গুরুত্বপূর্ণ খবর

রেশন কার্ডের নতুন নিয়ম। ৩১ মে এর আগে জেনে নিন গুরুত্বপূর্ণ আপডেট

Ration Card Rules

রেশন কার্ড ধারীদের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার একাধিক পরিবর্তন এনেছে। এই নিয়ম গুলো কার্যকর হবে ৩১ মে ২০২৫ এর আগে, তাই এখনই জেনে নিন নতুন নিয়ম গুলি, যাতে কোনও সমস্যা না হয়। নিচে গুরুত্বপূর্ণ পয়েন্ট আকারে সব তথ্য তুলে ধরা হল। এই সম্পর্কে আরও কিছু তথ্য সম্পর্কে আজকের এই আলোচনাতে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি।

রেশন কার্ডের নতুন নিয়ম

৩১ মে ২০২৫ এর মধ্যে সকল কার্ডধারীদের নিজের কার্ড আধার কার্ডের সঙ্গে লিংক করাতে হবে। সরকারের নির্দেশ অনুযায়ী – যাদের রেশন কার্ডে আধার যুক্ত নয়, তাদের কার্ড বাতিল হতে পারে, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই এই লিংকিং করা যাবে, অনলাইনে লিংক করতে পারেন রাজ্য সরকারের খাদ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অথবা নিকটবর্তী রেশন দোকানে গিয়ে অফলাইনে করাতে পারেন।

সরকার রেশন বণ্টনে স্বচ্ছতা আনার জন্য আধার ভিত্তিক বায়োমেট্রিক বাধ্যতা মূলক করেছে। এর মাধ্যমে ভুয়া কার্ড ধারীদের চিহ্নিত করে তাদের কার্ড বাতিল করা হচ্ছে। বায়োমেট্রিক যাচাইয়ের জন্য  রেশন কার্ড, আধার কার্ড, আঙ্গুলের ছাপ যাচাই বায়োমেট্রিক মেশিনে। জায়গা ভেদে আরও অন্য কোন না কোন জিনিস চাওয়া হতে পারে ডিলারদের কাছ থেকে।

ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (NFSA) অনুযায়ী যাদের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার বেশি, তারা রেশন পাওয়ার উপযুক্ত নন। ২০২৫ সালে এই তালিকা নতুন করে যাচাই করা হচ্ছে। পরিবারের আয় সরকারি সীমার চেয়ে বেশি, সরকারি চাকরি জীবী সদস্য আছে, প্যান কার্ডে উচ্চ অর্থনৈতিক লেনদেন ধরা পড়েছে, নিজের গাড়ি থাকলে বা ইনকাম ট্যাক্স দিলে এই ফ্রি রেশন দেওয়া বাতিল হতে পারে।

একাধিক রাজ্যে এখন ডিজিটাল রেশন কার্ড চালু হয়েছে, যেখানে কিউআর কোড স্ক্যান করে রেশন তোলা যাবে। এতে কার্ড হারিয়ে গেলেও সমস্যা হবে না। মোবাইলেই কার্ড থাকবে, লেনদেনের স্বচ্ছতা বাড়বে, রেশন দোকানে সহজে রেকর্ড রাখা যাবে। যদি আপনার কার্ডে ভুল থাকে, যেমন নাম, ঠিকানা বা পরিবারের সদস্যের তথ্য, তাহলে ৩১ মের আগেই সংশোধনের জন্য আবেদন করতে হবে।

প্যান কার্ড থাকলেই পাচ্ছেন ৫ লক্ষ টাকা পার্সোনাল লোন, জেনে নিন সহজ আবেদন প্রক্রিয়া

কোন রেশন কার্ড বাতিল হতে পারে?

তথ্য ভুল থাকলে, আধার লিঙ্ক না করা থাকলে, একাধিক রেশন কার্ড থাকলে। আর এই সকল নিয়ম অবশ্যই মেনে চলতে হবে সকলকে এবং যদি এই সকল নিয়মের মধ্যে কোন একটিও না মানা হয় তাহলে আগামী দিনে সমস্যার সম্মুখীন হতে হবে এবং যাদের এই কার্ডের মাধ্যমে পাওয়া সামগ্রীর মাধ্যমে সংসার নির্ভর করে তাদের অবশ্যই উচিত আগের থেকে সতর্ক হয়ে যাওয়া।

Related Articles