LPG গ্যাস থেকে HDFC ব্যাঙ্ক! একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম বদল হবে ১লা অক্টোবর থেকে
আমরা প্রায় সবাই জানি প্রত্যেক মাসের শুরুতেই বিভিন্ন নিয়মে পরিবর্তন আনা হয় (LPG Gas Rules Change). সেপ্টেম্বর মাসেও পরিবর্তন এসেছে কিছু নিয়মে। সেপ্টেম্বর মাস একদম শেষের দিকে। আর 2 দিন পরই অক্টোবর মাস পরবে। অক্টোবর মাস পড়লেই উৎসবের মরশুম শুরু হয়ে যাবে। অক্টোবর মাসের শুরু থেকে বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন আসতে চলেছে (Liquefied Petroleum Gas).
My LPG Gas Price to HDFC Credit Card Major Rules Change
এই পরিবর্তন গুলোর প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়বে সাধারন মানুষদের উপরে। এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) পরিবর্তন থেকে সরকারের বিভিন্ন ক্ষুদ্র প্রকল্প (Small Investment Scheme), আগামী মাস থেকে কোন কোন ক্ষেত্রে বদল আসছে দেখে নিন এক নজরে। তাহলে চলুন দেখে নিন অক্টোবর মাস পড়লে কি কি পরিবর্তন আসবে।
LPG Cylinder Price
প্রতিটি তেল কোম্পানি প্রতি মাসের প্রথম দিকে LPG সিলিন্ডারের দাম পরিবর্তন করে। গত কয়েক মাসে 19 কেজি বানিজ্যিক সিলিন্ডার এর দাম বহু বার পরিবর্তন হয়েছে। তবে ডোমেস্টিক সিলিন্ডার বা ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেক দিন যাবৎ পরিবর্তন হয়নি। তাই এবার মনে করা হচ্ছে দীপাবলির আগ দিয়ে ডোমেস্টিক সিলিন্ডার বা ঘরোয়া রান্নার গ্যাসের দাম পরিবর্তন হতে পারে। কত টাকা কমতে বা বাড়তে পারে তা সময় আসলেই বোঝা যাবে।
HDFC Bank Credit Card
HDFC Bank বেশ কিছু ক্রেডিট কার্ড লয়ালিটি প্রোগ্রামে বদল আনতে চলেছে 1 লা অক্টোবর থেকে। আর এই কারণের জন্যই অনেক ক্রেডিট কার্ড গ্রাহকদের খুবই সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে এই পুজোর মরশুমে।
Sukanya Samriddhi Yojana
1 লা অক্টোবর থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টের নিয়মে বদল আসতে পারে। নতুন নিয়ম অনুযায়ী এই অ্যাকাউন্টের পরিচালনা শুধু মাত্র আইনি অভিভাবকরাই করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আইনি অভিভাবক নন কিন্তু তিনি সুকন্যা সমৃদ্ধি যোজনার (SSY Account) পরিচালনা করছে। সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট গুলো হস্তান্তর করতে হবে কন্যার বাবা মা অথবা অন্য আইনি অভিভবককে।
১ লাখ ৩০ হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! এই প্রকল্পে আবেদন করেছেন?
PPF Account & Public Provident Fund
1 লা অক্টোবর থেকে নতুন নিয়ম অনুযায়ী যাদের একাধিক PPF অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অনিয়মিত অ্যাকাউন্ট গুলো প্রদান করতে হবে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট সুদ যতক্ষণ না অ্যাকাউন্ট হোল্ডার প্রাপ্ত বয়স্ক হন। আর মাসের শুরুতে আরও স্পষ্টভাবে এই সম্পর্কে জানা যাবে।
Written by Ananya Chakraborty.