টেলিকম

Online Mobile Recharge: পুজোর আগে রিচার্জ প্ল্যানে ছাড় দিচ্ছে Jio. এত কমে আর মিলবে না!

ফের একবার জিও গ্রাহকদের জন্য এসে গেল বড়ো সুখবর (Online Mobile Recharge). কম খরচে আনলিমিটেড কলিং এর (Unlimited Calling) সুবিধা পেতে পারেন গ্রাহকেরা। পাশাপাশি মিলতে চলেছে আরো বেশ কয়েকটি সুযোগ। বর্তমানে ভারতে প্রায় ৪৯ কোটি মানুষ তাঁদের ফোনে রিলায়েন্স জিও সিম কার্ড (Reliance Jio SIM Card) ব্যবহার করে। এর মধ্যে স্মার্টফোন ব্যবহারকারী ছাড়াও, Jio Phone ব্যবহারকারী এবং Jio Phone Prima ব্যবহারকারীরাও রয়েছে।

Jio Online Mobile Recharge Plan for Unlimited Calling & Data

দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা হলো জিও। জিও বরাবরই গ্রাহকদের জন্য বিশেষ কিছু সুবিধাজনক অফার এনে তাদের আকৃষ্ট করে থাকে (Online Mobile Recharge). মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও গ্রাহকদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অফার দেওয়ার পাশাপাশি প্রযুক্তির দিক দিয়েও অনেক এগিয়ে গিয়েছে। এই টেলিকম সংস্থা এখন দেশের মানুষকে 4G পরিষেবার পর দিচ্ছে 5G পরিষেবা।

Jio প্ল্যানের দাম কমালো!

স্বাভাবিকভাবেই সাধারণ মানুষদের মন জয় করে চলেছে এই টেলিকম সংস্থা। তবে, কিছুদিন আগেই রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল এই টেলিকম সংস্থা। ফলস্বরূপ, গ্রাহকদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। কিন্তু, এবার ফের একবার গ্রাহকদের কথা মাথায় রেখে সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও (Online Mobile Recharge). রিলায়েন্স জিও চার বছর পূর্ণ হওয়ায় কিছু বিশেষ রিচার্জ প্ল্যান তৈরি করেছে।

‘আনলিমিটেড কলিং’ ও ‘আনলিমিটেড ডেটা’

তবে, এই অফারটি শুধুমাত্র কয়েক দিনের জন্য এবং কিছু নির্বাচিত প্ল্যানে পাওয়া যাবে। জিও গ্রাহকরা যদি এক মাসের জন্য কম খরচে ফ্রি কলিং, দীর্ঘদিনের মেয়াদ এবং আরও ডেটা চান, তাহলে তার জন্য সুখবর রয়েছে। জিও-র এই রিচার্জ প্ল্যানটি হলো ২২৩ টাকার টাকার রিচার্জ প্ল্যান (Online Mobile Recharge). এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন এবং এই সময়ের মধ্যে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং এর সুবিধা পাওয়া যায়।

Business (স্ট্রবেরি ব্যবসার আইডিয়া)

এছাড়াও, ব্যবহারকারীরা প্রতিদিন 100 টি SMS করতে পারবেন, গ্রাহকরা 28 দিনে 56 GB ডেটা উপভোগ করতে পারবেন, যা প্রতিদিন 2 GB ডেটার সমতুল্য (Online Mobile Recharge). এই প্ল্যানটি এমন ব্যবহারকারীদের জন্য আদর্শ, যাদের কম খরচে প্রচুর ডেটা প্রয়োজন। ব্যবহারকারীরা জিও সিনেমা ব্যবহার করতে পারবেন। ওটিটি স্ট্রিমিং খরচ বাঁচাতে পারবেন এবং Jio TV এবং Jio Cloud বিনামূল্যে সদস্যপদও পাবেন।

মহিলারা মোটা টাকা পাবেন! জনপ্রিয় 4 প্রকল্পে আবেদন করে নিন

২২৩ টাকার এই প্ল্যানটি শুধুমাত্র জিও ফোন প্রাইমা ব্যবহারকারীদের জন্যও উপলব্ধ অর্থাৎ স্মার্টফোন ব্যবহারকারীরা এটি নিতে পারবেন না। দেশের অসংখ্য জিও গ্রাহকদের জন্য তাদের এই নতুন রিচার্জ প্ল্যানটি (Online Mobile Recharge) অত্যন্ত বেশি কার্যকর হবে বলেই মনে করছে জিও কোম্পানি।
Written by Sampriti Bose.

Related Articles