LPG Gas Price – রান্নার গ্যাস নিয়ে বর্ষশেষে গুরুত্বপূর্ণ খবর। গরীব ও মধ্যবিত্তর জন্য এই সিদ্ধান্ত।
LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম নিয়ে আমাদের সকল মানুষের অর্থাৎ গরিব থেকে মধ্যবিত্ত সকলের চিন্তা থাকে। আর এই দাম একবার বৃদ্ধি পেলে সকলের সংসারের বাজেট উল্টে পাল্টে যায়। বর্ষশেষে দেশবাসীর জন্য বিরাট ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Central Government). এখন থেকে ৬০৩ টাকায় পাওয়া যাবে রান্নার গ্যাস সিলিন্ডার। দেশের প্রতি তিনজন এলপিএফ গ্রাহকের মধ্যে একজন ৩০০ টাকার কম দামে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন বলে জানা গিয়েছে।
LPG Gas Price Drop For Ujjwala Yojana Holders.
বর্তমানে দেশের প্রায় প্রতিটা বাড়িতেই রান্নার জন্য এলপিজি গ্যাস (LPG Gas Price) ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরেই বৃদ্ধি পাচ্ছিল রান্নার গ্যাসের মূল্য। তাই রান্নার গ্যাসের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল দেশের সাধারণ মানুষ থেকে প্রতিটা রাজনৈতিক দলই। এরপর, চলতি বছরের আগস্ট মাসে রান্নার এলপিজি গ্যাসের দাম কমানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে।
বর্তমানে ৯০০ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে রান্নার গ্যাস। তবে রাজ্য ভেদে তার দাম কিছুটা ভিন্ন হয়ে থাকে। যেমন পশ্চিমবঙ্গে সাধারণ গ্রাহকরা এই মুহূর্তে ৯২৯ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Price) কিনছেন। আবার দিল্লিতে পাওয়া যাচ্ছেন ৯০৩ টাকায়। এরপর দুর্গাপুজোর আগেই উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) গ্রাহকদের জন্য আরও ৩০০ টাকা ভর্তুকি (LPG Gas Subsidy) দেওয়ার কথা ঘোষণা করে সরকার।
এর ফলে উজ্জ্বলা যোজনার এলপিজি সিলিন্ডারের দাম ৬০০ টাকায় নেমে আসে। বর্তমানে বাংলার উজ্জ্বলা যোজনার গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Price) কিনছেন ৬২৯ টাকা। দিল্লিতে যার দাম ৬০৩ টাকা। উজ্জ্বলা যোজনার অধীনে এই সুবিধা এখনো বহাল রয়েছে। তবে, এবার বাড়তি সুযোগ পেতে চলেছেন গ্রাহকরা। এখন অনেক গ্রাহকই ৯২৯ টাকা খরচ করে গ্যাস সিলিন্ডার কিনছে। কিন্তু তার প্রতিবেশী মাত্র ৬০০ টাকা দিয়েই গ্যাস সিলিন্ডার পাচ্ছে।
এর কারণ এখান থেকে দেশের প্রতি তিনজন এলপিএফ গ্রাহকের মধ্যে একজন ৩০০ টাকার কম দামে গ্যাস সিলিন্ডার (LPG Gas Price) কিনছেন। উল্লেখ্য, দেশের দরিদ্র পরিবারের মহিলাদের স্বাস্থ্যের কথা এবং পরিবেশে কার্বন নির্গমন কমানোর কথা ভেবে ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার চালু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। সেই প্রকল্পের অধীনে ভর্তুকিতে গরিব পরিবারের মহিলাদের রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করা হয়।
বর্তমানে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ৩১ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক আপডেট করতে হবে। না হলে রান্না গ্যাস সিলিন্ডারে ভর্তুকি (LPG Gas Price) পাওয়া বন্ধ হয়ে যাবে। সংসদের বিবৃতিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশে এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীর সংখ্যা ৩৩ কোটি। তার মধ্যে ১০ কোটি উজ্জ্বলা যোজনার গ্রাহক অর্থাৎ দেশের এলপিজি ব্যবহারকারীদের প্রায় এক তৃতীয়াংশই কেন্দ্রীয় সরকারের থেকে অতিরিক্ত ভর্তুকিতে (LPG Gas Price) ৬০০ টাকার আশেপাশের দামে গ্যাস সিলিন্ডার কিনছেন।
পিএম কিষান যোজনায় টাকা বাড়ানো হবে, বড় ইঙ্গিত দিলো কেন্দ্র। খুশি হল 13 কোটি কৃষকবন্ধুরা।
মন্ত্রী হরদীপ সিং পুরি আরও জানিয়েছেন, আগামী তিন বছরে আরও ৭৫ লক্ষ মানুষকে উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ দেওয়া হবে। দুর্গাপুজোর আগে থেকেই যে মাত্র ৬০০ টাকায় এলপিজি সিলিন্ডার (LPG Gas Price) পাওয়া যাচ্ছে, সেই সুবিধা আগামী দিনেও বজায় থাকবে বলে সংসদের শীতকালীন অধিবেশনে ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। আর সম্প্রতি এই ঘোষণা দারুন খুশি হয়েছেন দেশের নাগরিকরা।
Written by Sampriti Bose.
ভোটের কথা মাথায় রেখে চালের দাম কমালো মোদী সরকার। কত টাকা কমবে?