গুরুত্বপূর্ণ খবর

Ration Items – ভোটের আগে সবার জন্য রেশনের সাথে মোদীর উপহার। খরচ হবে 300 কোটি টাকা।

Ration Items বা বিনামূল্যে রেশনে নতুন সামগ্রী দেওয়া নিয়ে আবারও নতুন বছরে বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার (Central Government). প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ইতিমধ্যেই আরও ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। কিন্তু এবারে আরও একটি জিনিস একদম বিনামূল্যে দেওয়ার ঘোষণা করলো সরকার।

New Ration Items Given By Modi Government.

রেশন দোকান গুলোকে ছবি দিয়ে সাজাতে চাইছে খাদ্য দফতর। মেট্রো স্টেশন গুলোর মত এবার সব রেশন দোকান (Ration Shop) গুলোতে মোদীজীর থ্রিডি কাট আউট বসাতে চাইছে খাদ্য দফতর। এর আগেই খাদ্য দফতর এমন সিদ্ধান্ত নিয়েছিল। এতে বোঝা যাবে কে বিনামূল্যে রেশন (Ration Items) দিচ্ছে। দেশ জুড়ে সব রেশন দোকানে এই হোডিং লাগাতে খরচ হবে 22 কোটি টাকা। তবে এই খবির প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে সব মহলে।

এবার থেকে রেশন (Ration Items) নিতে গেলে গ্রাহকদের আর ব্যাগ নিয়ে যেতে হবে না দোকান থেকেই ব্যাগ পেয়ে যাবেন। রেশন দোকান গুলো থেকে একটি বিশেষ ধরনের ব্যাগ দেবে যাতে প্রধানমন্ত্রীর (PM Modi) ছবি দেওয়া থাকবে। আর এতে কেন্দ্রের যে সব প্রকল্প আছে তার বিবরণ দেওয়া থাকবে। এই ব্যাগ গুলোর ধারণ ক্ষমতা 10 কেজি। লোকসভা ভোটার আগেই এই ব্যাগ গুলো বিলি করবে সরকার।

সূত্রের থেকে জানা গেছে, এই ব্যাগ তৈরির জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্য দফতর। লোকসভা ভোটের আগেই গরিব কল্যান অন্য যোজনার আওতায় থাকা 20 কোটি জনতার হাতে এই ব্যাগ তুলে দেবে সরকার।তবে প্রধানমন্ত্রী মোদীর (Namo) নিজের এই আত্মপ্রচার নিয়ে আগে বিভিন্ন সভা থেকে ক্ষোভ উগ্রে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । আর এবার ও এই ব্যাগ এর কথা উঠতেই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন (Ration Items).

নেতাজি ইনডোর স্টেডিয়াম এর সভা থেকে তিনি বলেছিলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে সাধারন মানুষ এর নাভিশ্বাস উঠছে। সেদিকে কেন্দ্রের নজর নেই। উল্টে জনগনের করের টাকা দিয়ে বিজেপি (BJP) শুধু সব কিছু গেরুয়া করণ করতে ব্যস্ত। জানা গিয়েছে ভোটের আগেই ব্যাগ গুলো বিলি করার জন্যে বৈঠক বসেছিল খাদ্যমন্ত্রকের আধিকারিকরা (Ration Items).

Mamata Banerjee (মমতা ব্যানার্জি)

11ই জানুয়ারি এই ব্যাপারে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান অশোক কেকে মিনাকে চিঠিও দিয়েছেন খাদ্যমন্ত্রকের যুগ্মসচিব অনিতা করণ। জানা গিয়েছে FCI (Food Corporation Of India) কে মোট 20 কোটি 3 লক্ষ 49 হাজার 469 টি ব্যাগ তৈরির কথা জনন হয়েছে চিঠিতে। এর জন্য অর্থমন্ত্রকের তরফে মোট 295 কোটি 51 লক্ষ 54 হাজার 668 টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছে (Ration Items).

পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পে প্রতিদিন পাবেন 300 টাকা। এমনটা আগে কখনো হয়নি।

এখন থেকে গ্রাহকদের বছরে দু’বার এই ব্যাগ বিলি করবে কেন্দ্র। ব্যাগ পিছু খরচ ধরা হয়েছে 14 টাকা 75 পয়সা। আর এই নতুন Ration Items বা রেশনে সামগ্রী পাওয়া নিয়ে সাধারণ জনগণের মধ্যে কোন ধরণের উৎসাহ চোখে পরছে না। অনেকেই বলছেন যে Ration Items এর মধ্যে কোন খাদ্যবস্তু দেওয়া হলে আরও ভালো হত বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.

বাড়ি বসেই সহজ কয়েকটি স্টেপ ফলো করে বানিয়ে নিন ডিজিটাল রেশন কার্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *