধিক নতুন নিয়ম।
LPG Gas Cylinder In Just Rupees 529 For PMUY Scheme Holders.
সেই সব নতুন নিয়ম গুলোর মধ্যে একটি হল রান্নার গ্যাস সিলিন্ডারে 300 টাকা ছাড়। 1লা এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হবে অর্থাৎ বাজারে যা দাম চলছে তার থেকে 300 টাকা কমে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder). নারী দিবসের দিন প্রধানমন্ত্রী ঘোষনা করেছিলেন রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) 100 টাকা কমবে। আর সেই মত এখন সাধারন মানুষ রান্নার গ্যাস (LPG Gas) কিনছে 829 টাকায়।
জায়গা ভেদে দাম একটু কম বেশি হতে পারে। এর আগে 19শে অগাস্ট 2023 সালে দাম কমানো হয়েছিল গ্যাসের, এবার নারী দিবসের দিন 100 টাকা কমানো হল গ্যাসের দাম (LPG Gas Cylinder). তবে এবার আরো খুশির খবর গ্যাসের 300 টাকা ভর্তুকির সময় সীমা আরো বাড়াল মোদী সরকার। তবে এই সুবিধা সব মহিলারা পাবেন না এই সুবিধা শুধু সেই সব মহিলারাই পাবেন যাদের নাম উজ্জ্বলা যোজনায় (PM Ujjwala Yojana) নথিভুক্ত আছে।
এই LPG Gas Cylinder 300 টাকা ছাড় শুধুমাত্র তারাই পাবেন। এই সিদ্ধান্তের ফলে দেশের 9 কোটি গরিব, মধ্যবিত্ত মহিলারা ও তাদের পরিবার উপকৃত হবেন। উজ্জ্বলা যোজনার উপভোক্তারা এর আগে থেকেই এই 300 টাকা ভর্তুকি পেতেন গ্যাস সিলিন্ডারে। তবে এই ছাড় 2024 সালে 31শে মার্চ পর্যন্ত বৈধ ছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেই মেয়াদ আরো 1 বছর বাড়িয়েছেন।
2025 সালে 31শে মার্চ পর্যন্ত করেছে এই রান্নার গ্যাস সিলিন্ডারে (LPG Gas Cylinder) 300 টাকা ছাড়। উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তারা আপাতত যে দামে কিনছেন সেই দামেই 2025 সাল 31শে মার্চ পর্যন্ত কিনতে পারবেন। এই নতুন করে ছাড়ের সিদ্ধান্ত কার্যকর হবে 1লা এপ্রিল থেকে। আর ৫২৯ টাকায় রান্নার গ্যাস (LPG Gas Cylinder) এই ছাড়ের পরেই পাওয়া যাবে।
Know The New LPG Gas Cylinder Price
বর্তমানে কলকাতায় ভর্তুকিহীন 14.2 কেজি LPG Gas Cylinder দাম পড়েছে 829 টাকা। যা উজ্বলা যোজনার উপভোক্তারা পাবেন 529 টাকায়। কলকাতা ছাড়া দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ে উজ্জ্বলা যোজনার উপভোক্তারা এই গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে 503 টাকা, 502.5 টাকা , 518.5 টাকা। নিয়ম অনুযায়ী, বছরে 12টি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারেন গ্রাহকরা।
এই 12টি LPG Gas Cylinder ক্ষেত্রে ভর্তুকি পান উজ্বলা যোজনার আওতাভুক্ত মহিলারা। প্রতিটি সিলিন্ডারে 300 টাকা ভর্তুকি দেওয়া হয়। অর্থাৎ উজ্বলা যোজনায় নথিভুক্ত মহিলারা আরো 1 বছর 2025 সালের 31শে মার্চ পর্যন্ত 12টি রান্নার গ্যাস সিলিন্ডার 529 টাকায় কিনতে পারবেন। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের ফলে খুশি গরিব ও মধ্যবিত্ত পরিবার গুলো।
মাসের শুরুতেই পেনশন নিয়ে বড় খবর। চাকরি না করলেও 10 হাজার টাকা পাবেন।
তবে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে এই সিদ্ধান্তকে অনেকে মনে করছেন সরকার নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। আর এই কম দামে গ্যাস শুধুমাত্র দেশের সকল উজ্জ্বলা যোজনা গ্রাহকরাই পাবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ধন্যবাদ।Written by Ananya Chakraborty.
ভোটের মুখে মহিলাদের জন্য 5টি নতুন প্রকল্প। কি কি সুবিধা পাবেন জেনে নিন।