অর্থনীতি

FD Interest Rate – একধাক্কায় ফিক্সড ডিপোজিটে সুদ বাড়ল। 9.25% সুদ শুনে আনন্দে লাফাচ্ছেন গ্রাহকরা।

ফিক্সড ডিপোজিটে সুদের হার (FD Interest Rate) বাড়াল আরও এক জনপ্রিয় ব্যাংক। অনেক মানুষ নিজের উপার্জন করা অর্থ সঞ্চিত রাখতে চায় এমন জায়গায় যেখানে তার অর্থ থাকবে নিরাপদ এবং সেই অর্থ থেকে পাওয়া যাবে ভালো সুদ। তাই অনেকেই তাদের অর্থ ফিক্সড করেন বিভিন্ন ব্যাংকে। তবে বেশিরভাগ প্রবীন নাগরিকরা তাদের অবসরের পর ব্যাংকে জমানো টাকার সুদের উপরই ভরসা করে। ফলে সঠিক জায়গায় বিনিয়োগ করাটা খুব প্রয়োজন।

FD Interest Rate Hike.

অবসরের পর টাকা পয়সা নিয়ে রিস্ক কেউ নিতে চায় না। সকলেরই লক্ষ্য টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি গ্যারেন্টেড রিটার্ন। তাই সেক্ষেত্রে সাধারন মানুষ Fixed Deposit এর উপরই ভরসা করে বেশি। আপনি যদি ব্যাংক FD করতে চান তাহলে জানিয়ে রাখি বড় বড় সরকারি বা বেসরকারি ব্যাংক এর থেকে স্মল ফিন্যান্স ব্যাংক বেশি সুদ দিয়ে থাকে ফিক্সড ডিপোজিট এর উপরে (FD Interest Rate).

সম্প্রতি সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক তাদের FD Interest Rate বাড়িয়েছে। সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক তাদের 2 কোটির কম টাকার FD সুদের হার বাড়িয়েছে। এই ব্যাংক 25 মাসের FD তে সুদের হার 0 দশমিক 41 শতাংশ বাড়িয়েছে। সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাংক (Suryoday Small Finance Bank) নতুন সুদের হার 1 লা মার্চ 2024 থেকে লাগু করেছে। এই ব্যাংক 5 থেকে 25 কোটি টাকার স্ল্যাবে 7.75% পর্যন্ত সুদ দিচ্ছে।

Suryoday Small Finance Bank FD Interest Rate

7 থেকে 14 দিন – সাধারন নাগরিকদের জন্য 4 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের জন্যে 4.50 শতাংশ সুদ (FD Interest Rate).
15 থেকে 45 দিন – সাধারন নাগরিকদের জন্য 4.25 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের জন্যে 4.75 শতাংশ সুদ।
46 থেকে 90 দিন – সাধারন নাগরিকদের জন্য 4.50 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের জন্যে 5 শতাংশ সুদ।
99 দিন থেকে 6 মাস – সাধারন নাগরিকদের জন্য 5 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের জন্যে 5.50 শতাংশ সুদ।

6 মাস থেকে 9 মাস – সাধারন নাগরিকদের জন্য 5.50 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের জন্যে 6 শতাংশ সুদ।
6 মাস থেকে 1 বছর – সাধারন নাগরিকদের জন্য 6 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের জন্যে 6.50 শতাংশ সুদ।
1 বছর – সাধারন নাগরিকদের জন্য 6.85 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের জন্যে 7.75 শতাংশ সুদ।
1 বছরের বেশি সময় থেকে 15 মাসের – সাধারন নাগরিকদের জন্য 8.25 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের জন্যে 8.75 শতাংশ সুদ (FD Interest Rate).

Personal Loan (পার্সোনাল লোন)

18 মাসের বেশি সময় থেকে 2 বছর – সাধারন নাগরিকদের জন্য 8.50 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের জন্যে 9 শতাংশ সুদ (FD Interest Rate).
2 বছর 1 দিনের জন্যে – সাধারন নাগরিকদের জন্য 8.60 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের জন্যে 9.10 শতাংশ সুদ।
2 বছর 2 দিনের জন্যে – সাধারন নাগরিকদের জন্য 8.65 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের জন্যে 9.10 শতাংশ সুদ।

আধার কার্ড চালু থাকলেই, টাকা পাবেন আপনি। টাকা পেতে কিভাবে আবেদন করবেন? জেনে নিন।

2 বছর 3 দিন থেকে 25 মাসের কম – সাধারন নাগরিকদের জন্য 8.60 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের জন্যে 9.10 শতাংশ সুদ।
2 বছর 1 মাসের জন্য – সাধারন নাগরিকদের জন্য 9.10 শতাংশ সুদ, প্রবীন নাগরিকদের (Senior Citizen FD Interest Rate) জন্যে 9.25 শতাংশ সুদ।
Written by Ananya Chakraborty.

ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। কিভাবে MSME ঋণের জন্য অনলাইনে আবেদন করবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *