LPG Gas Price – রান্নার গ্যাসের দাম একধাক্কায় কমতে চলেছে, রাজ্যে নতুন দাম জেনে নিন।
রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) ফের একবারের জন্য সরকারের তরফে কমানো হবে বলে একটি খবর বিভিন্ন সংবাদমাধ্যম সুত্রে পাওয়া যাচ্ছে। কিছু দিন আগেই মোদি সাধারন গ্রাহকদের জন্যে রান্নার গ্যাসের ভর্তুকির পরিমান 200 করেছিল। ফলে দিল্লিতে গ্যাসের দাম হয় 903 টাকা আর কলকাতায় 930 টাকা। আর এবারে আবার এই ভর্তুকির (LPG Gas Subsidy) পরিমাণ বৃদ্ধি করে এই দাম কমানো হতে পারে। এই রান্নার গ্যাসের দামের (LPG Gas Price) ওপরে সকল মধ্যবিত্ত নাগরিকদের মাসিক বাজেট নির্ভর করে।
LPG Gas Price Decrease Soon Again In India.
যখন এই রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) বৃদ্ধি পায় তখনই সকল গরিব থেকে মধ্যবিত্ত মানুষদের সমস্যা কয়েক গুনে বৃদ্ধি পেয়ে থাকে। আর এই সকল কিছুর কারণে সরকারের ওপরে চাপও অনেক বৃদ্ধি পেয়ে যায়। আর এদিকে মোদি সরকারের প্রকল্প উজ্বলা যোজনার গ্যাসের ও তখন ভর্তুকির পরিমান বৃদ্ধি করা হয়েছে। আর আবার 4ঠা অক্টোবর উজ্বলা যোজনার 9.5 কোটি গ্রাহকদের জন্যে 100 টাকা করে ভর্তুকি বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার।
ফলে তাদের ভর্তুকির পরিমান দাঁড়িয়েছে 300 টাকায় অর্থাৎ তাদের গ্যাসের দাম (LPG Gas Price) দাঁড়িয়েছে 603 টাকা। এরই মধ্যে মোদি সরকার আবার দুর্দান্ত খবর ঘোষনা করেছে উজ্বলা যোজনার সুবিধাভোগিদের জন্যে। সংবাদমাধ্যমের পাওয়া খবর অনুসারে আরও বেশি ভর্তুকি পাবেন উজ্বলা যোজনার গ্রাহকরা। সরকার আসন্ন লোকসভা নির্বাচন 2024 এর আগে এবং উৎসবের মরশুমের মধ্যেই উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতাধীন সুবিধাভোগীদের বিরাট ছাড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এই উজ্বলা যোজনার আওতাধীন সুবিধাভোগিরা বছরে 12 টি সিলিন্ডারে 300 টাকা করে ভর্তুকি পেয়ে থাকেন। তবে সম্ভবত এর পরের মাসেই এই ভর্তুকির পরিমান বাড়তে চলেছে। কেন্দ্রের তরফ থেকে জানা গিয়েছে যে আগামী মাসে উজ্জ্বলা প্রকল্পের অধীনে অতিরিক্ত ত্রাণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সম্প্রতি 2024 26 সালের জন্য 7 থেকে 5 কোটি টাকা এবং উজ্বলা যোজনার বিনামূল্যে গ্যাসের (LPG Gas Price) সংযোগ দেবার জন্যে 1650 কোটি টাকা বিনিয়োগ করেছে মোদি সরকার।
এমনিতেই মূল্যবৃদ্ধির জেরে নাকাল সাধারন মানুষ। আর তারমধ্যে আন্তর্জাতিক পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ছে। এর মাঝেই কেন্দ্র সরকারের এই গ্যাসের ভর্তুকির (LPG Gas Price) পরিমান বাড়ানোর সিদ্ধান্তে খুশি সাধারন মানুষ। এতে কিছুটা হলে সস্তির নিশ্বাস ফেলেছে সাধারন মানুষ। তবে এই বিষয়ে নিশ্চিত হতে পেট্রোলিয়াম মন্ত্রক এবং অর্থমন্ত্রকেকে ইমেল করা হয়েছে তবে তাদের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
WB Finance Department – অর্থদফতরের তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হল, নতুন সুবিধা পাওয়া যাবে।
কিন্তু এই LPG Gas Price যদি লোকসভা ভোটের আগে সকল দেশবাসীর উদ্দেশ্যে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে এইটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হবে বলে অনেকেই মনে করছেন। তবে এই সম্পর্কে এখনো কিছু খোলসা করা হয়নি সরকারের তরফে। আর পশ্চিমবঙ্গের উজ্জ্বলা যোজনার গ্রাহকরাও এই ভর্তুকির সুবিধা পাবেন এবং বাকি রাজ্যের মতোই একই দামে তারা রান্নার গ্যাস (LPG Gas) পাবেন।
Written by Ananya Chakraborty.
DA Announcement – ডিএ মামলার মাঝেই সুখবর। পশ্চিমবঙ্গের কর্মীদের DA ঘোষণা। কত