অর্থনীতি

এই ব্যাংকের গ্রাহকেরা পাবেন বিশেষ সুবিধা, সেভিংস ও স্যালারি একাউন্টের টাকায় মিলবে 7% সুদ।

এখন টাকা সঞ্চয় আরো সহজ সেভিংস ও স্যালারি একাউন্টের মাধ্যমে। এই ব্যাংকে একাউন্ট থাকলেই মিলবে উচ্চহারে সুদ। বিনিয়োগে এতো বড় সুবিধা দিচ্ছে কোন ব্যাংক? কোন সুবিধা মিলবে? কত টাকা বিনিয়োগ করতে হবে? বর্তমানে ভবিষ্যতে সঞ্চয়ের জন্য অনেকেই বেছে নেন ফিক্সড ডিপোজিট বা FD স্কিম। কারণ স্থায়ী আমানতে বিনিয়োগে নির্দিষ্ট মেয়াদ পূর্তির পর মেলে উচ্চ হারে গ্যারান্টিযুক্ত রিটার্ন। তবে এখন গ্রাহকদের সেভিংস বা স্যালারি একাউন্ট থাকলেই পাবেন উচ্চ হারে সুদের হার।

সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের তরফে এই সুবিধা দেওয়া হচ্ছে গ্রাহকদের। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাক্টিভমানি-এর মাধ্যমে, একাউন্টে নূন্যতম পরিমান টাকার বেশি বা অতিরিক্ত টাকা থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে একটি ফিক্সড ডিপোজিট বা FD স্কিমে স্থানান্তরিত হবে। আরো বিস্তারিতভাবে বলা যায়, বৃহস্পতিবার কোটাক মাহিন্দ্রা ব্যাংক অ্যাক্টিভমানি ফিচার চালু করার ঘোষণা করেছে।

সেভিংস ও স্যালারি একাউন্ট কীভাবে স্থানান্তরিত হবে FDতে?

এর সুবিধাগুলি-
১) গ্রাহকদের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের মতো বার্ষিক ৭% পর্যন্ত সুদের হারের সুবিধা দেওয়া হবে।
২) অকাল প্রত্যাহারেও দিতে হবে না কোনো চার্জ।
৩) কোটাক মাহিদ্রা ব্যাংকের অ্যাক্টিভমানি স্কিমটিতে সেভিংস বা স্যালারি বা 811 অ্যাকাউন্টের ক্ষেত্রে-
এই একাউন্টে ২৫ হাজার টাকার বেশি সঞ্চয় থাকলে এই সুবিধাটি পাওয়া যাবে।

আর মাত্র 10 দিন, এই ব্যাংক গ্রাহকেরা পাবেন না কোনো সুবিধা, বন্ধ হবে ব্যাংক একাউন্ট।

কারেন্ট একাউন্টের ক্ষেত্রে-
এই একাউন্টে ৫০ হাজার টাকার অধিক পরিমান সঞ্চয় থাকলে অ্যাক্টিভমানির সুবিধা পাওয়া যাবে।
কিভাবে এই সুবিধা নিতে হবে সেভিংস ও স্যালারি একাউন্ট এর?
কোনো গ্রাহক নিজের একাউন্টে অ্যাক্টিভমানির সুবিধা নিতে চাইলে, একাউন্টে থাকা নির্দিষ্ট পরিমাণ টাকার বেশি অঙ্ক তার একাউন্ট থেকে ১৮০ দিনের এফডি এর মেয়াদে স্থানান্তরিত হবে। সেখানে মিলবে ৭% এর হারে সুদ। এছাড়া কোটাক মাহিদ্রা ব্যাংক ২ কোটি টাকার নিচের স্থায়ী আমানত বা FD তে সুদের হার বৃদ্ধি করেছে। গত ১১ মে থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছিল।

কত দিনের মেয়াদে সুদের হার কত মিলছে-
৭ দিন থেকে ১৪ দিনের মেয়াদে FD তে মিলছে ২.৭৫% সুদের হার।
১৫ দিন থেকে ৩০ দিনের মেয়াদে FD তে মিলছে ৩% সুদের হার।
৩১ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে FD তে মিলছে ৩.২৫% সুদের হার।

পোস্ট অফিসের নতুন স্কীম, যতটা জমাবেন, ডবল লাভ পাবেন।

৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদে FD তে মিলছে ৩.৫০% সুদের হার।
৯১ দিন থেকে ১২০ দিনের মেয়াদে FD তে মিলছে ৪% সুদের হার।
১২১ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদে FD তে মিলছে ৪.২৫% সুদের হার।
১৮০ দিনের মেয়াদে FD তে মিলছে ৭% সুদের হার।
বিনিয়োগ এবং সেভিংস ও স্যালারি একাউন্ট সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *