টেক নিউজ

যারা প্যান আধার লিঙ্ক করেননি তাদের জন্য সুখবর, বিশদে জানুন।

বর্তমানে আধার কার্ড ব্যক্তির গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাই প্যান আধার লিঙ্ক থেকে শুরু করে মোবাইল নম্বর লিংক করা ভোটার, রেশন কার্ড লিঙ্ক করার জন্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। তার সঙ্গে এবার যুক্ত হয়েছে প্যান কার্ড লিঙ্কও। ইতিমধ্যেই প্যান ও আধার কার্ড লিঙ্ক নিয়ে একাধিক তথ্য উঠে আসছে। লিংকের জন্য নির্দিষ্ট সময়সীমা আগেই প্রদান করা হয়েছিল। গত মাসের ৩১ তারিখ ছিল এই লিঙ্কের শেষ তারিখ অনেকেই নির্দিষ্ট সময়সীমার আগেই লিংক করিয়ে ফেলেছেন।

প্যান আধার লিঙ্ক করেননি তো?

যারা এখনও এই লিঙ্ক করেননি, তাদের মধ্যে প্রায় মানুষের ২ টি কার্ডের তথ্যে ভুল রয়েছে, আবার কেউ কেউ আছেন লিঙ্ক বা সংযুক্তিকরণ না করালে কি হবে তা জানেন না। যদিও সাধারণ মানুষের জন্য সুখবর, সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (CBDT) প্যান আধার লিঙ্ক করার শেষ সময়সীমা বাড়িয়েছে।

আধার কার্ড লিংক করানোর সময় আরো 1 বছর বাড়লো, কার্ড লিংক করার 4 টি পদ্ধতি দেখুন।

প্যান আধার লিঙ্কের শেষ তারিখ কবে?
গত ২৮ মার্চ একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সিবিডিটি এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্যান আধার লিঙ্কের জন্য আরও বেশকিছুটা সময় দেওয়া হয়েছে। গত ৩১ মার্চ থেকে আরো ৩ মাস সময় বাড়িয়ে আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে লিঙ্ক না করানো হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। সেক্ষেত্রে কোন কোন বড়োসড় সমস্যার সমুখীন হতে হবে?

১) আয়কর রিটার্ন পাওয়া যাবে না।
২) টাকা রিফান্ডের ক্ষেত্রে কোনও সুদ পাওয়া যাবে না।
৩) TDS এবং TCS কাটার ক্ষেত্রে অধিক সুদ আদায় করবে আয়কর দফতর বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট।

অন্যান্য যে সকল সমস্যা হবে-
১) যে কোনো ব্যাংকে দিনে ৫০,০০০ টাকার বেশি জমা করা যাবে না।
২) LIC পলিসিতে ৫০,০০০ টাকার বেশি প্রিমিয়ামে সমস্যা হবে।
৩) মিউচুয়াল ফান্ডে ৫০,০০০ টাকার বেশি বিনিয়োগ যাবে না।
৪) একবারে ৫০,০০০ টাকার বেশি বিদেশি অর্থের লেনদেন করা যাবে না।

৫) বেসিক সেভিংস অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনও ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যাবে না।
৬) RBI বন্ড, কোম্পানির বন্ড এবং ডিবেঞ্চারে বিনিয়োগ করা যাবে না।
৭) ১০ লাখ টাকার অধিক মূল্যের স্থাবর সম্পত্তি কেনা যাবে না।
৮) গাড়ি কেনার ক্ষেত্রে সমস্যা হবে।
৯) গাড়ির বিমা পাওয়া যাবে না।

কাদের প্যান আধার লিঙ্ক না করলেও চলবে?
১) অনাবাসী ভারতীয় (NRI),
২) এদেশের নাগরিক নন বা অভারতীয় নাগরিক,
৩) ৮০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ ভারতীয় নাগরিক
৪) জম্মু-কাশ্মীর, অসম এবং মেঘালয়ের বাসিন্দা।

বাড়িতে বসে প্যান আধার লিঙ্ক করবেন-
প্রথমে NSDL এর পোর্টালে গিয়ে লেট ফাইন জমা করতে হবে (১০০০ টাকা)। এরপর IT বা ইনকাম ট্যাক্সের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে লিংক করতে হবে।

সকল আধার কার্ড গ্রাহকদের জন্য নতুন নির্দেশ দিলো UIDAI, দেখে নিন বিস্তারিত তথ্য।

অফিশিয়াল ওয়েবসাইট-
https://www.incometax.gov.in/iec/foportal/
কিভাবে করতে হবে সম্পূর্ণ পদ্ধতি আগেও ডেইলি সার্চ ওয়েবপোর্টালে জানানো হয়েছে। লিংক করার সম্পূর্ণ পদ্ধতি জানতে হোপ একবার অবশ্যই প্রতিবেদনটি পড়তে ভুলবেন না।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

2 Comments

  1. Why give 1000 rupees? It needed to be free. Government will introduce new rules and people’s money will go.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *