টেলিকম

JIO Recharge Offer – JIO বাম্পার রিচার্জ প্ল্যান নতুন বছরের জন্য। 31 তারিখের আগে রিচার্জ করলে বিশেষ ছাড়।

Jio বর্তমানে দেশের টেলিকম সংস্থা গুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে (JIO Recharge Offer). দেশে Airtel ও VI এর চেয়ে জিও এর গ্রাহক সংখ্যা দিন দিন বেড়ে চলছে। জিও দেশের মানুষদের সুবিধার্থে আর তাদের গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য একের পর এক দারুন দারুন অফার নিয়ে আসে। প্রায় প্রতি মাসেই কিছু না কিছু অফার নিয়ে হাজির হয় Reliance JIO.

JIO Recharge Offer For New Year 2024.

আর আজকেও আমরা আপনাদের জিও এর এমনই একটি অফার সম্পর্কে আলোচনা করবো যা আপনাদের খুশি করে দেবে। Jio এর প্রতিটি গ্রাহকের জন্য একটি বিশেষ রিচার্জ প্ল্যান (JIO Recharge Offer) রয়েছে। আপনি আপনার সুবিধা অনুযায়ী রিচার্জ প্ল্যান বেছে নিতে পারেন। আপনারা যদি এমন একজন গ্রাহক হন যাদের ইন্টারনেট এর থেকে বৈধতা বেশি প্রয়োজন হয় তাদের জন্য জিও এর একটি বিশেষ রিচার্জ প্ল্যান রয়েছে।

জিও তাদের JIO Recharge Offer প্ল্যান গুলোকে কয়েকটি বিভাগে ভাগ করেছে। আপনি স্বল্প মেয়াদি থেকে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বেছে নিতে পারবেন। জিও তাদের গ্রাহকদের জন্যে একটি সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এই রিচার্জ প্ল্যানটিতে আপনি পাবেন 84 দিনের বৈধতা অর্থাৎ 3 মাসের বৈধতা পাবেন 400 টাকার ও কম খরচে। জিও এর এই দীর্ঘ মেয়াদি প্ল্যানটির দাম 395 টাকা।

Gold Price (সোনার দাম)

এই প্ল্যানটিতে গ্রাহকরা 84 দিনের দীর্ঘ মেয়াদ পাবেন। সাথে ইন্টারনেটও পাবেন। 6GB ইন্টারনেট পাবেন এই প্ল্যানটিতে আর ডেটা সীমা শেষ হয়ে যাওয়ার পর 64Kbps গতিতে ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া পাবেন 100 টি SMS, এবং JIO TV, JIO Cinema, JIO Cloud ফ্রি সাবস্ক্রিপশন। তবে এতে JIO Cinema Prime পাবেন না। এক পরিসংখ্যান অনুসারে ৪২ কোটির বেশি মানুষে জিওর পরিষেবা (JIO Recharge Offer) ব্যবহার করে।

রান্নার গ্যাস নিয়ে বর্ষশেষে গুরুত্বপূর্ণ খবর। গরীব ও মধ্যবিত্তর জন্য এই সিদ্ধান্ত।

আর এই নতুন প্ল্যানের মাধ্যমে সকলের খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করছেন অনেকে। জিও এর 395 এর প্ল্যানটি (JIO Recharge Offer) MY JIO এবং Jio.com এ তালিকাভুক্ত আছে। আপনাকে ওয়েবসাইটের মোবাইল সেকশন থেকে প্রিপেইড অপশনে যেতে হবে। এর পরে আপনি ভ্যালু বিভাগে এই বিশেষ রিচার্জ প্ল্যানটি পাবেন। অতএব আপনারা যদি এই প্ল্যানটি নিতে চান তাহলে ঝটপট রিচার্জ করে ফেলুন।
Written by Ananya Chakraborty.

ভারতে চালু হলো স্যাটেলাইট ইন্টারনেট। বিনামূল্যে ইন্টারনেট দেবে Jio Space

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *