Gold Rate : সারা দেশ জুড়ে সোনার দাম একই হতে চলেছে! নতুন নীতি ভারত সরকারের
দেশবাসীর জন্য সুখবর! সোনার দাম (Gold Rate) নিয়ে বড় আপডেট সামনে এলো। এখন সারা দেশে হবে সোনার দাম (Gold Price) এক! বিশ্বাস না হলেও এটি সত্যি। এই সম্পর্কে পুরোটা জানার জন্য প্রতিবেদনটি পুরোটা পড়ুন। বর্তমানে আমাদের দেশে প্রতিটি রাজ্যে আলাদা আলাদা সোনার দাম (Hallmark Gold Buying Cost) হয়ে থাকে। কখনো কখনো এই পার্থক্য রাজ্য ভেদে অনেকটা ফারাক দেখা যায় (Gold as an Investment). তবে এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটতে চলেছে।
One Nation One Gold Rate.
কেন্দ্র সরকার খুব শীঘ্র চালু করতে চলেছে ‘এক দেশ এক দাম’ সরকারের এই পলিসির নাম রাখা হয়েছে ‘One Nation One Gold Rate. আজ আপনাদের সাথে সরকারের এই প্রকল্প নিয়েই আজ আলোচনা করব। এই স্কীম বাস্তবায়ন করতে কি কি ব্যবস্থা নিয়েছে? এই পলিসি (Gold Policy) চালু হলে কি কি সুবিধা পাবে মানুষ এই নিয়েই আজ আপনাদের বলব।
এক দেশ এক সোনার দাম
এই One Nation One Gold Rate বাস্তবায়নের কথা বলেছে কেন্দ্র সরকার। আর এই নিয়ে সাধারন মানুষ এবং অধিকাংশ জুয়েলার্স বিষয়ে মতামত প্রকাশ করেছেন। গোটা দেশ জুড়ে যদি একই দামে সোনা বিক্রি (Gold Sale) হয় তাহলে সাধারন গ্রাহক, ব্যাক্তি এবং সব জুয়েলার্স উপকৃত হবে। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে এই নীতি বাস্তবায়নের ঘোষনা করা হয়নি। তবে আগামী সেপ্টেম্বর মাসেে এই বিষয়ে ঘোষনা হতে পারে।
গ্রাহকদের কি কি সুবিধা হবে?
দেশ জুড়ে এই এক দেশ এক সোনার দাম স্কীম (One Nation One Gold Rate Scheme) চালু হলে দেশের সাধারন মানুষ থেকে সব নাগরিকদের সুবিধা হবে। এই স্কীম চালু হলে দেশের যে কোনো রাজ্য থেকে একই দামে সোনা কিনতে পারবেন। সোনা কেনার সাথে সাথে স্বচ্ছ দামে সোনা বিক্রিও করতে পারবেন যে কোনো ব্যাক্তি। যদি সব রাজ্যে সোনার দাম এক হয় তাহলে সোনার বাজারে স্বচ্ছতা আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্টেট ব্যাঙ্ক সেভিংস প্ল্যান অ্যাকাউন্ট খুলুন! পাবেন সবচেয়ে বেশি সুবিধা
সোনার দাম সংক্রান্ত এই নীতি চালু হলে সোনার দাম (Gold Rate) কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে এবং সোনার দামেও একটি সাম্যাবস্থা বজায় থাকবে। এক্ষেত্রে গ্রাহকদের সাথে সাথে জুয়েলার্সরাও (Jewellers) উপকৃত হবেন। আর এর ফলে সারা দেশে সোনার গয়নার (Gold Ornaments) বিক্রি বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। এবারে দেখার অপেক্ষা যে আগামীদিনে সাধারণ মানুষের কতটা সুবিধা হতে চলেছে।
Written by Ananya Chakraborty.