ট্রেন্ডিং

LPG Gas Price – মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম কমলো। নতুন দাম শুনে খুশি গরীব মধ্যবিত্ত।

দেশের নাগরিকদের জন্য দারুন সুখবর। রান্নার গ্যাস সিলিন্ডারে (LPG Gas Price) 300 টাকা করে ছাড় দেওয়া হবে অর্থাৎ 300 টাকা করে ভুর্তুকি দেবে কেন্দ্র সরকার (Central Government). আজ থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। প্রতিটি বছরের মত এবছরেও নতুন অর্থবর্ষের 1লা দিন থেকে চালু হচ্ছে একাধিক নতুন নিয়ম। সেই সব নতুন নিয়ম গুলোর মধ্যে একটি হল রান্নার গ্যাস সিলিন্ডারে (LPG Gas Cylinder) 300 টাকা ছাড়।

LPG Gas Price Reduce 300 Rupees For PMUY Holders.

1লা এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হবে অর্থাৎ বাজারে যা দাম চলছে তার থেকে 300 টাকা কমে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Price). তবে এই সুবিধা সব মহিলারা পাবেন না এই সুবিধা শুধু সেই সব মহিলারাই পাবেন যাদের নাম উজ্বলা যোজনায় নথিভুক্ত আছে অর্থাৎ এই গ্যাস সিলিন্ডারে 300 টাকা ছাড় শুধুমাত্র তারাই পাবেন। এই সিদ্ধান্তের ফলে দেশের কোটি কোটি গরিব, মধ্যবিত্ত মহিলারা ও তাদের পরিবার উপকৃত হবেন।

উজ্বলা যোজনার উপভোক্তারা এর আগে থেকেই এই 300 টাকা ভর্তুকি (LPG Gas Price On Subsidy) পেতেন গ্যাস সিলিন্ডারে। তবে এই ছাড় 2024 সালে 31শে মার্চ পর্যন্ত বৈধ ছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেই মেয়াদ বাড়িয়ে 2025 সালে 31শে মার্চ পর্যন্ত করেছে। অর্থাৎ আরো 1 বছর বাড়িয়েছে এই রান্নার গ্যাস সিলিন্ডারে 300 টাকা ছাড়। উজ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তারা আপাতত যে দামে কিনছেন সেই দামেই 2025 সাল 31শে মার্চ পর্যন্ত কিনতে পারবেন।

এই নতুন LPG Gas Price ছাড়ের সিদ্ধান্ত কার্যকর হবে 1লা এপ্রিল থেকে অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে এই দাম কমার সুবিধা শুধুমাত্র দেশের সকল উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) গ্রাহকদের জন্য। বাকি সকল গ্রাহকদের আজকে ঘোষিত দাম অনুসারে কিনতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই এই দাম জানানো হবে। রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি গুলোর তরফে।

Krishak Bandhu (কৃষক বন্ধু প্রকল্প)

Know The New LPG Gas Price For PMUY Customers

বর্তমানে কলকাতায় ভর্তুকিহিন 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price) পড়েছে 829 টাকা। যা উজ্বলা যোজনার উপভোক্তারা পাবেন 529 টাকায়। কলকাতা ছাড়া দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ে উজ্বলা যোজনার উপভোক্তারা এই গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে 503 টাকা, 502.5 টাকা, 518.5 টাকা। নিয়ম অনুযায়ী, বছরে 12টি রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারেন গ্রাহকরা।

পশ্চিমবঙ্গের সব প্রাথমিক স্কুলে মর্নিং ক্লাস হবে। কতক্ষণ চলবে? কি কি নিয়ম মানতে হবে?

এই 12টি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেও ভর্তুকি পান উজ্বলা যোজনার আওতাভুক্ত মহিলারা। প্রতিটি সিলিন্ডারে 300 টাকা ভর্তুকি দেওয়া হয় অর্থাৎ উজ্বলা যোজনায় নথিভুক্ত মহিলারা আরো 1 বছর 12টি রান্নার গ্যাস সিলিন্ডার 529 টাকায় কিনতে পারবেন। আর এবারের দেখার অপেক্ষা যে বাকি সকল নাগরিকদের জন্য LPG Gas Price বা রান্নার গ্যাসের দামে কোন পরিবর্তন করা হয় কিনা।
Written by Ananya Chakraborty.

কৃষকবন্ধুদের 16 তম কিস্তির টাকা এখনো ঢোকেনি? কি করলে আপনার টাকা ঢুকবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *