এই শীতের মরশুমে শুরু করুন নিজের ব্যবসা, কয়েক লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।
বর্তমানে ভারত জুড়ে যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে তাতে ভারতীয় নাগরিকদের জীবনের পাশাপাশি সরকারি বেসরকারি উভয়ক্ষেত্রর চাকরি সহ দেশের অভ্যন্তরের এবং বাইরের বিভিন্ন বিষয় প্রভাবিত হয়েছে। যার ফলে ভারতের তরুণ, তরুণীরা নিজস্ব ব্যবসা শুরু করার ক্ষেত্রে উদ্যমী হয়ে উঠেছে। তবে ব্যবসা শুরু করার ক্ষেত্রে প্রথমেই জানতে হবে কিসের ব্যবসা করবেন। কারণ ভুল সময়ে ভুল জিনিসের ব্যবসা শুরু করলে লাভের বদলে লোকসানের ভার বইতে হবে।
ভারতজুড়ে বর্তমানে শীতের মরশুম। আর এই শীতের আবহে সব থেকে বেশি প্রয়োজন টুপি, সোয়েটার, মোজা থেকে শুরু করে নানাধরনের গরম জামাকাপড়ের। আর এখন আপনি শীতের ক্ষেত্রে প্রয়োজনীয় নানাধরনের গরম জামাকাপড়ের ব্যবসা শুরু করে যথেষ্ট টাকা উপার্জন করে নিতে পারবেন। আপনার এলাকায় যেখানে বহু সংখ্যক লোকের সমাগম হয়ে থাকে আপনি সেই অঞ্চলে একটি ঘর ভাড়া নিয়ে নিজে জামাকাপড়ের দোকান খুলতে পারেন অথবা আপনার বাড়ির আশেপাশেই যদি যথেষ্ট জনসমাগম হয়ে থাকে তবে আপনি সেখান থেকেই নিজস্ব জামাকাপড়ের ব্যবসা শুরু করতে পারেন।
বর্তমানে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো শপিং সাইটগুলির কারণে অনলাইনের মারফত জামাকাপড়ের ব্যবসাও ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে। সুতরাং, আপনিও আপনার স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে অনলাইনের মারফত আপনার ব্যবসার প্রচার করতে পারেন এবং অর্ডার নিয়ে সেগুলিকে কুরিয়ারের মারফত ডেলিভার করে সারা ভারতে আপনার ব্যবসা ছড়িয়ে দিতে পারবেন। এছাড়াও আপনি যেকোন বড় মার্কেট থেকে কম দামে জিনিস কিনে হোলসেলার হিসেবেও শীতের জামাকাপড় বিক্রি করতে পারবেন, শীতের মরশুম শেষে একইভাবে গরমকালে প্রয়োজনের সুতির জামাকাপড়ের হোলসেলিং-এর ব্যবসা করতে পারবেন। তাহলে আপনি আপনার দোকান থেকে যেমন সাধারণ মানুষকে জামাকাপড় বিক্রি করতে পারবেন তেমনভাবেই আশেপাশে সমস্ত ছোট দোকানগুলিতেও হোলসেলার হিসেবে জামা কাপড় বিক্রি করতে পারবেন।
এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার দোকানে যেনো শিশু থেকে শুরু করে বয়স্ক সমস্ত ধরনের মানুষের পোশাকই উপস্থিত থাকে। এছাড়াও সাধারণ মানুষকে আকর্ষণ করার জন্য নানা ধরনের ফ্যান্সি সোয়েটার, টুপি, বাচ্চাদের সোয়েটার শো কেসে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। এর পাশাপাশি আপনি ছেলেদের এবং মেয়েদের টি-শার্ট থেকে বিভিন্ন ধরনের শার্ট এবং শীতের শেষে গরমের উপযোগী নানা ধরনের পোশাক তুলে সারা বছর আপনার ব্যবসার মাধ্যমে যথেষ্ট টাকা আয় করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন কোনো গ্রাহক যেনো কোনোভাবেই আপনার দোকান থেকে ফিরে না যায়। এছাড়াও আপনার অঞ্চলের যেকোনো বিখ্যাত হাটে কিংবা বড় মার্কেটে আপনি নিজের দোকানের পসরা সাজিয়ে বসতে পারেন। এতে আপনার বিক্রি এবং প্রচার বাড়বে বই কমবে না।
আপনি যদি ছোটভাবে এই ব্যবসাটি শুরু করতে চান তবে কম বিনিয়োগের প্রয়োজন হবে তবে বেশ ভালোভাবে দোকান সাজিয়ে বিভিন্ন ধরনের সোয়েটার, টুপি, মোজা এই সমস্ত কিছুর পসরা সাজাতে গেলে আপনার যথেষ্ট পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হবে। তবে এই ব্যবসায় যেমনভাবে আপনাকে বিনিয়োগ করতে হবে, তেমন ভাবেই আপনার বিনিয়োগের টাকাও উঠে আসবে। সঠিকভাবে প্রচার করতে পারলে এবং গ্রাহকের পছন্দসই জিনিসপত্র তাদের হাতে পৌঁছে দিতে পারলে এই ব্যবসা থেকে আপনি কয়েক লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।