গুরুত্বপূর্ণ খবর

Free Ration : রেশন গ্রাহকদের চিন্তা দূর হল! বাজেটে নতুন ঘোষণা হয়ে গেল

রেশন কার্ডের মাধ্যমে সকলেই এখন বিনামূল্যে খাদ্য সামগ্রী (Free Ration Items List) পাচ্ছেন। আর এই সামগ্রী পাওয়ার মাধ্যমে সকলেরই অনেক সুবিধা হচ্ছে। আর এবারে রেশন কার্ড গ্রাহকদের (Ration Card Holders) জন্য গতকালের বাজেটে (Budget 2024) হয়ে গেল বড় ঘোষণা। গতকাল ছিল কেন্দ্র সরকারের বাজেট অধিবেশন। আর এই বাজেট অধিবেশন (Interim Union Budget) ঘিরে দেশের সাধারন মানুষের মধ্যে উত্তেজনা ছিল চরমে।

New Announcement on Free Ration Items by Nirmala Sitharaman.

টানা 3 বার কেন্দ্র সরকার গঠন করার পর NDA শিবির মঙ্গলবার বাজেট পেশ করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান ওই দিন বাজেট অধিবেশনে অনেক জনদরদি ঘোষনা করেন তিনি। সেই সব ঘোষনার মধ্যে বেশ কিছু ঘোষনা রয়েছে যা বিজেপি তার সংকল্প পত্রে (BJP Manifesto 2024) উল্লেখ করেছিল। সেই সব প্রতিশ্রুতি অনুযায়ি এবার বিনামূল্যে রেশন (Free Ration) নিয়ে নতুন ঘোষনা করেন অর্থমন্ত্রী।

বিনামূল্যে রেশন নিয়ে বড় ঘোষণা

এই বাজেটের শুরুতেই অনেক বড় বড় ঘোষনা করেছে অর্থমন্ত্রী। সে গুলোর মধ্যে অন্যতম হল পড়ুয়াদের জন্য অনেক ঘোষনা, লোন নিয়ে ঘোষনা, ওষুধের দাম নিয়ে ঘোষনা ইত্যাদি। এই সবের মধ্যে Free Ration নিয়েও ঘোষনা করেছে অর্থমন্ত্রী। রেশন নিয়ে যে ঘোষনা অর্থমন্ত্রী করেছেন তার ফলে দেশের প্রায় 80 কোটি মানুষ এতে উপকৃত হয়েছেন।

৮০ কোটি মানুষের বড় সুবিধা

2020 সালে যখন দেশে করোনা মহামারী চরমে ছিল, একের পর এক মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল তখন সেই সময় লকডাউন চালু করেছিল কেন্দ্র সরকার, জার জেরে সাধারন মানুষদের বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে গিয়েছিল (Free Ration). আর এর জেরে সাধারন মধ্যবিত্ত ও গরিব মানুষদের দুই বেলা দুই মুঠো খাওয়ার পেতে অসুবিধা সৃষ্টি হয়েছিল।

তাই সেই সময় দেশে কেন্দ্র সরকার চালু করেছিল বিনামূল্যে রেশন (Free Ration) ব্যবস্থা। আর এই রেশন ব্যবস্থা চলতি বছরই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে দেশের নাগরিকদের যাতে নূন্যতম খাদ্যের চাহিদা মেটানো যায় তার জন্যে সময় সীমা বাড়ানো হয়েছে। আর এই ঘোষণা শুনে রীতিমত খুশি হয়েছে দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষেরা।

Bank FD (ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট)

কতদিন বিনামূল্যে রেশন পাওয়া যাবে?

করোনা চলে গিয়েছে কিন্তু এখন বিনামূল্যে রেশন ব্যবস্থা তুলে নেয়নি কেন্দ্র সরকার। বরং ভোটের আগে কেন্দ্র সরকারে তরফ থেকে Free Ration এর মেয়াদ আরো বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ি গতকাল মঙ্গলবার বাজেটে বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়ান হল। এর ফলে দুই বেলা দুই মুঠো ভাতের জন্য আর চিন্তা থাকবে না গরিব মানুষদের।

গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মেসেজ দেওয়া হচ্ছে? আসল খবর জেনে নিন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল বাজেটে স্পষ্ট ভাবে জানিয়ে দেন, বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আর 5 বছর বাড়িয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের এমন ঘোষনার ফলে মধ্যবিত্ত ও গরিব মানুষরা স্বস্তি পেয়েছে। Free Ration নিয়ে এই সিদ্ধান্তকে আপনারা কি চোখে দেখছেন সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *