Banglar Bari Scheme 2025: বাংলার বাড়ি প্রকল্পে 16 লাখ নতুন বাড়ি দেবে পশ্চিমবঙ্গ সরকার। বছর শুরুতেই বড় ঘোষণা

আজ ১ লা জানুয়ারি ২০২৫ বছরের শুরুর দিনেই বাংলার বাড়ি স্কিম (Banglar Bari Scheme 2025) নিয়ে দারুণ খবর পাওয়া গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যের জনসাধারণের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের সূচনা (Government Scheme 2025) করেছেন। রাজ্যের নিম্ন ও দরিদ্র পরিবার গুলোকে একটি স্থায়ী আশ্রয়ের জন্য বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।
Banglar Bari Scheme West Bengal
গ্রামাঞ্চলে যে সমস্ত মাটির ও বেড়ার বাড়ি রয়েছে, বন্যা ও ঝড় হলে তাদের ঘরের মধ্যে থাকা সমস্যার হয়ে যায়। এই সমস্ত পরিবার গুলোকে মাথার ওপর শক্ত ছাদ গড়ে দেওয়ার জন্য সচেষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার গুলোকে ছাদের বাড়ি করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলার বাড়ি লিস্ট ২০২৫
কিন্তু এই পিএম আবাস যোজনা (PM Awas Yojana 2025) প্রকল্পে কিছু উপভোক্তার কাছ থেকে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাই আপাতত বন্ধ রয়েছে এই প্রকল্পের অনুদান দেওয়া। এই দিকে বাংলার নিম্ন, মধ্যবিত্ত পরিবার গুলো যাতে একটা আস্তানা পেতে পারে, তাদের জন্যই বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে দুই কিস্তিতে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয।
সরকারি প্রকল্প ২০২৫
১৫ ডিসেম্বরের মধ্যে আবেদনকারীদের বাড়ি সার্ভে করে যোগ্য উপভোক্তাদের ফাইনাল লিস্ট প্রকাশ করে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে উপভোক্তারা তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়ে গিয়েছেন। যে সমস্ত উপভোক্তারা এখনো টাকা পাননি, তারাও তাড়াতাড়ি প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন, এমনটাই জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।
Banglar Bari Final List
এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ১৪,৭৭৩ কোটি টাকা বরাদ্দ করেছেন। ইতিমধ্যে ১২ লক্ষ পরিবার প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন এছাড়া আরও ১৬ লক্ষ পরিবার প্রথম কিস্তির টাকা পাবেন। এই ১৬ লক্ষ পরিবারকে খুব শীঘ্রই বাংলার বাড়ির অনুদান দেওয়া হবে। সম্প্রতি সন্দেশখালীর একটি প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী দেড় বছরের মধ্যে আরও ১৬ লক্ষ পরিবারের জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাঠানো হবে।

এছাড়াও প্রথম তালিকায় প্রকাশিত আবেদনকারীদের দ্বিতীয় কিস্তির বাকি টাকাও দিয়ে দেওয়া হবে দেড় বছরের মধ্যে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 2026-র বিধানসভা নির্বাচনের আগেই বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য সম্পূর্ণ অনুদান দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অনুদান দেওয়া বন্ধের জন্য, রাজ্য সরকারের রাজকোষ থেকে অর্থ বরাদ্দ করা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য।
রাজ্যের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলো যাতে মাথার উপর একটা শক্ত ছাদ পেতে পারে তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত এই প্রকল্পের কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন। এই প্রকল্পের মাধ্যমে বাংলার নিম্ন ও দরিদ্র জনগণ অনেকটাই আর্থিক সহায়তা পাবে, সেই সাথে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। এই সম্পর্কে আরও তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।
Written by Shampa Debnath



