ট্রেন্ডিং

শিয়ালদহ মেইন লাইনে বাতিল প্রচুর সংখ্যক লোকাল ট্রেন, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী।

নিত্যদিন লোকাল ট্রেনে যাতায়াত। কাজ সেরে বাড়ি ফেরার গন্তব্যে একটা ট্রেন আসতে দেরি হলে ভোগান্তির শেষ থাকে না। এবার আরো চরম ভোগান্তির পথে শিয়ালদহ মেইন লাইনের যাত্রীরা। বাতিল থাকতে চলেছে প্রচুর সংখ্যক ট্রেন। ব্রিজ এবং লাইনে কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কবে থেকে বাতিল থাকছে ট্রেন? কতদিনের জন্য?

কতদিন বাতিল থাকছে শিয়ালদহ মেইন লাইনের লোকাল ট্রেন?

কতক্ষন বাতিল থাকছে ট্রেন?
বিজ্ঞপ্তি অনুসারে, আগামীকাল অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (শনিবার) রাত্রি ১০টা থেকে ১২ ফেব্রুয়ারি (রবিবার) রাত্রি ৮টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা ধরে বাতিল থাকবে।

1 ফেব্রুয়ারী থেকে ট্রাফিক আইনের 5 টি নিয়ম বদল, না মানলে জরিমানা 10,000 টাকা।

শনিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকছে?শিয়ালদা-নৈহাটি আপ ৩১৪৪৩ ও ডাউন ৩১৪৫০ লোকাল ট্রেন,
শিয়ালদা-শান্তিপুর আপ ৩১৫৩৪ এবং ডাউন ৩১৫৪০ লোকাল,
শিয়ালদা- রানাঘাট আপ ৩১৬২৯ এবং ডাউন ৩১৬৩৬ লোকাল,
কল্যাণী সীমান্ত-নৈহাটি আপ ৩১১৯২ লোকাল।

রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকছে?
রবিবার শিয়ালদা-নৈহাটি আপ ৩১৪১১, ৩১৪৭১, ৩১৪১৫, ৩১৪১৯, ৩১৪২৯.
ডাউন ৩১৪১৪, ৩১৪১৮,৩১৪২০, ৩১৪২৬, ৩১৪৩৬ লোকাল,
শিয়ালদা-কল্যাণী সীমান্ত আপ ৩১৩১১, ৩১৩ ৩১৩৩১,৩১৩৩৫ এবং ডাউন ৩১৩১৪, ৩১৩ ৩১৩৩০,৩১৩৩৪ লোকাল, শিয়ালদা-রানাঘাট আপ ৩১৬১১, ৩১৬১৫, ৩১৬১৭ এবং ডাউন ৩১৬১৪, ৩১৬১৬, ৩১৬২২ লোকাল,

শিয়ালদা-ব্যারাকপুর আপ ৩১৩২২, ৩১২১৬ এবং ডাউন ৩১২৩২, ৩১২৬১ লোকাল,
শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন আপ ৩১৮১৫ এবং ডাউন ৩১৮১৪ লোকাল, শিয়ালদা-শান্তিপুর আপ ৩১৫১৩,৩১৫২৫ এবং ডাউন ৩১৫১৪, ৩১৫২৮ লোকাল, শিয়ালদা- গেদে আপ ৩১৯১৩ এবং ডাউন ৩১৯১৪, নৈহাটি- কল্যাণী সীমান্ত লোকাল আপ ৩১১৯১.

ট্রেনের যাত্রাপথ কোন স্টেশন পর্যন্ত থাকবে?
১) ৩১৩১২ লোকালটি কল্যাণী সীমান্ত স্টেশন থেকে ছাড়ে, কিন্তু তার পরিবর্তে নৈহাটী স্টেশন থেকে ছাড়বে।
২) রবিবার ৩১৪৩০ ডাউনলোড নৈহাটী-শিয়ালদহ লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে।
৩) ৩১৩৪১ আপ শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল শনিবার নৈহাটী পর্যন্ত যাবে।
৪) ৩১৪২৭ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে।

বাতিল করা হলো 300 টি লোকাল ও এক্সপ্রেস ট্রেন, দেখে নিন তালিকা।

৫) রবিবার ৩১৪২৭ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে।
৬) ৩১৪৩৩ আপ শিয়ালদা-নৈহাটি লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে।
৭) ৩৪০৫৪ ডাউন নৈহাটি-বজবজ লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে।
৮) ৩০১২১ আপ মাঝেরহাট-নৈহাটি লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *