ট্রেন্ডিং

LPG Price – মাত্র 603 টাকায় পাবেন সিলিন্ডার ভর্তি রান্নার গ্যাস। গ্যাস বুকিংয়ের আগে জেনে নিন।

রান্নার গ্যাসের দাম (LPG Price) নিয়ে দেশের সকল মধ্যবিত্ত নাগরিকরা চিন্তায় থাকে। কারণ এটি সকলের নিত্য প্রয়োজনীয় জিনিস গুলির মধ্যে অন্যতম। আর এই উৎসবের মরশুমে যেহেতু সকলের ছুটি থাকে এবং এই কারণের জন্য অনেকেই নিজেদের পরিজনের সঙ্গে এই কয়েক দিন চুটিয়ে আনন্দ করে। আর এছাড়াও বিভিন্ন স্থানে এই রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) বৃদ্ধি পেলে অনেকরই বাজেট নড়বরে হয়ে যায়।

LPG Price New Update In India.

কিছুদিন আগেই রান্নার গ্যাসের দাম (LPG Price) কমিয়েছে কেন্দ্রীয় সরকার (Government Of India). প্রতি রান্নার গ্যাসে 200 টাকা দাম কমিয়েছে সরকার । কিন্তু এবার শোনা যাচ্চে মাত্র 603 টাকায় পাওয়া যাবে 14.2 কেজি রান্নার গ্যাস। কিন্তু কারা পাবেন এই গ্যাস? এবং কিভাবে পাবেন? শোনা যাচ্চে দেশে প্রতিটি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমে দাঁড়িয়েছে 629 টাকা।

কারা পাবেন এই গ্যাস (LPG Price)? আপনিও কী পেতে পারেন সেই গ্যাস? হ্যাঁ পেতে পারেন তবে একটি শর্ত পূরণ করলে তবে। কি সেই শর্ত জেনে নিন। দেশের প্রায় বেশিরভাগ শহরে ভর্তুকি হীন রান্নার গ্যাসের দাম কমেছে অনেক তাই। এমনিতে আপাতত কলকাতায় প্রতিটি ভর্তুকিহীন রান্নার গ্যাস (LPG Price) সিলিন্ডারের দাম পড়ছে 929 টাকা। দিল্লিতে প্রতিটি সিলিন্ডার 903 টাকায় বিকোচ্ছে।

Govt Scheme (পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প)

মুম্বইয়ে দাম পড়ছে 902.5 টাকা। চেন্নাইয়ে প্রতিটি সিলিন্ডার কিনতে 918.5 টাকা খরচ হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, যারা উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) আওতায় আছেন, তারা ভর্তুকিহীন রান্নার গ্যাস (LPG Price) সিলিন্ডারের বাজারমূল্য থেকে 300 টাকা কমে রান্নার গ্যাস পাবেন। সেই নিরিখে কলকাতায় যারা উজ্জ্বলা যোজনার আওতায় আছেন, তারা 629 টাকায় ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন।

Dearness Allowance – পশ্চিমবঙ্গের শিক্ষক ও সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়লো।

সেভাবে দিল্লী, মুম্বই, চেন্নাই, তারা সিলিন্ডার পাবেন 603 টাকায়, 602.5 টাকায় , 618.5 টাকায়। দেশের চার মহানগরীতে ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Gas) দাম 1 লা অক্টোবরে বেড়েছে। কলকাতায় একটি বানিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১,৮৩৯.৫ টাকা। দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে যথাক্রমে ১,৭৩১ টাকা, ১,৬৮৪ টাকা এবং ১,৮৯৮ টাকায় বিক্রি হচ্ছে ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার।

MyGov Content Writer Jobs – সোশ্যাল মিডিয়ায় আর্টিকেল, ভিডিও বা রিল বানাতে পারলে সরকারি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *