সোনার দাম

Gold Buying Rules – সোনা কেনার নিয়মে বড় পরিবর্তন। মোদী সরকারের নতুন নিয়ম। বিয়ের মরশুমে ভোগান্তি।

Gold Buying Rules বা সোনা কেনার নিয়মে বড় পরিবর্তন হতে চলেছে। এখন আর ইচ্ছে মত টাকা নিয়ে দোকানে গিয়ে সোনা (Gold) বা সোনার গয়না (Gold Ornaments) কিনতে পারবেন না। আর এই নিয়ম সম্পর্কে আপনাদের জানানোর জন্যই আজকের এই প্রতিবেদন। সোনার উপর আগাগোরা থেকে প্রত্যেকটি মানুষের আকর্ষণ। তবে তা ছেলেদের থেকে মেয়েদেরই আকর্ষণ থাকে সব থেকে বেশি।

Gold Buying Rules Change In India.

তার মধ্যে বাঙালি যদি হয় তাহলে তো কথাই নেই বাঙালিদের তো বিয়ে মানেই সোনার গহনা শুধু বিয়ে বলে নয় যেকোনো শুভ অনুষ্ঠানে সোনা লাগবেই। ফলে বাজারে সোনার দাম (Gold Price) যতই বাড়ুক সোনা বিক্রিতে তার কোনো প্রভাব পরে না। বিশেষ করে তো বিয়ের সময় প্রত্যেকটি বাবাই চায় তার মেয়েকে সোনার গহনায় মুড়ে দিতে। মূল্যবান ধাতু হিসেবে সোনার গুরুত্ব অপরিসীম (Gold Buying Rules).

শুধু যে শুভ অনুষ্ঠানে সোনা কাজে লাগে তা নয় জরুরী নানা প্রয়োজনে যেমন চিকিৎসা হোক কি ছেলে মেয়ের পড়াশোনা তখন কাছে থাক সোনার গহনা বিক্রি করে পরিস্থিতি সামলান যায়। করণ অন্য জিনিস পুরনো হলে দাম কমে যায় কিন্তু সোনা পুরনো হলেও দাম কমে না উল্টে বাজারে তার দর যেমন থাকে তার থেকে বেশি দাম পাওয়া যায় (Gold Buying Rules).

তবে এবার এই সোনা কেনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হল। আগে সোনা কিনতে (Gold Buying Rules) গেলে শুধু নগদ টাকা নিলেই হত কিন্তু এখন থেকে দুটো কাগজ নিয়ে যেতে হবে সোনা কিনতে (Gold Buying) গেলে। আর এই বিয়ের মরশুমে আগের থেকে আপনাদের উচিত যে এই সকল নিয়ম আগের থেকে জেনে নেওয়া। নইলে দোকানে গিয়ে আপনাদের সমস্যা হতে পারে।

Gold Buying Rules Change

  • সোনার গহনা কিনতে গেলে এখন আধার কার্ড ও প্যান কার্ড এর তথ্য দেওয়া বাধ্যতামূলক হয়েছে।
  • প্রিভেনশন অফ মানি লন্ডারিং Act 2002 অনুযায়ী বর্তমনে নগদ টাকা দোয়ে সোনা কিনতে হয়।
  • কোনো রকম কার্ড বা অন্য উপায়ে সোনার জন্য পেমেন্ট করা যায় না। তবে এই নিয়ম নিয়ে একটু ধোঁয়াশা আছে। তাই আপনি যদি বেশি মূল্যের সোনার গয়না (Gold Buying Rules) কিনবেন বলে ঠিক করেন।
  • সে ক্ষেত্রে নিজের আয়কর পরামর্শদাতার সঙ্গে আগাম আলোচনা করে নিন।
Income Tax (ইনকাম ট্যাক্সের নিয়ম)
  • নগদে 10 লক্ষের বেশি গহনা কিনলে প্যান কার্ড ও আধার কার্ড এর নথি দিতে হয়।
  • সেই প্রমান আবার দোকানদারকে জমা দেবে।
  • আয়কর আইন 1962 এর 114B ধারা অনুযায়ী একদিনে 2 লক্ষ টাকার বেশি সোনার গয়না কিনতে (Gold Buying Rules) পারবেন না। একান্ত‌ই যদি তা কিনতেই হয় তবে প্যান ও আধার কার্ডের নথি জমা দিতে হবে।

মোবাইল গ্রাহকদের জন্য আচ্ছে দিন! কম খরচে ফের বেশি সুবিধা পাবেন।

সোনার গহনা কেনার (Gold Buying Rules) ক্ষেত্রে এই নিয়ম গুলো না মানলে বড় খেসারত দিতে হবে। আয়কর বিভাগের 271D ধারা অনুযায়ী যত টাকা মূল্যের সোনার গয়না কিনবেন সমমূল্যের অর্থ জরিমানা হিসেবে আপনার কাছ থেকে আদায় করা হবে। আর জরিমানা দেওয়ার কোন দরকার নেই আপনারা এই নিয়ম গুলি অবশ্যই মেনে চলুন। তাহলে আপনাদের আর কোন সমস্যা হবে না।
Written by Ananya Chakraborty.

এলআইসি এর দুর্দান্ত পলিসি! 200 টাকা বিনিয়োগে প্রতিমাসে পাবেন 15 হাজার টাকা পেনশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *