টেলিকম

Mobile Recharge Plan – টানা 1 বছর রিচার্জ করতে হবে না! গ্রাহকদের দীর্ঘদিনের দাবি মিটে গেল

দেশের সকল ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকদের ১ বছরের Mobile Recharge Plan কেনার থেকে মুক্তি পাওয়া গেল। এখন আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারী মানুষদের সংখ্যা প্রায় ৭০ কোটির কাছাকাছি আর এই সকল গ্রাহকরা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। আর এখন প্রত্যেক মোবাইল গ্রাহকরা প্রত্যেক মাসে প্রিপেড (Prepaid) প্ল্যান কিনে থাকেন।

Jio Annual Prepaid Mobile Recharge Plan.

কিন্তু এখনকার দিনে সকলেই ব্যাস্ত থাকে আর এই কারণের জন্য প্রতিমাসে Mobile Recharge Plan করার তারিখ বা সময় সম্পর্কে জানা থাকে না এবং এই কারণের জন্য এক নতুন ধামাকাদার রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Reliance Jio. যারা বার বার রিচার্জের ঝামেলা থেকে বাঁচতে চান তাদের জন্য দারুন রিচার্জ প্ল্যান রিলায়েন্স জিওর। কি সেই রিচার্জ প্ল্যান চলুন জেনে নিন।

রিলায়েন্স জিও ভারতের সব টেলিকম সংস্থার মধ্যে 1 নম্বর টেলিকম সংস্থা। কমদিনে বাজারে এসে পুরনো সব টেলিকম সংস্থাকে পেছনে ফেলে অনেক এগিয়ে গিয়েছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। জিও তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন ক্যাটাগরিতে এক গুচ্ছ রিচার্জ প্ল্যান (Annual Mobile Recharge Plan) অফার করে। এক বছরের মেয়াদ সহ প্রিপেড প্ল্যান ও অফার করে। আজ জিও এর এই এক বছরের প্রিপেড প্ল্যান সম্পর্কে আলোচনা করবো।

Reliance Jio Annual 3227 Mobile Recharge Plan

আজ আপনাদের সাথে জিওর যে প্ল্যান সম্পর্কে আলোচনা করবো সেই প্ল্যানটির মূল্য 3227 টাকা। এই প্ল্যানটিতে 365 দিন অর্থাৎ 1 বছরের মেয়াদ পাবেন গ্রাহকরা। এই Mobile Recharge Plan মাধ্যমে প্রতিদিন 2GB করে ইন্টারনেট দেওয়া হবে অর্থাৎ পুরো এক বছরের জন্য 730 GB ডেটা পাওয়া যাবে। আর প্রতিদিনের ডেটা কোটা শেষ হওয়ার পর নেটের স্পিড 64 Kbps এ চলে আসবে।

Aadhaar ATM (আধার এটিএম)

এই Jio Mobile Recharge Plan দেওয়া হচ্ছে আনলিমিটেড ভয়েস কল। এক বছরের জন্যে যে কোনো নেটওয়ার্কে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই কল করার সুবিধা পাবেন গ্রাহকরা। এর অতিরিক্ত দেওয়া হবে প্রতিদিন 100 টি করে SMS এর সুবিধা। শুধু তাই নয় এই প্ল্যানে গ্রাহকদের দেওয়া হবে, OTT Subscription. এতে গ্রাহকদের দেওয়া হয় Amazon Prime Video Mobile Edition এর ফ্রি Subscription.

Savings Account থাকলেই পাবেন Fixed Deposit এর সমান সুবিধা! মধ্যবিত্তের জন্য দারুণ খবর

এর অতিরিক্ত জিও টিভি (Jio TV), জিও ক্লাউড (Jio Cloud) এবং জিও সিনেমা (Jio Cinema) এক্সেস। আর একটি ব্যাপারে জেনে রাখুন, আপনি যদি 5G নেটওয়ার্ক এরিয়াতে থাকেন তাহলে এই প্ল্যানটির মাধ্যমে Unlimited 5G এর সুবিধা নিতে পারবেন। তাই আর দেরি না করে যারা বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চাইছেন ও 5G স্পিডে কাজ করতে চাইছেন তারা ঝটপট রিচার্জ (Mobile Recharge Plan) করে ফেলুন।
Written by Ananya Chakraborty.

5 লাখ টাকা দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সঠিক আবেদন করলেই একাউন্টে টাকা ঢুকবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *