১লা সেপ্টেম্বর থেকে এইসব SIM Card ব্ল্যাকলিস্টেড হবে! গ্রাহকদের জন্য বড় ঘোষণা TRAI এর
দেশের সকল মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে সিম কার্ডের (SIM Card) গুরুত্ব অপরিসীম। আর এককথায় বলতে গেলে সিম কার্ড ছাড়া মোবাইল ফোন ব্যবহার করা সম্ভবপর কথাই নয়। কিন্তু যেই জিনিসের যত বেশি ব্যবহার শুরু হয় সেটা নিয়ে প্রতারকেরা কোন না কোন জালিয়াতি শুরু করে দেয়। আর এই নিয়ে এবারে TRAI (Telecom Regulatory Authority of India) এবার নিতে চলেছে বড় সিদ্ধান্ত।
TRAI New Rules on SIM Card from 1st September 2024.
আপনিও যদি ১লা সেপ্টেম্বরের পর থেকে এই ধরণের ভুল করেন তাহলে সাবধান হয়ে যান এখনই নাহলে আপনার ফোন নম্বর (SIM Card Number) হয়ে যেতে পারে ব্লক! কি সিদ্ধান্ত নিল TRAI এটাই ভাবছেন তো? এই বিষয়ে জানার জন্যে পুরো প্রতিবেদনটি পড়ুন। TRAI এর তরফ থেকে জানান হয়েছে, এবার থেকে কেউ ফেক কল বা স্প্যাম কল (Spam Call) করলে ব্যবস্থা নেবে ট্রাই।
সিম কার্ড নিয়ে ট্রাইয়ের নতুন নিয়ম
কোনো ভাবেই এই ধরনের ফেক কল ও স্প্যাম কল গুলোকে বরদাস্থ করা হবে না। বর্তমানে এই ধরনের স্প্যাম কল ও ফেক কলের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ফোন গুলোতে দরকারি ফোন আসে কম তার বদলে এই সব ফেক কল, স্প্যাম কল আসে বেশি (SIM Card). আর এতে সাধারন মানুষ হচ্ছে বিরক্ত। তাই এই ধরনের কল গুলোর বিরুদ্ধে এবার থেকে কড়া ব্যবস্থা নেবে ট্রাই।
কবে থেকে চালু করা হবে এই নতুন নিয়ম?
আগামী ১লা সেপ্টেম্বর ২০২৪ থেকে এই নতুন নিয়ম চালু করতে চলেছে ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথারিটি অফ ইন্ডিয়া। গ্রাহকদের ঠকাতে এই ধরনের ভুয়ো ফোন কল বন্ধ করার জন্যেই এই ধরনের নিয়ম চালু করতে চলেছে ট্রাই। এই নিয়ে আগেই AI-র (Artificial Intelligence) সাহায্য নেওয়া হয়েছিল। আর এবারে নিজের SIM Card নাম্বার থেকে ভুয়ো ফোন করলে বন্ধ হতে পারে নাম্বার।
এই নতুন নিয়মে কি বলা হয়েছে?
ট্রাই এর এই নতুন নিয়মে বলা হয়েছে, এই ফেক কলের জন্যে দায় নিতে হবে টেলিকম অপারেটরকেই। কারন তাদের SIM Card ব্যবহার করেই এই ধরনের ফেক কল বা স্প্যম কল করা হয়। কোনো গ্রাহক যদি কোনো কলকে ফেক কল বা স্প্যাম কল বলে অভিযোগ করে তাহলে টেলিকম কোম্পানিকে এই নিয়ে ব্যবস্থা নিতে হবে। এর ফলে ফেক কলের সংখ্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
টানা 5 দিন ছুটি থাকবে স্কুল-কলেজ, সরকারি অফিস! সপ্তাহের শুরুতেই জেনে নিন
ট্রাই এর নিয়ম অনুযায়ি কেউ তার মোবাইল নাম্বার ব্যবহার করে কোনো প্রোমোশনাল কল বা টেলি মার্কেটিং কল করতে পারবে না। যদি করে তাহলে সেই SIM Card নম্বরকে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করা হবে। এদের ঠেকাতেই এই ধরনের ব্যবস্থা নিচ্ছে ট্রাই। এই ধরনের কল গুলোকে কোনো ভাবেই বরদাস্ত করা হবে না স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে TRAI. তাই যারা এই ধরনের কাজ করছেন তারা এখনই সাবধান হয়ে যান।
Written by Ananya Chakraborty.