মে মাসে সস্তা রান্নার গ্যাস সিলিন্ডার! দেখে নিন কলকাতায় LPG সিলিন্ডারের নতুন দাম
LPG Gas Price

মে মাসের শুরুতেই সাধারণ মানুষের জন্য এল এক সুখবর। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG) দাম কিছুটা হ্রাস পেয়েছে। ফলে কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে নতুন দর কার্যকর হয়েছে আজ থেকেই। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দামের চাপে যখন সাধারণ মানুষ নাজেহাল, ঠিক তখন এই খবরের ফলে অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই মূল্য হ্রাসে কী প্রভাব পড়বে আপনার মাসিক বাজেটের উপর।
মে মাসে কমল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জানুন নতুন রেট
মুলত বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এই মাসের শুরুতেই কমিয়ে দেওয়া হয়েছে। ১৯ কেজি গ্যাসের দাম আজ থেকে ১৭ টাকা কমেছে অর্থাৎ ১৮৫১ টাকায় এই গ্যাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে দেশের সকল বড় বড় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি গুলো, এই দাম ১ লা মে ২০২৫ থেকেই কার্যকর হয়েছে এবং আগামী মাস পর্যন্ত এই দামেই সকলকে জিনিস কিনতে হবে, এই নিয়ে আরও কিছু জেনে নেওয়া যাক।
অন্য মেট্রো শহর গুলোতে কত দাম কমেছে?
সারা দেশেই এই দাম কমানো হয়েছে। বিশেষ করে মেট্রো শহর গুলোতে যেহেতু গ্যাসের চাহিদা বেশি, তাই দাম হ্রাসের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ১৪ কেজি বাড়িতে ব্যবহার করা গ্যাসের দাম দিল্লিতে – ৮৪০, মুম্বইতে – ৮৬০, চেন্নাইতে – ৮৯৫, হায়দরাবাদ – ৯১০ টাকা হয়েছে বর্তমানে। আর ১৯ কেজি গ্যাসের দাম সকল দেশে ১৭ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে, এই নতুন দামের ফলে শহরভেদে কিছু পার্থক্য থাকলেও, সামগ্রিকভাবে গ্যাসের উপর খরচ কিছুটা কমবে।
দাম কমার কারণ কী?
সরকার ও তেল সংস্থা গুলোর তরফে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। তার প্রভাবেই LPG এর দামেও কিছুটা স্বস্তি মিলেছে, এছাড়া সরকারের পক্ষ থেকেও সাধারণ মানুষের আর্থিক চাপে কিছুটা হালকা করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ, দাম কমায় মাসিক গৃহস্থালী খরচ কিছুটা হলেও হ্রাস পাবে। বিশেষ করে যারা সাবসিডি পান না, তাদের জন্য এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ। কিন্তু বিশেষ করে হোটেল ও রেস্টুরেন্টের মালিক বা মালকিনদের কিছুটা হলেও সুবিধা হয়েছে এবং বাইরে খাবার খরচ কমবে বলেই মনে করা হচ্ছে।
রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে ধর্মঘটের আশঙ্কা! LPG গ্যাস বুকিং করার আগে জেনে নিন
ভবিষ্যতে দাম আরও কমবে?
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি পরবর্তী মাসগুলোতেও অপরিশোধিত তেলের দাম কম থাকে, তাহলে ভবিষ্যতে আবারও LPG র দাম হ্রাস পেতে পারে। তবে সরকার প্রতি মাসের ১ তারিখে LPG মূল্য আপডেট করে, তাই নতুন মাসের শুরুতে নজর রাখুন গ্যাস কোম্পানির ওয়েবসাইটে। IOC, HPCL বা Bharat Gas এর অফিসিয়াল ওয়েবসাইট, গ্যাস কোম্পানির SMS বা মোবাইল অ্যাপ, নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে এই সম্পর্কে আরও জেনে নিতে পারবেন।



