স্কলারশিপ

Swami Vivekananda Scholarship – স্বামী বিবেকানন্দ স্কলারশীপে টাকা দেওয়া শুরু হলো, নিজের নাম চেক করেছেন?

মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য সরকারি এবং বেসরকারি বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। Swami Vivekananda Scholarship তেমনই একটি স্কলারশিপ। রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্কলারশিপ চালু করা হয়েছিল। রাজ্যের সকল পড়ুয়ারা (একাদশ ও দ্বাদশ শ্রেণী, স্নাতক স্তর, স্নাতকোত্তর, মেডিকেল , ইঞ্জিনিয়ারিং , নার্সিং, প্যারামেডিকেল , ডিপ্লোমা) এই স্কলারশিপে আবেদনযোগ্য।

Swami Vivekananda Scholarship এ আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র কোনগুলি? জেনে নিন।

তবেই মানতে হবে নির্দিষ্ট নিয়ম। এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু গিয়েছে। তবে আবেদনকারীদের অনেকের মনেই প্রশ্ন ছিল, আবেদনের টাকা কবে মিলবে? আজকে সেই সম্পর্কে জানানো হবে এই প্রতিবেদনে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বৃত্তি প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। কেবলমাত্র অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে? এই মুহূর্তের বড় আপডেট।

রাজ্যের বিভিন্ন জেলায় বসবাসকারী যে সকল ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই আবেদন জানিয়েছিলেন (ফ্রেশ এবং রিনিউয়াল) তাদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে।
বৃত্তির অঙ্ক- স্কলারশিপে আবেদনকারীদের বার্ষিক 12,000 টাকা থেকেও সর্বোচ্চ 60,000 টাকা প্রদান করা হবে। তবেই পরিবারের অবর্ষিক আয় নির্দিষ্ট সীমার নিচে থাকতে হবে।

Swami Vivekananda Scholarship এ ইতিমধ্যে কারা বৃত্তির টাকা পাচ্ছেন?
যেসকল ছাত্র-ছাত্রীদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ‘sanctioned’ উল্লেখ থাকবে, তারা কিছুদিনের মধ্যেই টাকা পেতে চলেছেন। তাছাড়া যে সকল আবেদনকারীদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে sanctioned লেখা দেখানো হচ্ছে না, তারা চিন্তা করবেন না। যদি তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে aporoved লেখা থাকে, তার বদলে sanctioned লেখা দেখানো হলেই তারা অনুদান পাবেন।

তাছাড়া অনুদান প্রদানের প্রক্রিয়া সকল আবেদনকারীদের একেবারেই দেওয়া সম্ভব নয়। তার জন্য খানিকটা সময় লাগবেই। তবে চিন্তার কোনো কারণ নেই, আবেদনকারীরা যদি সঠিকভাবে সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে থাকেন, তাহলে অবশ্যই টাকা পাবেন। যেসকল পড়ুয়ারা এখনও পর্যন্ত আবেদন করেননি, তারা এখনই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন। কারণ সূত্র মারফত খবর, খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া বন্ধ করা হবে।

প্রথমবার আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
১) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট।
২) ইনকাম সার্টিফিকেট।
৩) মাধ্যমিকের এডমিট কার্ড।
৪) ব্যাংকের পাসবুকের প্রথম পেজের ছবি (যেখানে IFSC কোড, একাউন্ট নম্বর ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে)।

Swami Vivekananda Scholarship 2023 – নতুন করে আবেদনের সম্পূর্ণ তথ্য জেনে নিন।

৫) রেশন কার্ড।
৬) ভোটার কার্ড বা আধার কার্ড।
৭) আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ (সাইজ 10-50 KB)
উল্লেখ্য, আবেদনপত্রটির একটি কপি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের তরফে এপ্রুভড হতে হবে।
আবেদনের লিংক-
svmcm.wbhed.gov.in
শিক্ষা সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *