গুরুত্বপূর্ণ খবর

Aadhaar Link – কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন? অনলাইন পদ্ধতি জেনে নিন

আধার কার্ড দেশের সকল মানুষদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির মধ্যে অন্যতম। আর এই Aadhaar Link বা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড, মোবাইল নাম্বার, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি লিঙ্ক করার কথা জানানো হয়েছে সরকারের তরফে। কিন্তু অনেকেই এর মধ্যে এমন অনেক লিঙ্ক আছে যার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি। আর এর মধ্যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ।

Aadhaar Link with Mobile Number Online Process.

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা মোবাইল ফোন ছাড়া থাকতেই পারেন না। আর এখন মোবাইল ছাড়া আমরা কোন কাজই করতে পারব না এটাই স্বাভাবিক কারণ এই অনলাইনের যুগে মোবাইল ছাড়া কোন কিছু করাই সম্ভব নয়। আর ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনাদের সিম কার্ড (SIM Card) প্রয়োজন। কিন্তু সরকারের তরফে অনেক দিন আগে গ্রাহকদের জন্য মোবাইল নাম্বারের সঙ্গে Aadhaar Link করিয়ে নিতে পারবেন।

আধার কার্ড মোবাইল লিঙ্ক অনলাইন

কেন্দ্র সরকার অনেক দিন থেকে বলছে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক (Aadhaar Link With Mobile Number) করানোর জন্য এবং আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করানোর জন্য। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করালে মানুষ অনেক সুবিধা পাবে। কিন্তু যদি লিঙ্ক না করে থাকেন তাহলে অনেক সুবিধা পাবেন না।

মোবাইল নাম্বার অনলাইন আধার লিঙ্ক

ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের মত আধার কার্ড গুরুত্বপুর্ণ নথি। এই আধার কার্ড যেমন গুরুত্বপুর্ণ তেমন আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক (Aadhaar Link) করানোও গুরুত্বপুর্ণ। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর যোগ করা আছে সেটি আর গ্রাহকরা ব্যবহার করছে না। এর ফলে অনেক ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়। আজকের এই প্রতিবেদনে আমরা এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি।

কিভাবে আধারে মোবাইল নম্বর যোগ করবেন

1) প্রথম ধাপে আপনি UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) অথবা আপনার বাড়ির কাছের আধার সেবা কেন্দ্রে যেতে হবে।
3) সেখান থেকে আপনি আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরটি (UIDAI Aadhaar Link) বদলে ফেলতে পারবেন।
4) আধার সেবা কেন্দ্রে Appointment নেওয়ার জন্য আপনাকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

5) এরপরে হোমপেজের Get Aadhaar অপশনের মধ্যে Book an Appointment এ ক্লিক করতে হবে।
6) এবার আপনার সামনে একটি পেজ আসবে সেখানে আপনার বাড়ির কাছের আধার সেবা কেন্দ্রটি নির্বাচন করে নিয়ে Process to Book Appointment এ ক্লিক করতে হবে।
7) এরপরে আপনার সামনে যে পেজ আসবে সেখানে আপনার মোবাইল নম্বর তি ঠিক ভাবে বসিয়ে Aadhaar Link OTP Verification করে নিতে হবে।

8) এরপরের পেজে আপনার নাম, আধার নম্বর, ঠিকানা, জন্ম তারিখ, আধার সেন্টার সহ এই সব তথ্য গুলো ঠিক ভাবে পূরণ করে Next অপশনে ক্লিক করুন।
9) পরবর্তীতে আপনি আপনার মোবাইল নম্বর সহ আর যে যে তথ্য গুলি পরিবর্তন করতে চাইছেন তা সিলেক্ট করে Next অপশনে ক্লিক করুন।
10) আপনার পছন্দ অনুসারে তারিখ এবং সময় নির্বাচন করে পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
11) পরবর্তীতে নির্ধারিত সময়ে আধার সেবা কেন্দ্রে গেলেই উক্ত কেন্দ্রের কর্মীদের সাহায্যে আপনি আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে তা পরিবর্তন করে নিতে পারবেন।

PM Vishwakarma Yojana (প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা)

IPPB Doorstep Banking Aadhaar Link Process

1) আপনি যদি বাড়িতে বসে মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক (Aadhaar Link) করতে চান তাহলে এই পদ্ধতিতে করতে পারবেন।
2) চলুন জেনে নিন কিভাবে আবেদন করবেন আধার কার্ডের ডোর স্টেপ পরিষেবা নেওয়ার জন্য।
3) প্রথমে IPPB এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
4) এরপরে Service Request Form – Doorstep Banking Form ক্লিক করুন।

রাজ্যে 13000 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। আবেদন কবে থেকে শুরু?

5) এবারে আবেদন পত্রটি ভালো ভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
6) আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য Aadhaar Mobile Update বক্সটি মার্ক করুন।
7) আবেদনপত্রটি সঠিক ভাবে আধার কার্ড দেখে পূরণ করে মোবাইল নম্বর উল্লেখ করে সাবমিট করুন।
8) আবেদন ফর্ম সাবমিট হয়ে গেলে একটি রেফারেন্স নম্বর পাবেন।
9) আবেদন পত্র গ্রাহ্য হলে আপনার বাড়িতে IPPB তাদের একজন লোক পাঠাবে সে গিয়ে আপনার আধার কার্ড এর সাথে Aadhaar Link অথবা মোবাইল নম্বর পরিবর্তন অথবা Gmail Aadhaar Link করিয়ে দিয়ে আসবেন।Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *