গুরুত্বপূর্ণ খবর

বন্ধ হবে ফ্রি রেশন! 30 তারিখের মধ্যে Ration Card গ্রাহকদের এই কাজ করার নির্দেশ

বর্তমানে রেশন কার্ড (Ration Card) মানুষদের জীবনে খুব মূল্যবান নথি। রেশন কার্ডের ফলে বহু গরিব মানুষ দুই বেলা দুই মুঠো ভাত মুখে তুলতে পারছে। কেন্দ্র সরকার করোনার পর থেকে বিনামূল্যে রেশন (Free Ration) চালু করেছে এবং আগামী ৫ বছর এই নিয়ম জারি থাকবে বলেও জারি করা হয়েছে। যাতে গরিব মানুষরা দুই বেলা দুই মুঠো খাবার খেতে পারে।

Ration Card eKYC Update with Aadhaar Card.

এই বিনামূল্যে রেশন ব্যবস্থা (Ration System) এখন চলছে আরো 5 বছর দেওয়া হবে বিনামূল্যে রেশন। তবে এই রেশন ব্যবস্থা নিয়ে বহুবার বহু দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। ইতিমধ্যেই অনেক রেশন কার্ড বাতিল করা হয়েছে। তবে এবার আর কড়া হচ্ছে সরকার। অনেক মানুষ রেশন তুলতে গিয়ে শুনছেন তাদের নাকি রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে।

ফ্রি রেশন বন্ধ হয়ে যাবে?

আর এই নিয়মটি ৩০ তারিখের আগে না মানলে হয়তো অনেকের বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়া বন্ধ হতে পারে। এমন কথা শুনেই চিন্তায় পরে গিয়েছেন সাধারন মানুষ। এই রেশন কার্ড গুলো বাতিল (Ration Card Cancel) করা হচ্ছে কেন? কি করলে রেশন কার্ড বাতিল হওয়ার হাত থেকে বাঁচানো যাবে? আজ এই নিয়েই আপনাদের প্রতিবেদনটিতে আলোচনা করবো।

রেশন কার্ড গ্রাহকদের নির্দেশ

2021 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত 1.66 লক্ষেরও বেশি রেশন কার্ড নাকি বাতিল করা হয়েছে বলে জানা যায়। আর এই রেশন কার্ড বাতিল হওয়ার মূল কারন হল KYC না করা। রেশন কার্ড গ্রাহকদের কয়েক বছর ধরেই সরকার বলে আসছে Ration Card KYC করতে। কিন্তু বহু মানুষ তাও করেনি। তবে এবার 30 শে জুন এর মধ্যে যদি রেশন কার্ডে না করা হয় তাহলে সমস্যায় পড়তে হবে সাধারন মানুষদের।

রেশন সামগ্রী পেতে বায়োমেট্রিক বাধ্যতামূলক

ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) চালু হয়েছে বহু বছর আগে। আর এখন রেশন তুলতে গেলে দিতে হয় বায়োমেট্রিক চাপ। তা না দিলে রেশন পাওয়া যায় না। যদি রেশন কার্ডের সাথে বায়োমেট্রিক (Ration Card Biometric) না মেলে তাহলে রেশন কার্ড ব্লক হয়ে যেতে পারে। যদি ভুল বসত ব্লক হয়ে যায় তাহলে তা খুলে দেওয়া যাবে। কিন্তু যদি Ration KYC না করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি তা করে নিতে হবে।

Ration Card Aadhaar Link KYC Update

আপনারা রেশন দোকানে গিয়ে রেশন কার্ড সাথে আধার লিঙ্ক করিয়ে নিতে পারবেন। আর আপনি যদি চান সাইবার ক্যাফেতে গিয়েও রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক (Ration Card Aadhaar Link) করিয়ে নিতে পারবেন। কিন্তু সাইবার ক্যাফেতে গেলে টাকা খরচা করতে হবে আর রেশনের দোকানে করলে বিনামূল্যেই করতে পারবেন কাজ। আবার চাইলে মোবাইলের মাধ্যমেও করতে পারবেন।

Online Ration Card KYC Process

1) প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) এবারে সেখানে রেশন কার্ড অপশনে গিয়ে ক্লিক করে তার নিচের অপশনের মধ্যে থেকে Check the Status of Your Ration Card এ ক্লিক করতে হবে।
3) এবারে নিজের রেশন কার্ড এর ক্যাটাগরি সিলেক্ট করে রেশন কার্ডের নম্বর বসিয়ে দিয়ে ক্যাপচা কোড ঠিক মত লিখে সার্চে ক্লিক করতে হবে।

LPG (রান্নার গ্যাস)

4) এর পরে আপনার রেশন কার্ড স্ট্যাটাস দেখাবে। তা যদি Active দেখায় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি Deactive দেখায় তাহলে আপনার রেশন কার্ডের KYC করা নেই। রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে।
5) এবার লিঙ্ক করার জন্য ওই পেজে “DO E-KYC” এর অপশণ থাকবে সেখানে ক্লিক করে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards এর ক্লিক করতে হবে।

মর্নিং স্কুল শুরু হবে পশ্চিমবঙ্গে? তীব্র গরমে ফের জল্পনা শুরু

এবার যে পেজ খুলবে সেখানে আবার রেশন কার্ড এর ক্যাটাগরি সিলেক্ট করে কার্ড নম্বর দিতে সার্চ করুন। তারপর লিঙ্ক আধার ও মোবাইল নম্বর অপশনটিতে ক্লিক করুন। আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর এর OTP যাবে তা সাবমিট করলেই রেশনের সাথে আধার এর লিঙ্ক হয়ে যাবে। আর এই কাজটি আগামী ৩০ তারিখের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *