এবার থেকে Ration Card এ ছবি থাকবে, নতুন রেশন কার্ড ডাউনলোড করুন
রেশন কার্ডের (Ration Card) ধরন যাবে পাল্টে। লোকসভা ভোট মিটতেই রেশন কার্ড নিয়ে বড় খবর। শোনা গিয়েছে আগের রেশন কার্ড থাকছে কিন্তু এখন রেশন কার্ডের ধরন পাল্টে যাবে। আপনাদের আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ডে (Voter ID Card) যেমন ছবি থাকে এবার থেকে রেশন কার্ড এও এমন ছবি থাকবে। দেশের নাগরিকরা এই ছবি সহ রেশন কার্ড কোনো সমস্যা ছাড়াই আধার কার্ড এর মাধ্যমেই ডাউনলোড করে নিতে পারবেন।
Ration Card Download Process with Photo.
আমাদের দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের মধ্যে এই Ration Card এর গুরুত্ব অপরিসীম। কিন্তু সময়ে সময়ে সরকারের তরফে এই নিয়ে অনেক ধরণের নিয়ম নিয়ে আসা হয়েছে। কিন্তু এবারের এই নিয়ম শুনে অনেকেই চিন্তিত হয়ে গেছেন। কিন্তু এই নিয়ে চিন্তার কোন ব্যপারই নেই। Ration Card নিয়ে এই সহজ ও সরল নিয়ম সম্পর্কে জানার জন্য আপনারা পুরো প্রতিবেদনটি পড়ে নিন।
রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম
আগেও আমরা জানি যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করানোর নির্দেশ দেওয়া হয়েছিল এবং অনেকেই করেছেন আর এখনো পর্যন্ত অনেকেই করেননি। কিন্তু এখন অনলাইনে Ration Card E KYC করানো চলছে পশ্চিমবঙ্গে আর এই কাজটি না করলে সকলের রেশন সামগ্রী পেতে সমস্যা হচ্ছে বলেও জানা যাচ্ছে। এখানে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কিভাবে ডাউনলোড করবেন, কি কি নথি লাগবে, কবে থেকে নতুন নিয়ম কার্যকর।
রেশন কার্ড অনলাইন আবেদন
1) Google Play Store থেকে ‘Mera Ration’ নামের একটি অ্যাপ আছে সেটি ডাউনলোড করে নিতে হবে।
2) এরপরে অ্যাপ ওপেন করে নিজের পছন্দ সই ভাষা নির্বাচন করে হোম পেজের খানিকটা নিচে থাকা ‘Aadhaar Seeding’ অপশনে ক্লিক করতে হবে।
3) এরপরে যেই পেজটি ওপেন হবে তাতে Aadhaar Number অপশনটিতে ক্লিক করে আপনার আধার নম্বর বসিয়ে সাবমিটে ক্লিক করুন।
4) এবার এই অপশনে ক্লিক করলে আপনি আপনার রেশন কার্ডের সাথে যে আধার কার্ড লিঙ্ক (Ration Card Aadhaar Link) করা আছে সে সব তথ্য দেখতে পাবেন
5) এবারে আপনাকে Google Chrome থেকে Digi Locker এর ওয়েবসাইটে যেতে হবে এবং হোম পেজে থাকা Sign In অপশনে ক্লিক করতে হবে।
6) Sign In অপশনে ক্লিক করার পর সেখানে আপনার মোবাইল নম্বর আধার নম্বর সহ সব তথ্য দিয়ে Registration শেষ করতে হবে।
7) Registration করার পর User Name ও Password দিয়ে Log In করতে হবে।
8) Log In করার পর আপনার সামনের পেজে যে সব অপশন গুলো আসবে সে গুলোর মধ্যে Issued Document অপশনটি বেছে নিতে হবে।
9) সেই অপশনে ক্লিক করার পর More Issued Document অপশনটিতে ক্লিক করে নিজের রাজ্যের নামটি বেছে নিন।
10) আপনার রাজ্যের নাম বেছে নেওয়ার পর আপনার রাজ্যের অধিনে যে সব নথি গুলো আছে সে গুলোর মধ্যে Ration Card টি বেছে নিন।
11) রেশন কার্ড অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য চলে আসবে এবং Mera Ration App থেকে পাওয়া আপনার রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট করে Get Documents অপশন ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
রেশন কার্ড ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল
আবেদন করার পর কিছুক্ষণ পরে দেখবেন Ration Card অপশনের পাশে রেশন কার্ড ডাউনলোড অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করে PDF রূপে ডাউনলোড (PDF Download) করে নিতে পারবেন। আপনার আধার কার্ডে যে ছবি দেওয়া আছে সেই ছবি Ration Card Photo দেখতে পাবেন। আর ফ্রিতে আপনারা এই কাজটি সম্পন্ন করে নিতে পারবেন।
10 টাকার এই বহুমূল্য নোটের নিলাম শুরু! এইখানে বেচলেই কোটিপতি
রেশন কার্ডে কবে থেকে নতুন নিয়ম শুরু হবে?
ভারতের অন্য রাজ্যে গুলোতে এই রেশন কার্ড ডাউনলোড (E Ration Card Download) প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো চালু হয়নি তবে খুব তাড়তাড়ি তা চালু হয়ে যাবে। আর এই সম্পর্কে আরও আপডেট জানার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। সবার আগে এই সম্পর্কে খবর আমরাই পৌঁছে দেব। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.