Seba Sakhi Scheme – পশ্চিমবঙ্গ সরকারের দুর্দান্ত প্রকল্প। আবেদন করলেই মিলবে প্রতিমাসে 9000 টাকা।
পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) তরফে Seba Sakhi Scheme বা সেবা সখি প্রকল্প নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) রাজ্যের মা, বোনেদের জন্য নানা রকম প্রকল্প নিয়ে এসেছেন এর আগে। কন্যাশ্রী (Kanyashree), রূপশ্রী (Rupashree), লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) এর মত অনেক প্রকল্প নিয়ে এসেছে সরকার। এবারও মা, বোনেদের জন্যে আর একটি নতুন প্রকল্প (New Government Scheme) নিয়ে এসেছে সরকার।
Seba Sakhi Scheme Training And Apply Details.
যেসব মহিলার নিজে কিছু করে স্বনির্ভর হতে চান, নিজে স্বাবলম্বী হতে চান এই প্রকল্প (Seba Sakhi Scheme) তাদের জন্যে। পশ্চিমবঙ্গে এমনিতেই চাকরির বাজার খারাপ। আর তাই বেকার মহিলাদের কাজ দেওয়ার লক্ষেই এই প্রকল্প এনেছে সরকার। এতে রাজ্যে বেকারত্ব কিছু কমবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পে মাসে 9000 টাকা করে বেতন পাবেন মহিলারা।
কিভাবে আবেদন করবেন? কবে থেকে চালু হতে চলেছে এই প্রকল্প জেনে নিন। এই প্রকল্পটির নাম সেবাসখি প্রকল্প (Seba Sakhi Scheme). এই প্রকল্পে মহিলাদের চাকরির বিনিময়ে মাসিক ভাতা প্রদান করা হবে রাজ্য সরকারের তরফে। মা, বোনেদের বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীকে দেখভাল ও সেবা শুশ্রূষা করার জন্য বাংলা মা ও মেয়েদের এই প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।
প্রাথমিক ভিত্তিতে Baruipur, Rajarhaat, Amta ও Panskura তে Block Wise কুড়ি জন মতো মহিলাকে কলকাতায় এই বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং শেষে মহিলাদের অবশ্যই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির জন্য প্লেসমেন্ট দেওয়া হবে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, পুজোর পরেই Seba Sakhi Scheme এর মাধ্যমে ট্রেনিং ও নিয়োগ শুরু করতে পারে রাজ্য সরকার।
Holiday List – ফের ছুটি ঘোষণা। শিক্ষক, ছাত্র, সরকারি কর্মী সকলে ছুটি পাবে, পুরো তালিকা দেখুন।
এই প্রকল্পের (Seba Sakhi Scheme) ট্রেনিং শেষে কর্মরত অবস্থায় গ্রামে প্রত্যেক মাসে 7650 টাকা এবং শহরাঞ্চলে প্রত্যেক মাসে মহিলাদের 9000 টাকা করে বেতন দেওয়া হবে। এই প্রশিক্ষণে সব ধরনের কাজ ই সেখানো হবে মা, বোনেদের। তাই এবার তাদের এই পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে।
যেসমস্ত টোটো আর রাস্তায় চলবে না। তালিকা দেখে নিন। রাস্তার পারমিট পেতে কি করতে হবে?